বিএনপি ক্ষমতাই আসলে আওয়ামী লীগ এর জন্য অতন্ত বিপদ জনক জেনারেল মঈন
আগামি একাদশ নির্বাচন এ বিএনপি ক্ষমতাই আসলে আওয়ামী লীগ এর জন্য বিপদ জনক বললেন সাবেক সেনা প্রধান মঈন আহমেদ ৷
বিএনপি ক্ষমতাই এলে আওয়ামী লীগ এর জন্য রোজকিয়ামত হবে মন্তব্য করলেন সেনা প্রধান মঈন আহমদ ৷
যে পরিমান আওয়ামী লীগ অন্যায় অত্যাচার করেছে বিএনপির উপর তাতে করে বিএনপি ক্ষমতাই এলে ১ দিনে অন্তত্ত ১০ হাজার মানুষ হত্যা করা হবে , চাকরি হারাবে হাজার হাজার সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারি ৷
এমন মতবাদ করেছেন সাবেক সেনা প্রধান মঈন আহমেদ ৷
বর্তমানে নিউয়ার্ক এ অবস্থান করছেন এই সেনা প্রধান ৷ সেনা প্রধান অন ইলৈভেন এর কশিলব ৷
মূলত তারই জন্য 2007 সালে একটি অনির্বাচিত সরকার গঠন করে ৷২০০৮ সালেও তিনি আওয়ামী লীগ এর নেতৃত্বে সেনা প্রধান এর কাজ করেন ৷
সম্পতি কিছু বাঙ্গালির আমন্ত্রেনে তিনি আগামি একাদশ নির্বাচন এ আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে এ খোলামেলা মন্তব্য করেন ৷
জেনারেল মঈন মনে করেন নিজেকে এবং নিজের দলকে বাঁচাতে আওয়ামী লীগ আর একবার ক্ষমতাই আসা উচিৎ ৷
তা নাহলে দেশ অস্তিতিশীল হয়ে উঠবে ৷ তিনি বলেন বারবার ক্ষমতার পালা বদল হলে উন্নয়নের ব্যাঘাত ঘটে ৷
তার মতে এই মুহুরর্তে বিএনপি ক্ষমতাই এসে কী করবে তার কোন সুনির্দিষ্ট রূপরেখা নাই ৷ কারণ বিএনপি অনেক দিন ধরে ক্ষমতার বাইরে রয়েছে ৷
এছাড়া খালেদা ও তার ছেলে তারেক জিয়া হাচিনার উপর প্রচন্ড ক্ষুদ্র হয়ে আছে ৷
এর কারণ বিগত বছর গুলিতে খালেদা ও তারেক জিয়ার উপর আওয়ামী লীগ অমানবিক নির্যাতন করেছে বলে মন্তব্য করেন মঈন ৷
খালেদা ও তারেক জিয়াকে কে কন্ঠাসা করার জন্য এমন কোন পথ নাই যা অবলম্বন করেনি আওয়ামী লীগ ৷
বিএনপি নেতারা এখন সাধারণ জীবন-জাপন করতে পারেনা সুধু আওয়ামী লীগ এর অত্যাচারে ৷ আর একারনে আগামি একাদশ নির্বাচনে যদি হাচিনা হেরে যাই তা হবে আওয়ামী লীগ এর জন্য অতন্ত বিপদ জনক ৷
ক্ষমতাই এলে 2007 সাল থেকে আওয়ামী লীগ বিএনপির উপর যে অমানবিক নির্যাতন করেছে তার প্রতিশোধ নিতে সুরু করবে ৷
আর বিএনপি যদি প্রতিশোধ নিতে সুরু করে তা তাহলে দেশে অরাজকতা দেখা দেবে ৷
জেনারেল মঈন মনে করেন একটা দল অনেক দিন ক্ষমতাই থাকলে দূরনির্তি কমে ৷ কারণ তাদের পেট ভরে গেছে ৷
বিগত বছর গুলোতে আওয়ামী লীগ যত অর্থ লুটপাট করেছে তাতে তাদের আর খুদা থাকার কথা না ৷
কিন্তু বিএনপির এখন ১০ বছরের খুদা ৷ সেটা অর্থের খুদা বা গনতর্ন্ত্র ফিরিয়ে আনার খুদা হতে পারে ৷
সেনা প্রধান মনে করেন আওয়ামী লীগ তার জনপ্রিয়তা হারিয়েছে এবং অপর দিকে বিএনপির বেড়েছে জনপ্রিয়তা ৷
এর কারণ বাংলাদেশের মানুষ সবসুমা ক্ষমতাশীলদের অপছন্দ করে ৷ এরা সবসুমা পরিবর্তন চাই ৷
বাংলাদেশের নির্বাচনে ভাল-মন্দ এর চেয়ে আবেগ বেশি কাজ করে বলে মনে করেন সাবেক সেনা প্রাধান মঈন আহমেদ ৷