সন্তানকে বাঁচাতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ মায়ের এবং মাকে রেফ করে…
Posted on : February 26, 2019 | post in : BD News |Leave a reply |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলন্ত লঞ্চ থেকে শিশু সন্তান পড়ে পড়ে যাওয়ার সঙ্গে শিশুটির মা মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়েছেন।
রাত সাড়ে ৯টা পর্যন্ত মা ও শিশু নিখোঁজ রয়েছেন।ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা এমভি হাসান ইমাম-২ লঞ্চটি বিকেলে মেঘনা নদীতে এলে লঞ্চ থেকে একটি শিশু নদীতে পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে তার মা পানিতে ঝাঁপিয়ে পড়েন।
ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের উদ্ধারকারী দল নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। সংবাদ পেয়ে উদ্ধার কাজ পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার।
পরে লাশ ভেসে ওঠে এবংং দেখা যাই যে মহিলার শরীলে কিছু নাই ! সম্ভাবত তাকে রেফ করা হয়েছে বলে ধারনা করা হচছে ! তা না হলে মহিলার শরীল থেকে কাপড় যাবে কুথাই থেকে ?
এখনও কোন শেষ খবর পাওয়া যাইনি যে তিনি কি আসলে রেফের শিকার হয়েছে কি না !