adsense কী?কিভাবে আয় করব?কত টাকা পাব?এডসেন্স a to z part 3

Posted on : October 10, 2018 | post in : Android Tips,Google Adsens,Online Earning |2 Replies |

Table of Contents

adsense বা গুগল এডসেন্স কি? কিভাবে আয় করব and কত আয় হবে এডসেন্স থেকে৷

কিভাবে টাকা পাব !এডসেন্স পিন ভেরিফিকেশন a to z

adsense থেকে আয়

adsense কী?কিভাবে আয় করব?কত টাকা পাব?এডসেন্স a to z বিসতারিত part 1

adsense কী?কিভাবে আয় করব?কত টাকা পাব?এডসেন্স a to z বিসতারিত part 2

adsense কী?কিভাবে আয় করব?কত টাকা পাব?এডসেন্স a to z বিসতারিত part 3

প্রশ্ন ২২. Domain Parking SEO কিভাবে করবো ?

উত্তরঃ Domain Parking করার আগে অন পেজ অপ্টিমাইজেশন এবং Domain Parking করার পরে অফ পেজ অপ্টিমাইজেশন।

প্রশ্ন ২৩. একই ব্লগ দিয়ে কি affiliation এবং adsense দুটোই কি করা যাবে?

উত্তরঃ হ্যাঁ, আপনি এ্যাডসেন্স ও এ্যাফিলিয়েশন এক সাথে ব্যবহার করতে পারবেন।

এই বিষয়ে গুগলের এই অংশটুকু দেখুন “We do allow affiliate or limited-text links.”তবে নিচের বিষয় গুলো মেনে চলতে হবেঃ

১। যতটা কম পারা যায় এ্যাফিলিয়েশনের লিঙ্ক ব্যবহার করবেন। অতিমাত্রায় এ্যাফিলিয়েশন এ্যাড ব্যবহার করলে আপনার এ্যাডসেন্স হুমকির মধ্যে পড়তে পারে।

২। আপনি ভুল করেও কোন এ্যাডাল্ট সাইট কিংবা এ্যাডাল্ট পন্যের এ্যাফিলিয়েশন ব্যবহার করতে পারবেন না।

এমনকি গুগল সাপোর্ট করে না এমন কোন (যেমন অস্ত্র কেনা-বেচা, জুয়া/বাজি, কিংবা কোন মাদকদ্রব্য) এ্যাফিলিয়েট ব্যানারও ইউজ করতে পারবেন না।

৩। আপনি এ্যাফিলিয়েশনের ব্যানার গুলো এ্যাডসেন্স পাশেই দিবেন না।

৪। এ্যাফিলিয়েশন লিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে লিঙ্কটিকে অবশ্যই No-Follow করে দিবেন।

এসব কিছু মেইন্টেইন করে এ্যাডসেন্স ও এ্যাফিলিয়েশন ব্যবহার করলে আশা করি প্রবলেম হবে না। ধন্যবাদ এবং হ্যাপী ব্লগিং।

প্রশ্ন ২৪. সাইটের অথারিটীর বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক শেয়ার করা হলে সেখান থেকে যদি ট্র্যাফিক ডিরেক্ট এসে অ্যাড দেখে এবং ক্লিক করে তাহলে কি এটা অ্যাডসেন্সে ঝামেলা করবে?

উত্তরঃ না, কোন সমস্যা হবে না।

প্রশ্ন ২৫. গুগল অরগানিক ট্র্যাফিককে বেশি পাত্তা দেয় অ্যাডসেন্সের ক্ষেত্রে, তবে কোথাও কোনও ব্যাকলিঙ্ক থেকে যদি ট্র্যাফিক সাইটে এসে অ্যাড ক্লিক করে সেটা কি অ্যাকাউন্ট ব্যান হবার কারণ হতে পারে?

উত্তরঃ কোন সমস্যা হবে না। যদিও না সেটা কোন এ্যাডাল্ট সাইট থেকে আসে।

প্রশ্ন ২৬. কোনও একটি সাইটে যদি একটি অ্যাডসেন্সের কোড বসানো হয়, পরবর্তীতে সেই সাইটে কি অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোড বসানো যাবে?

