আগামি নির্বাচনে চীন,ভারত ও যুক্তরাষ্ট ! ১০ মিলিয়ন খরচ করবে চীন হাচিনা কে হারাতে!

Posted on : December 16, 2018 | post in : BD News |Leave a reply |

আগামি ১১তম সংসদ নির্বাচন এ চীন , ভারত এবং যুক্তরাষ্ট কোন দেশ কতটুকু ভূমিকা পালন করবে জেনে নিন

১১তম নির্বাচন এ মদি , ট্রাম্প এবং চীন এর ভুমিকা

১১তম নির্বাচন এ মদি , ট্রাম্প এবং চীন এর ভুমিকা

বাংলাদে আগামি জাতীয় সংসদ নির্বাচনে প্রোভাব শালি দেশ গুলোর প্রোভাব নিয়ে চলছে নানা ধরনের আলোচনা ৷

এই আলোচনার সূত্রপাত করেছে ক্ষমতা শীল দল ও রিরোধি দল বিএনপি 

আগামি ১১তম নির্বাচনে কোন দেশ জয় লাভ করবে তার নির্নয়ক যেন হয়ে পড়েছে ভারত ৷

দেশের প্রাধান দুই দল এর ভারত যফর এর পর এমন ধারণা করা হচছে যে , দেশে জনগণের চেয়ে ভারতের আস্থার উপর বেশি গুরুত্ব দিচছে ৷

২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের আগে ভারতের রাষ্ট দুত ঢাকাই এসে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে আওয়ামী লীগ এর পক্ষে যেভাবে পত্যক্ষ অবস্থান নিয়েছিলেন তাতে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ সচক্ষে চলে আসে ৷

এসময় জাতীয় পার্টি নির্বাচনে না আসার ঘোষনা দিয়েছিল ৷ তার পর সুজাতা সিং এরশাদের সাথে বৈঠক করে নির্বাচনে যাওয়ার চাপ সৃষ্টি করেছিল ৷ এরশাদ নিজেই তা জানিয়ে দিয়েছিলেন ৷

এর পর থেকে বাংলাদেশ সাশন করছে ভারত ৷ বাংলাদেশে যতই নির্বাচন এগিয়ে আসছে ততই ভারতের ভুমিকা নিয়ে আলোচনা হচছে ৷


বিএনপির একটি প্রতিনিধি দল ভারত সফর করে এবং আগামি নির্বাচনে সুষ্ট নির্বাচ অনুষ্টিত করতে ভারতে সহায়ত চেয়েচে ৷

এতে ভারত বলেছে ২০১৪ সালের মত এবার নির্বাচনে হস্তক্ষপ করবে না ৷ এর পর থেকে ক্ষমতা শীল দল এর মধ্য অস্থিতিশুলতা দেখা যাচছে ৷

অপর দিকে বাংলাদেশের নির্বচনে চীন,যুক্তরাষ্ট ও বিশাল ভুমিকা রাখবে বলে ধারনা করা হচছে ৷

ক্ষমতা শীল দল আওয়ামী লীগ কে ক্ষমতা থেকে সরাতে বার্লাদেশের ১১তম নির্বাচনে ১০ মিলিয় মার্কিন ডলার খরচ করবে বলে জানা গেছে ৷

আমরা জানি যে চীন এবং ভারত একে অপরের শত্রু ৷ অপর দিকে ভারত আওয়ামী লীগ সমর্থন করে ৷ তাই চীন বিএনপি সমর্থন করবে সাভাবিক ৷

অপর দিকে নির্বাচনে যুক্তরাষ্ট নির্বাচন পরিদর্শক পাঠাবে বাংলাদেশে ৷


অথএব বলা যাই এবার নির্বাচন অবাদ এবং সুষ্ট হবে বলে আশা করা হচছে ৷

Tags:

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar