বিএনপি থেকে নড়াইল ১ আসন এর মনোনয়ন পত্র কিনলেন B.M Sultan Mahmud
আগামি ১১তম নির্বাচনো নড়াইল ১আসন থেকে মনোনয়ন পত্র কিনলেন আমাদের নড়াইলের কৃর্তি সন্তান B.M Sultan Mahmud (ডাক নাম মনি ৷)
তিনি আমাদের নড়াইলের কালিয়া,ও নড়াগাতি ১নং আসনের নমিনেশন পদপ্রার্থী নম্র-ভদ্র শিক্ষিত মার্জিত স্বভাবের ছেলে।
তাছাড়া নিতি নড়াইল জেলা বি-এন পি এর উপদেষ্টা ও সহ সাধারণ সম্পাদক-জাতীয়তাবাদী আঈনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার।
তিনি চলতি মাসের ১৩ তারিখে Naya Palton Party Office থেকে মনোনয়ন পত্র কিনেছেন ৷ নিচে তার কিছু ফটো দেখুন –

নড়াইল১আসন B.M. Sultan Mahmud মনোনয়ন পত্র কিনছেন
১৬ তারিখে মনোনয়ন ফ্রাম জমা দিছেন ৷
বি.এম সুলতান মাহামুদ এর বাড়ি কালিয়ার মাধবপাশা গ্রামে ৷ তিনি তার গ্রামে মনি ভাই হিসেবে পরিচিত ৷
তিনি আমাদের বলেন যে তিনি নির্বাচনে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন করাই হবে তার মূক্ষ উদ্দেশ্য ৷ নিচে তার বক্তব্য :-
আমি জানি নড়াইল ১ আসন তথা কালিয়া ,নড়াইল সদরের একাংশ দীর্ঘদিনের একটি অবহেলিত এলাকা এই এলাকায় যোগ্য এবং দক্ষ নেতৃত্বের অভাবে সাধারণ মানুষ অনেক পিছিয়ে আছে জীবনযাত্রায় এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ একটি সঠিক এবং যোগ্য নেতৃত্ব !
আমি দল থেকে যদি মানোনীত হই এবং নির্বাচনে জয়লাভ করতে পারি এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব দীর্ঘদিনের একটি অবহেলিত এলাকা কে আমি উন্নয়নের পরিণত করে দিব ইনশাআল্লা ৷
B.M Sultan Mahmud ভাই কে নড়াইল ১ আসনের এমপি হিসেবে কে কে দেখতে চান কমেন্ট ফাষ্ট !!!