উত্তরঃ যাবে। তবে তার আগে পূর্বের এ্যাকাউন্টের সমস্ত এ্যাড কোড রিমুভ করে নিতে হবে।

প্রশ্ন ২৭. সাইটের কতটি পেইজ ইনডেক্স হলে এডসেন্সের জন্য এপ্লাই উপযোগী?

উত্তরঃ ৩০-৪০ টা কন্টেন্ট লিখুন এবং সব গুলোর এসইও করুন। (ইনডেক্স, সোশ্যাল শেয়ার ইত্যাদি সহ)

প্রশ্ন ২৮. প্রতি দিন কত ভিসিটর হলে এডসেন্স এপ্রুভ করে?

উত্তরঃ উত্তর ২। সাইটের ভিজিটর ৫০০/১০০০ হলেই আবেদন করতে পারেন।

তবে ভিজিটর যত বেশী হবে এবং কন্টেন্ট যত ভালো মানের হবে আপনার এ্যাকাউন্ট পাওয়াও ততটা সহজ হবে।

প্রশ্ন ২৯. অনেকেই দেখি থার্ড পার্টি কিছু কোম্পানি যেমন-hubpage এগুলো দিয়ে এডসেন্স এপ্রুভ করে।এটা কি ফুল এপ্রুভ একাউন্ট। নাকি তাদের সাথে রেভিনিউ শেয়ার করতে হয়।

উত্তরঃ রেভিনিউ শেয়ার করতে হয় এবং এটা Hosted একাউন্ট।

প্রশ্ন ৩০. ইউটিউব অ্যাডসেন্স শুরু থেকে শেষ পরযন্ত কোথা থেকে শিখতে পারি বাংলা বা ইংরেজী কোন লেখা থাকলে দয়া করে লিংক টা দেন।

উত্তরঃ এই লিঙ্ক থেকে শিখতে পারবেন… https://www.google.com/search?q=how+to+learn+youtube+adsense&ie=utf-8&oe=utf-8

প্রশ্ন ৩১. এডসেন্স আরনিং হিসেব করা হয় কিভাবে?

উত্তরঃ CPC * Click = Revenue (Ex: 0.10 (CPC) * 50 (Click) = 5$ (Revenue)

প্রশ্ন ৩২. গুগল এডসেন্স কি শুধু সারচ ইঞ্জিন থেকে আশা ট্রাফিক এর ক্লিক গুলোই ধরে? যদি সোস্যাল মিডিয়া বা অন্য কোন ভাবে ট্রাফিক যায়?

এ প্রশ্ন করার কারন, আমি শুনেছি সারচ ইঞ্জিন এ কোন ইউজার যেই কি ওয়ার্ড দিয়ে সারচ করে আমার সাইট কে পায় সেই কি ওয়ার্ড এর জন্য ধরা হয় তার ক্লিক, তো এটা কি ভুল শুনেছি? ব্যাপারটা ক্লিয়ার হতে চাই।

উত্তরঃ ভুল শুনেছেন। ভিজিটর যে কোন জায়গা থেকেই আসতে পারে। এতে আপনার এ্যাডস দেখানোয় কিংবা ক্লিকে কোন ইফেক্ট পড়বে না। তবে এ্যাডাল্ট সাইট থেকে যদি ভিজিটর রেফার হয়ে আসে সেক্ষেত্রে এ্যাডসেন্সে প্রবলেম হবে।

প্রশ্ন ৩৩. সোস্যাল মিডিয়া থেকে ট্রাফিক গিয়ে ক্লিক করলে, সেক্ষেত্রে কোন কি ওয়ার্ড এর জন্য ক্লিকটা ধরছে তা বুঝবো কিভাবে? বা তারা কোন কি ওয়ার্ড এর জন্য ধরবে?

উত্তরঃ আপনার সাইটের কন্টেন্টের কিওয়ার্ড ও হতে পারে, আবার ভিজিটরের সার্চ কুয়েরী থেকে নেয়া কিওয়ার্ডেরও হতে পারে।

এ বিষয়ে পরে এক সময় গ্রুপে বিস্তারিত আলোচনা করব, ইনশাল্লাহ।

প্রশ্ন ৩৪. আমার একটা হোস্টেট অ্যাকাউন্ট আছে। ১.আমি এর এ্যাড কোন ধরনের ব্লোগে ব্যাবহার করতে পারবো?

