অনলাইনে পাসপোর্ট চেক করুন খুব সহজে

Posted on : April 24, 2023 | post in : Android Tips |1 Reply |

পাসপোর্ট চেক করার নিয়ম

অনলাইনে পাসপোর্ট চেক করুন খুব সহজে


আমরা অনেক কারনে পাসপোর্ট তৈরি করি ৷ যেমন ট্রাভেল , চিকিৎসা অথবা প্রবাসি হিসেবে কাজ করার জন্য ৷


আর এই পাসপোট হতে পারে ই-পাসপোট অথবা এমআরপি পাসপোট ৷


যেটাই হোক আমরা নতুন যারা পাসপোট করতে দেয় তাদের পাসপোট কবে হাতে পাব বা কবে পাসপোট কালেক্ট করতে পারব এটা জানার প্রোয়োজন হয় ৷

অনেকে এই পাসপোট স্টাটাস জানতে কম্পিউটার অথবা পাসপোট অফিসে ভিড় জমায় ৷


কিন্তু কেম হয় যদি এই কাজটি আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে দেখে নিতে পারেন ?


হ্যাঁ আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার Passport এর আপডেট জানতে পারবেন ৷

তো চলুন দেখে নেয় কিভাবে অনলাইনে পাসপোর্ট চেক করবেন ৷



E Passport এর স্টাটাস জানার আগে আমাদের দেখে নিতে হবে আমাদের পাসপোর্টটি কি E Passport নাকি MRP Passport ৷ যেটাই হক আমরা আজ Passport Check করার নিয়ম শিখে নিব ৷


প্রথমে আমরা ই-পাসপোর্ট চেক করা শিখব


Passport আবেদন করার পর আমাদের একটি সিলিপ দেওয়া হয় ৷ এই স্লিপ এর মাধ্যমে আমরা আজ Passport এর স্টাটাস চেক করব যে চবে Passport রেডি হবে এবং আমরা হাতে পাব ৷


ই পাসপোর্ট চেক করতে আপনার যা লাগবে

  • এপলিকেশন আয়ডি নম্বর / রেজিষ্টেশন আয়ডি নম্বর / Email Address ( যে কোন একটি )
  • এবং জম্ন তারিখ

এসব তথ্য আপনার আবেদন করার পর যে সিলিপ দিবে তাতে পেয়ে যাবেন ৷


উপরের তথ্য ধারে নিয়ে ই-পাসপোর্ট চেক করার জন্য প্রথমে এই লিংকে বা বাংলাদেশ Passport ওয়েব সাইটে যান ৷


নিচের মত আসবে ….


অনলাইনে পাসপোর্ট চেক করুন খুব সহজে

এখানে প্রথম ঘরে Online Registration ID


এবং দুই নামবার ঘরে Application ID দিতে হবে ৷


( NOT: এখানে আপনি যে কোন একটি দিলে হবে ৷ হয় Registration ID অথবা Application ID ৷ )


তারপর আপনির জম্ন তারিখ দিবেন এবং গুগল ক্যাপচা পুরন করে Cheak এ কিলিক করবেন ৷


সব তথ্য ঠিক থাকলে আপনার পাসপোর্ট এর আপডেট দেখতে পাবেন ৷

MRP পাসপোর্ট চেক করার নিয়ম



যাদের এমআরপি পাসপোর্ট চেক করতে চান তারা এই লিংকে যান

নিচের মত আসবে …


অনলাইনে পাসপোর্ট চেক করুন খুব সহজে


এখানে প্রথম ঘরে আপনার ডেলিভারি সিলিপে থাকা Enrolment ID বসাবেন


দুই নামবার ঘরে আপনার জম্ন তারিখ বসাবেন


এরপর ক্যাপচা পুরন করে SEARCH এ ক্লিক করবেন ৷


আপনার সকল তথ্য ঠিক থাকলে আপনার Passport এর আপডেট জানতে পারবেন ৷

  • Note: বাংলাদেশ পাসপোর্ট ওয়েব সাইট চেক করার পদ্ধতি পরিবর্তন করতে পারে ৷
  • তবে এমন টি আমরা যানতে পারলে অবশ্য আমরাও সঠিক নিয়মটি আপডেট দেওয়ার চেষ্টা করব ৷



যা জানি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ৷ ভুল হলে ক্ষমা করবেন ! ধন্যবাদ !

Tags: , , ,

One Comment

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar