কেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ? রাশিয়া-ইউক্রেন-আমেরিকা যুদ্ধের দায় কার ?

Posted on : March 7, 2022 | post in : Android Tips,BD News,Online Earning,Others |Leave a reply |

আজকে আমরা Russo vs Ukrainian War এসকল প্রশ্নের উত্তর খুজার চেষ্টা করব !

  1. রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণ কি ?
  2. রাশিয়া কেন ইউক্রেন এর দখল নিতে চায় ?
  3. রাশিয়া ইউক্রেন যুদ্ধে কে জিতবে ?
  4. আমেরিকা বা ন্যাটো কেন রাশিয়া আক্রমন করছে না ?
  5. রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি ?
  • Not: তাই পুরো কন্টেনটা মন দিয়ে পড়ুন তাহলে বুঝতে পারবেন
    এখানে রাশিয়া দোষি না ইউক্রেন অথবা আমেরিকা দোষি ৷

রাশিয়া ঈউক্রেন এর যুদ্ধের কারণ জানতে হলে আমাদের এর গভিরের বিষয় জানতে হবে ৷
কারণ এখান থেকে আমাদের বা মুসলমানদের শিক্ষা নেওয়ার প্রোয়োজন আছে ৷

দেখেন আমরা জানি যে, আমেরিকা সারা বিশ্ব শাসন করতে চায় ৷
আর এই জন্য আমেরিকা বিশ্বের প্রায় 80 টি দেশে তাদের সামরিক ঘাঠি গড়ে তুলেছে ৷
আর এই বিশ্ব শাসনের বাধা হয়ে দাড়ায় রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া ৷
তাইত এই দেশগুলোর উপর আমেরিকার এত দন্দ ও অবরোধ ৷
তারপর পরক্ষ ভাবে সারা বিশ্ব শাসন করছে আমেরিকা ৷

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণ কি ?

বিশ্বের এমন কিছু জায়গা আছে যা ভোগলিক ভাবে গূরুত্বপূর্ণ ৷
ইউক্রেন ও তার মধ্য একটি জায়গা ৷ কৃশ্ন সাগর এর উত্তর ভূমির নিয়ন্ত্রন শতের সতক
থেকে রাশিয়ার অর্থনীতিক ও সামরিক নিরাপত্তার সাথে জড়িত বলে মনে করা হয় ৷
তার কারণ রাশিয়া যদি আক্রান্ত হয় তাহলে এই ইউক্রেন দিয়ে আক্রন্ত হবে ৷
ঠিক তাই হয়েছিল হিটলার এই ইউক্রেন দিয়ে রাশিয়া আক্রমন করেছিল ৷

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণ কি ?

  • আর ন্যাটো যদি রাশিয়া আক্রমন করে এই ইউক্রেন দিয়ে করবে ৷
    তাছাড়া রাশিয়া যদি ইউক্রেন কে কন্টরল করতে পারে তাহলে ন্যাটর সদশ্য দেশ গূলোকে বিচ্ছিন্ন করে রাখতে পারবে ৷
    অপর দিখে ইউক্রেনে ঘাটি গড়ার মাধ্যমে সেখানের প্রকৃতিক সম্পাদের নিয়ন্ত্রন করবে ৷
    আর সেই আমেরিকা পরিচালিত ন্যাটো ইউক্রেনকে তাদের সদস্য করতে চাইছে
    এবং সেখানে তাদের সামরিক ঘাঠি গড়তে চায় ৷ আর এটা রাশিয়া কখনও মেনে নিতে পারেনা ৷
    অপর দিকে ইউক্রেন একটি সময় সোভিয়েত ইউনিয়ানের সাথে ছিল ৷
  • আবার রাশিয়া তেল ও গ্যাস উৎপাদনে শির্ষে ৷
    ইউরোপের তেলের ও গ্যাসের বড় যোগান দাতা রাশিয়া ৷
    আর এই গ্যাসের পাইপলাইন গুলো ইউক্রেন এর ভিতর দিয়ে ইউরোপে নিয়া ৷
    তার কারণ সোভিয়েত আমলে তো ইউক্রেন আলাদা দেশ ছিল না ৷
  • আর আলাদা দেশ হওয়ার পরথেকে রাশিয়ার কাছ থেকে এই ট্রানজিট এর জন্য ফ্রি নিয়া সুরু করল ইউক্রেন ৷
    আর যার ফ্রি অতি বেশি ছিল ৷
    যা আন্তরজাতিক ফ্রি এর থেকে বেশি ৷
    তাছাড়া এই পাইপ থেকে ইউক্রেন গ্যাস চুরি করা সুরু করল ৷
    পরে ধরা পড়ল এবং শিকার ও করেছিল ৷

পরে রাশিয়া ইউক্রেনের থেকে 2014 সালে ক্রিমিয়া দখল করে নেয় ৷
একেবারে খালি খালি দখল করে নেয় নাই রাশিয়া ৷ ক্রিমিয়াই প্রচুর গ্যাস এর সন্ধান মিলেছে
এবং ক্রিমিয়া ভোগলিক ভাবে রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ন ৷
আর এই ক্রিমিয়াই ইউক্রেন থেকে মিঠা পানি আসত একটি খাল দিয়ে ৷
ইউক্রেন সেই খালে বাধ দিয়ে দেয় ৷

Not: একটি বিষয় বুঝার চেষ্টা করুন আপনার শক্রু যদি আপনার পাশের বাড়ি এসে
অস্ত গোলাবারুদ সোন্য এনে গাটি ঘড়ে তোলে তাহলে আপনি কি করবেন ?

আর এরই কারণে রাশিয়া বারবার মানা করছে ইউক্রেন কে ন্যাটোর সদস্য না হতে ৷
কিন্তু ইউক্রেন তা মানছে না ৷ ফলে অনেকটা বাধ্য হয়ে পুতিন আক্রমন করে বসেছে ৷

আর এই যুদ্ধে ইনধন যোগাচছে পশ্চিমা বিশ্ব ৷
কারণ তারা অস্ত ব্যাবসা ও করতে পারছে ৷

ADD: চুল পড়া বন্ধ করুন ,পাতলা চুল ঘন করুন…

রাশিয়ার উপর আমেরিকা ও তার মিত্রদেহ এত
অর্থনীতিক অবরোধ কতটা প্রভাব ফেলবে তাও প্রশ্ন বিদ্ধ ?

দেখেন আমেরিকা বা তার মিত্র দেশ গূলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে না ৷
খালি অবরোধ দিয়েই যাচছে ৷ কিন্তু তারপরও পুতিন কোন অবরোধ মানছে না ৷
কারণ এখানে রাশিয়ার অস্তিত নিয়ে প্রশ্ন ! পুতিন সতর্ক করে বলেছে যে,

“যে বিশ্বে রাশিয়া থাকবে না সে বিশ্বের কোন দরকার নায়”

দেখেন যতই অবরধ দিক রাশিয়ার একটি কথা তারা কোন ভাবে ইউক্রেন কে ন্যাটোর সদস্য হতে দিবে না ৷

রাশিয়ার উপর আমেরিকা ও তার মিত্রদেহ এত অর্থনীতিক অবরোধ কতটা প্রভাব ফেলবে

আর রাশিয়া বিশ্বের উন্নত শারির একটি এবং বিশ্বের সবথেকে বড় দেশ ৷
সিরিয়া আফগান ইরান উত্তর কোরিয়ার মত দেশ না ৷

যে অবরোধ দিলে তাদের একেবারে খারাপ পরিস্তি হড়ে পড়বে ৷
তাছাড়া রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখলের সময় বুঝতে পেরেছিল কিছু হলেই আমেরিকা অবরধ দিবে ৷
তাই তারা ডলার নির্বর কমেয়েছে এবং চীনের সাথে সম্পর্ক বাড়িয়েছে 2014 সাল থেকে ৷

এখন অনেকের প্রশ্ন আসেতে পারে আমেরিকা বা
ন্যাটো কেন রাশিয়া আক্রমন করছে না ক্ষমতা থাকা সত্তেও?

ন্যাটো কেন রাশিয়া আক্রমন করছে না ক্ষমতা থাকা সত্তেও

  • দেখেন এটা ইরান সিরিয়া বা আফগান এর মত দেশ না ৷
    এখানে যুদ্ধ হচছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়ার সাথে ৷
    রাশিয়ার কাছে সবথেকে মরনাস্ত বা পারমানবিক বোভ বেশি ৷
    আর এক রাশিয়া সাথে রয়েছে সুপার পাওয়ার চীন ৷
    এখানে ন্যাটো বা আমেরিকা রাশিয়াতে আক্রমণ করলে বেধে যাবে তৃতীয় বিশ্ব যুদ্ধ ৷
  • আর পুতিন হুসিয়ার করে বলেছেন রাশিয়াকে যে আক্রমন করবে
    “সে এমন পরিনতি ভোগ করবে যা ইতিহাসে কখনও ঘটে নাই” ৷
    অপর দিকে এক রাশিয়া ন্যাটো ও আমেরিকার যুদ্ধ বিমান বাদে প্রায় সব ক্ষেত্রে সমান ৷
    তারপর রাশিয়ার সাথে চীন উত্তর কোরিয়া ইরান বেলারুশ রয়েছে ৷
  • ফলে রাশিয়াকে আক্রমন করা মানে বিশ্ব যুদ্ধ ৷ যার ফল কার জন্য ভাল না ৷
    আর এক রাশিয়ার ভান্ডারে যত পারমানবিক অস্ত আছে তা দিয়েই বিশ্বকে কয়এক বার ধংস করা যাবে ৷
    আর রাশিয়ার কাছে যে মিসাইল আছে তা ঠেকানোর মত কোন সিষ্টেম বিশ্বে এখনও তৈরি হয় নাই ৷

এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশ বা মুসলিমরা কার পক্ষ নিবে ?

এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশ বা মুসলিমরা কার পক্ষ নিবে ?

  • দেখেন পশ্চিমা বিশ্ব এতটা ইসলাম বিরোধি তা
    আমরা আফগান ইরাক লিভিয়া ফিলিস্তিন যুদ্ধে তার নজীর দেখতে পায় ৷
    ইজরাইল যখন ফিলিস্তিনি দের উপর হামলা করে
    তাদের ভূমি দখল করে তখন ত কোন অবরোধ দেয়নি আমেরিকা
  • আমেরিকা বা তার গোষ্টিরা যখন আগ্রাসন চালিয়েছিল ইরাকে
    লিভিয়া আফগানস্তান এ তখন কই ছিল ন্যাটো কোই ছিল জাতিসংঘ ?
  • আবার দেখেন বাংলাদেশি এবং ভারতের ইউক্রেন প্রবাসিদের ইউক্রেন থেকে বের হতে দিচছে না বডারে ৷
    যাতে আমরাও রাশিয়ার বিপক্ষে যায় ৷ কিন্ত ঢাকা ও দিল্লি সেই ফাঁদে পা দেই নাই ৷
  • মুসলমানদের উপর জুলুম করলে এবং তার পালটা জবাব দিলে মুসলমান রা হয় জঙ্গি পশ্চিমাদের কাছে ৷
    অপর দিকে তারা আগ্রাসন চালালে সেটা হয় প্রতিরোধ বা দেশপ্রেমিকের পরিচয় ৷
  • নিরিহ ফিলিস্তিদের উপর যখন ইসরাইল আক্রমণ করেছিল তখন ইউক্রেনের প্রেসিডেন্ট তার সমর্থন দিছি ৷
    মহান আল্লাহ হয়ত তার প্রভাব দেখাচছে ৷

অনলাইনে আয় করতে চান ? online earning এর 20+ উপাই আপনিও পারবেন.. 

অপরদিকে রাশিয়াই ও প্রচুর মুসলমান আছে কখনও আমি সুনি নায় যে
রাশিয়া বা পুতিন তাদের উপর আক্রমন করেছে ৷
বরং পুতিনের আদেশে মসজিদ তৈরি হয়েছে ৷
হ্যা তবে রাশিয়া ও যে ধুয়া তুলসি পাতা আমি তা বলছি না ৷
তাদের ও অনেক ভুল আছে ইসলাম নিয়ে বা মুসলমানদের উপর ৷
কিন্তু পশ্চিমাদের থেকে অনেক কম ৷

একটা কথা মনে রাখবেন প্রকৃতি কাওকে ছাড়েনা ৷
সুধু সময়ের অপেক্ষা ৷

এবার আসা যাক রাশিয়া না ইউক্রেন কে জয়ী হবে এই যুদ্ধে ?

এবার আসা যাক রাশিয়া না ইউক্রেন কে জয়ী হবে এই যুদ্ধে

  • দেখেন এখানে ন্যাটো সদশ্য দেশ যতই সাহায্য করুক ইউক্রেন কে রাশিয়ার কিছুই করতে পারবে না ৷
    আপনারা সোসালমিডিয়াই বা youtube facebook
    যে তথ্য দেখছেন ইউক্রেন রাশিয়ার ট্যাং সেনা যুদ্ধ বিমান ধ্বংস করেছে ৷
    এর বেশির ভাগ তথ্য ভুল ৷ কারণ যেখান থেকে আপনি তথ্য গূলা দেখছেন তা পশ্চিমারা নিয়ন্ত্রন করে ৷
    এখানে কয়েক বছর আগের ভিডিও দেখিয়ে আপনাদের বোকা বানানো হচছে ৷

রাশিয়া যদি চায় 2-3 দিনে ইউক্রেন দখল করে নিতে পারে ৷
রাশিয়ার এমন পাওয়ার আছে ৷ কিন্তু তারা সাধারণ মানুষের ক্ষতি করতে চাই না ৷
তাই তারা সুধূ সামরিক ঘাটি দখল করছে ৷

দেখেন এই যুদ্ধ আসলে কার জন্য ভাল হবে না ৷
আর আমেরিকা কখনও রাশিয়ার সাথে সংঘাতে জড়াবেনা বলে মনে হয় ৷
রাশিয়া আমেরিকা বা ন্যাঠোর কিছুই হবে না ৷
মাঝখানে ইউক্রেন এর প্রচুর ক্ষতি হবে ৷

উপরক্ত বিষয় বিবেচনা করে দেখেন এখন আপনি কার পক্ষ নিবেন ৷
কমেন্টে যানাবেন অবশ্যই ৷

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar