সোনার হরিণ Google AdSense থেকে কিভাবে আয় করবেন বিস্তারিত জেনে নিন
হেল বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালই আছেন ৷
আজকে আমি যে বিষয় নিয়ে লিখতে বসেছি তা হইত বা টাইটেল দেখে বুঝে গেছেন ৷
হ্যাঁ আমি আজ অতি পরিচিত Google AdSense সম্পর্কে আলোচনা করব ৷
অনেকে Google adsense কে সুনার হরিণ বলে ৷ তাই আজ যানব কেন একে সুনার হরিণ বলা হয় ৷
এই পোষ্ট টি পড়ে আপনি যা যা শিখতে বা জানতে পারবেন :-
- Google AdSense কি ?
- কিভাবে গুগল এডসেন্স এ কাজ করব ?
- কিভাবে গুগল এডসেন্স থেকে আয় করব ৷
- google adsense থেকে মাসে কত টাকা আয় করতে পারব !
- google adsense থেকে আয় করা ডলার বাংলাদেশে বা নিজের কাছে কিভাবে আনব ?
- গুগল এডসেন্স এ কাজ করতে কি কি প্রোয়োজন ও কারা করতে পারবে !
- এডসেন্স এ কাজ করতে হলে কি কি কাজ করা যাবে না ?
- এডসেন্স এর টাকা কিভাবে হাতে পাব ?
উপরের বিষয় গুলো ছাড়াও এই কন্টেন এর মাধ্যমে adsense এর প্রায় সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ৷
তাই পুরা কন্টেন টা পড়ুন ….
তো চলুন শুরু করা যাক :-
প্রথমেই বলি Google adsense হল google একটি advertising ফ্লাটফ্রাম ৷
যার মাধ্যমে গুগল এড দিয়ার মাধ্যমে আয় করে থাকে ৷
এখানে গূগল বিভিন্ন কম্পানির থেকে টাকা নেয় এবং যাদের website বা youtube channel
অথবা app আছে তাদের app channel site এ এড সো করাই ৷
এর পর যখন কোন ভিজিটর সেই চেনেলে বা সাইটে আসে তখন গুগল এর এড সো হই আর এই এড যখন ইউজার কিলিক করে তখন গুগল ঐ এড দিয়ার জন্য কম্পানি থেকে যে টাকা নিছে তার কিছু % ঐ youtube channel , app , website এর মালিকদের দেয় ৷
আসাকরি বুঝতে পারছেন গুগল এডসেন্স কি ? কিভাবে কাজ করে ৷
এবার আসা যাক adsense এ কিভাবে কাজ করব ?
দেখেন আপনারা সুনে থাকবেন অনেকে youtube থেকে আয় করে ৷
বিষয়টা কলাম তা না ৷ Youtube থেকে যারা আয় করে তারা মুলত বেশির ভাগ Google adsense থেকে আয় করে ৷
আবার কিছূ বিভিন্ন কম্পানির স্পনসার এর মাধ্যমে আয় করে ৷
Google adsense থেকে তিন ভাবে আয় করা যাই যথা :-
1. Blog site
2. softter বা apps
3. youtube Channel
সুতরাং এখানে আয় করতে হলে আপনার উপরের যে কোন একটি থাকা প্রোয়োজন ৷ চিনতা নাই আমি আছি ত ৷
এবার দেখে নেয় Adsense এ কাজ করতে হলে app site or youtube কোনটা ভাল হবে ?
- এখানে একটি সাইট করতে আপনার 1500-2000 টাকা খরছ যাবে ৷ তবে blogsite সব থেকে বেশি আয় হই ৷
গুগল ওয়েব সাইটের মালিক দের 68% রেভিনিউ দেয় ৷ - অপর দিকে app এবং youtube 55% দেয় ৷ app এর ক্ষেত্রে একটূ বেশি দিতে পারে ৷
- app সকলে বানাতে পারে না এবং এটাই খরচ বেশি ৷ তবে youtube chenel সবাই ফ্রিতে খুলতে পারে ৷
- যেহেতু এটা ফ্রি তাই এর আয় ও কম এবং adsense এপ্রুভ পেতে ও অনেক কষ্ট করতে হয় ৷
- অপর দিকে Website বা blog site এ ডোমেইন এবং hosting কিনতে অর্থ খরচ করতে হই তাই এর ক্ষেত্রে এপ্রুভ এবং আয় ও সহজে করা যাই ৷
- তবে bloger এর মাধ্যমে যদি blog খুলেন তাহলে ও 55% রেভিনিউ দিবে google . তবে এতে যদি top লেভেল ডোমেইন
( য়েমন: .com .net .org ) এড করে adsense আবেদন করেন তাহলে 68% পাবেন ৷ - তবে আমার মতে domain hosting এর মাধ্যমে সাইট খুলা ভাল কারণ এতে গুগলে সহজে rank করা যাই ৷
- এবার আসি softer বা app এর দিকে ৷ app সকলের থাকে না বা করতেও পারে না ৷
এটাই খরচ অনেক এবং এক্সপার্ট দের কাজ ৷ তাই এবিষয় বেশি কিছূ বলছি না ৷
সব দিক বিবেচনা করে আমার মতে কিছু টাকা খরচ করে website করা ভাল এবং সেই সাথে yutube চেনেল খুলে একই সাথে কাজ করা বেটার ৷
website and youtube chenel খুলতে না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ৷
youtube channel এ adsense পেতে হলে যা করতে হবে !