২. সাইটের বিজিটর মিনিমাম কত হলে এ্যাড ইউজ করা যাবে? আমার blogger.com a blog আছে ২০০ ভিজিটর/ ডে। বন্ধ ছিল আবার পোস্ট দেয়া শুরু করছি।

৩. সাইটের কোথায় কোথায় এ্যাড বসালে ভালো ফল পাব।

উত্তরঃ উত্তর ১। এ্যাডাল্ট ও গুগল সাপোর্ট করে না এমন টপিক বাদ দিয়ে যে কোন ব্লগ এ ব্যবহার করতে পারেন।

যদি সেটা Fully Approved Adsense Account হয়।

আর Hosted এ্যাকাউন্ট শুধুমাত্র ব্লগার ও ইউটিউবে ব্যবহার করতে পারবেন।

উত্তর ২। যেহেতু এ্যাকাউন্ট আছে, সেহেতু ভিজিটর যতই থাকুক আপনি কোড ব্যবহার করতে পারবেন।

কোন সমস্যা নেই। উত্তর ৩। কন্টেন্টের শুরুতে 336*280, কন্টেন্টের শেষে 300*250 ও টপ এ 728*90 অথবা সাইডবারে 300*250 এ্যাডস ইউজ করলে ভালো। (ব্যক্তিগত অভিজ্ঞতা)

প্রশ্ন ৩৫. আমি কি করে Google Adsense account পেতে পারি?

উত্তরঃ আগে ব্লগিং এর জন্যে কিওয়ার্ড বাছাই করুন, ব্লগ খুলুন, কন্টেন্ট লিখুন, ব্লগের এসইও করুন, সাইটে ভিজিটর আনুন।

এই সব বিষয় সঠিক ভাবে করতে পারলেই এ্যাডসেন্স এ আবেদন করুন। তাহলেই পেয়ে যাবেন।

প্রশ্ন ৩৬. আমি addsence নিয়ে কাজ করতে চাই। কিভাবে কি করলে ভালো হবে? কিভাবে কি করা যাবে?

সিডো তে কি একদম নতুন ওয়েবসাইট পারকিং করা যাবে? আর addsense এর জন্য কি পেইড ডোমেইন হোস্টিং ভালো হবে?

উত্তরঃ আগে ব্লগিং এর জন্যে কিওয়ার্ড বাছাই করুন, ব্লগ খুলুন, কন্টেন্ট লিখুন, ব্লগের এসইও করুন, সাইটে ভিজিটর আনুন।

এই সব বিষয় সঠিক ভাবে করতে পারলেই এ্যাডসেন্স এ আবেদন করুন। নতুন Domain Parking করতে পারবেন।

কিন্তু রেভেনিউ খুব একটা পাবেন না।

তার চেয়ে ভালো হয় আগে Domain এর অন পেজ এসইও এবং অফপেজ এসইও করা। এরপর Domain পারকিং করবেন এবং নিয়মিত অফপেইজ এসইও করবেন।

হ্যাঁ অবশ্যই। এ্যাডসেন্স এর জন্যে পেইড Domain & Hosting with WordPress দিয়ে শুরু করা ভালো। তবে Learning হিসেবে ব্লগার ইউজ করতে পারেন।

প্রশ্ন ৩৭. কিভাবে বুঝব আমার google adsense account টি hosted অথবা non hosted ?

উত্তরঃ Hosted Accounts এর ক্ষেত্রে এ্যাডসেন্স এ্যাকাউন্টে উপরের ডানদিকে লাল অক্ষরে লেখাই থাকবে Hosted Account।

আর যদি এই ধরণের লেখা না থাকে তাহলেই বুঝবেন এটা ফুল্লি এ্যাপ্রুভড এ্যাকাউন্ট।

প্রশ্ন ৩৮. একজন মানুষের একাধিক Adsense একউন্ট কি থাকা সম্ভব? সম্ভব হলে কি ভাবে। ব্যাংক একাউন্ট কি একধিক হতে হবে? এর পেছনের শর্ত গুলি দয়া করে আলচনা করবেন।

উত্তরঃ যদি নতুন শুরু করতে চান তাহলে বলব এই বিষয়টা এড়িয়ে চলতে।

কারণ, মাল্টিপল এ্যাডসেন্স থাকলে গুগল সব কটা এ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। আর এটা নতুনদের জন্যে ক্ষতিকরও।

প্রশ্ন ৩৯. CPC নিয়ে প্রশ্নঃ মাঝে মধ্যে দেখা যায় ১ ক্লিক এ অনেক বেশি আবার মাঝে মধ্যে অনেক কম। আমি যত দূর জানি এটা কান্ট্রি এর কারনে হয়। ইউএস এর ভিসিটরের ক্লিক এ বেশি ৳ পাওয়া যায়।

১) এড বসানোর উপর কি কোন কিছু নির্ভর করে। যেমনঃ এভব দা ফল্ড এ এক রকম রেট আর অন্য জায়গায় আর এক রকম?

২) এড সাইজ এর উপর কি ক্লিক রেট নির্ভর করে? যেমনঃ ইমেজ এড এ এক রকম আর টেক্সট লিঙ্ক এ এক রকম?

৩) সার্চ রেজাল্ট রাঙ্কিং এর সাথে কি কোন রকম নির্ভরতা আছে ক্লিক রেট এর?

যেমনঃ কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে রাঙ্কিং এ থাকা ১ নং রেজাল্ট এর সাইট সেই কিওয়ার্ড এর ক্লিক রেট এর মেক্সিমাম পাবে বা এরকম কিছু ?

উত্তরঃ উত্তর ১। হাঁ, কান্ট্রি একটা বড় ফ্যাক্টর। এছাড়াও উপরের দিকে থাকা এ্যাডস ইউনিটে বেশীর ভাগ সময় সিপিসি ভালো থাকে। আবার আপনার কিওয়ার্ড ব্যাপার ও রয়েছে। উত্তর ২।

হ্যাঁ, যেমন 300*250 এ্যাড ইউনিটে অনেক সময় ভালো সিপিসি থাকে 300*600 এর চেয়ে, আবার 728*90 এর সিপিসি ভালো থাকে Link Unit এর চেয়ে। উত্তর ৩।

না। এই রকম কিছু নেই।

তবে, সিপিসি’র পুরা ব্যাপারটাই কিন্তু নির্ভর করে আপনার সাইটের মেইন কিওয়ার্ড ও ভিজিটরের কান্ট্রির উপরে।

তাই, এ্যাডস ইউনিটের নিয়ে ভাবার চেয়ে কিওয়ার্ড নিয়েই বেশী ভাবা উচিত।

প্রশ্ন ৪০. Image এড এর CTR (Click through Rate) বেশি না text এড এর? কোন এড বেশি জনপ্রিয় এবং বেশি ক্লিক পড়ে ?

উত্তরঃ আপনি টেক্সট এন্ড ইমেজ দুটো অপশনই নির্বাচন করুন। অথবা এক সপ্তাহ Text Ads আরেক সপ্তাহ Image Ads ইউজ করে দেখেন কোনটা কাজে দেয় বেশী।

এটা অনেক সময় ব্লগ ডিজাইন/কন্টেন্ট ইত্যাদির উপরও নির্ভর করে।

প্রশ্ন ৪১. আমার এক পিসি তে দুইটি adsense account আছে, যার মধ্যে ১ম মানে প্রধান adsense টি অন্য পিসি তে নিয়ে যাব। আর ২য় অ্যাকাউন্ট এই পিসি তে থাকবে।

এক্ষেত্রে কোন কারনে যদি আমার ২য় adsense অ্যাকাউন্ট টি বাতিল হয়ে যায়, তাহলে আমার ১ম মানে প্রধান adsense অ্যাকাউন্ট টির কি কোন সমস্যা হবে?