প্রথম এ একটি youtube channel খুলতে হবে ৷
এর পর মিনিমম 15-20 টা ভিডিও ছাড়তে হবে অবশ্যই নিজে তৈরি করা ভিডিও ছাড়তে হবে ৷
কার ভিডিও ডাউনলোড বা কপি করে ছাড়লে হবে না ৷
এরপর আপনার চেনেলে লাষ্ট এক বছরের ভিতর এক হাজার সাবস্কাইবার এবং 4000 ঘন্টা ভিউ যখন
হবে তখনই আপনি adsense আবেদন করতে পারবেন ৷
এর পর এপ্রুভ হলে আপনার ভিডিও তে এড সো করবে আর তখন থেকে আপনার আয় সুরু হবে ৷
Website adsense পেতে যা করতে হবে !
প্রথমে আপনাকে একটি রেসপনসিব সাইট তৈরি করতে হবে ৷
তারপর আপনাকে কমপক্ষে 20-25 টা ইউনিক কন্টেন আপলোড করতে হবে ৷
মনে রাখবেন কার ছবি বা লেখা কিছুই কপি করতে পারবেন না ৷
কারণ গুগলের এলগরিদম সব ধরে ফেলবে ৷
অবশ্যই সাইট টা মুবাইল + pc ভারর্সন হতে হবে ৷
সব কাজ করা হলে adsense আবেদন করুন আশাকরি adsense পেয়ে যাবেন ৷
এরপর adsense ad code site add করুন ৷
আপনার আয় শুরু হয়ে যাবে ৷
app adsense পেতে খুব সহজ তবে app সবাই করতে পারেনা ৷ তাই এ বিষয় লিখছি না ৷ যাদের যানার প্রোযোজন আমার সাথে যোগাযোগ করতে পারেন ৷
এই প্রায় সকলেই করে ৷ উত্তরে আমি বলব এখান থেকে আপনি আনলিমিটেড আয় করতে পারবেন ৷
ধরা বানদা কোন এমাউন্ট নাই ৷ আপনার ভিজিটর যত তত আয় করতে পারবেন ৷
তারপরও একটু ধারনা দেই মনে করেন আপনির একটি সাইট আছে , সেখানে প্রতিদিন 1000 ভিজিটর আস ৷
এখন 1000 ভিজিটর এর মাঝে আপনির এড সো করছে যেহেতু এর ভিতর 50 জন এড কিলিক করবে ৷
ফলে আপনির cpc যদি 2 হই তাহলে 1$ পাবেন ৷ Cpc হল প্রতি কিলিকে যত ডলার দেয় সেটা ৷
এখন দেশ বেদে cpc কমবেশি হয় ৷
বাংলাদেশ থেকে কেও কিলিক করলে 0.2 থে 0.50 পর্যন্ত দেয় ৷
অপর দিকে usa থেকে প্রতি কিলিকে 0.50 থেকে 1$-2$ দিয়ে থাকে ৷
এমন ভাবে দেশ ভেদে cpc কমবেশি হয়ে থাকে ৷
আবার 1000 এড ভিউ এর উপরও আপনাকে $ দিবে কিন্তু সেটার কোন রেট আমার জানা নাই ৷
1$=84.75 টাকা করে পাবেন ৷তো এবার চিনতা করুন adsense থেকে কত টাকা আয় করা সম্ভাব ?
এবার adsense এর payment কিভাবে হাতে পাব দেখে নেই !
adsense এর প্রেমেন্ট পেতে হলে আপনাকে প্রথমে একটি ডাচবাংলা একাউন্ট খুলতে হবে ৷
আপনার adsense এ যখন 10$ হবে তখন আপনার address এ গুগল একটি চিঠি পাঠাবে ৷
ঐ চিঠিতে একটি পিন থাকবে ৷ এই পিন দিয়ে একাউন্ট ভেরিফাই করতে হবে ৷
এই জন্য email website bank সব গুলা একাউন্ট একই id কার্ড ইনফরমেশন দিয়ে করবেন ৷
10$ হলে প্রায় 30-35 দিন পর আপনার পোষ্ট অফিসে চিঠি চলে আসবে ৷ পরে একাউন্ট পিন দিয়ে ভেরিফাই করে নিতে হবে ৷
ভেরিফাই করা হলে আপনির bank account adsense এ এড করতে হবে ৷
এরপর যখনই 100$ আয় হয়ে যাবে তখন আপনার টাকা অটো প্রতি মাসের 21 তারিখে bank এ চলে আসবে ৷
Not:গুগল 21 তারিখে পাঠাই ঠিকই কিন্তু টাকা আসতে 28-1 তারিখ পর্যন্ত সময় লাগে ৷ এর মাঝে চলে আসে ৷
এবার আসি যে , adsense এর ক্ষেত্রে যে যে কাজ গুলো করতে হবে ও যা করা যাবে না !
1. কোন কন্টেন কপি করে ছাড়া যাবে না ৷
2.নিজের এডে নিজে কিলিক করা যাবে না ! তাহলে একাউন্ট ডিসএবেল করে দিবে ৷
3. সব কিছু একটি নাম ঠিকানাই বা একটি id card এর মাধ্যমে করতে হবে ৷
4 . কোন অসত উপাই অবলম্ভন করা যাবে না ৷ মনে রাখবেন গুগল আমাদের থেকে অনেক বুদ্ধিমান ৷
আর বিষধ ভাবে জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা নিচের পোষ্ট ফলো করুন….
Google Adsense