উত্তরঃ আপনার যেহেতু 2 টা এ্যাকাউন্ট আছে, তার মানে আপনি অলরেডি রিস্কে আছেন।

তবে, আপনার যদি একটা এ্যাকাউন্ট ব্যান হয় তাতে দ্বিতীয় এ্যাকাউন্টে কোন ইফেক্ট পড়বে না।

কিন্তু, যদি গুগল মাল্টিপল এ্যাকাউন্ট ইউজের কারণেই ব্যান করে থাকে, তাহলে সব কটাই ব্যান খাবে।

প্রশ্ন ৪২. আমি আমার tips and trics blog সাইট এ ২৫ টি পোস্ট দিয়ে adsense এ আবেদন করি এবং সাইট টি রিভিউ তে যায়। এ ক্ষেত্রে আমাকে কি করতে হবে?

উত্তরঃ কন্টেন্ট আর ভিজিটর বাড়ান। এরপর আবেদন করুন। গুগলই আপনাকে জানিয়ে দিবে কি করতে হবে।

এ্যাকাউন্ট এ্যাপ্রুভ হলে সাইটে এ্যাডস কোড বসাবেন আর এ্যাপ্রুভ না হলে যে প্রবলেম দেখাবে সেটা সল্ভ করে আবার আবেদন করবেন।

প্রশ্ন ৪৪. আমি একই পিসি থেকে একটি ফ্রী ব্লগ ডোমেইন এবং একটি কেনা ডোমেইন চালাই।

আর এর মধ্যে যদি কোন একটি ব্যান হয় তবে adsense এর সাথে আমার যে যে বিষয় এড করা আছে সবই কি ব্যান হবে? একটি পিসি থেকে কয়টি সাইট এর জন্য adsense এর রিকোয়েস্ট পাঠানও যায়?

উত্তরঃ No। যদি গুগল সাইট ব্যান করে তাহলে ওই সাইট বাদে অন্য সব সাইট ঠিক থাকবে।

মানে, নতুন এ্যাডসেন্স এর এ্যাড ইউজ করতে পারবেন।

গুগল তো আপনাকে একটা এ্যাডসেন্স এর এ্যাড কোড ২০০ সাইটে ইউজের অনুমতি দিচ্ছেই।

তাহলে কি দরকার ভাই এত রিস্ক নিয়ে মাল্টিপল এ্যাডসেন্স এ্যাকাউন্টের!

গুগল কিন্তু অনেক স্মার্ট, সে ঠিকই ধরে ফেলবে আপনি মাল্টিপল এ্যাডসেন্স ইউজ করছে।

পরে দেখবেন সব কটাই ব্যান করে দিবে।

প্রশ্ন ৪৫. আমি যদি ১০০ ওয়ার্ডের মধ্যে ১ টা পোস্টের কোন ব্লগ করি সেখানে অ্যাড বসাই এতে কি প্রবলেম হতে পারে ? কত গুলো পোস্ট থাকা ভাল আর কয়টি ওয়ার্ড হলে স্ট্যান্ডার্ড হবে?

উত্তরঃ Yes প্রব্লেম হবে, এ্যাকাউন্ট ব্যান খাবেন।

250+ word আর ৩০-৪০ টা পোস্ট। এছাড়াও সাইট মাঝে মাঝে আপডেট রাখবেন।

মানে, পোস্ট করবেন।

Tipscountbd.com Site এর সকল মেম্বার and এডসেন্স পাগলাদের সুবিধার কথা ভেবে,

আমার এই post, সকল প্রশ্নোত্তর একসাথে করে দিলাম ! আর জানতে কমেন্ট করুন !

Tags: ,

2 Comments

  1. Leukopenia Caused By Antibiotic Amoxicillin [url=http://viaacost.com]viagra[/url] Cephalexin Cap 5 Mg C Discount Propecia London Buy Soloxine No Rx Needed Pharmaceuticals On Line Baclofene Batel Safegenericpills [url=http://adrugo.com]cialis vs viagra[/url] Cialisis Cafergot Tablets No Rx Viagra Echt Oder Falsch What Is Keflex Used For Canadian Generic Viagra [url=http://leviplus.com]buy 10 mg levitra online[/url] Std Treatment Online Brand Name Viagra By Pfizer Comprar Sildenafil Soft 100mg Misoprostol Generique Acheter [url=http://corzide.com]viagra online pharmacy[/url] Tretinoin Order Cheap Periactin Online Acquista Levitra Cialis Sur Internet [url=http://kamagpills.com][/url] Msd Acheter Baclofen En Ligne

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar