বাংলাদেশ এখন গণতন্ত্রশূন্য , মৃত, পক্ষাঘাতগ্রস্ত, প্রবাসীকে আসামি করেছে : রিজবী

Posted on : February 3, 2019 | post in : BD News |Leave a reply |

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রশূন্য। গণতন্ত্রহীনতায় বাংলাদেশের জনগণ এখন রাষ্ট্র-দাসত্ব করছে।

আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এমন দাবি করেন।

বাংলাদেশ এখন গণতন্ত্রশূন্য , মৃত, পক্ষাঘাতগ্রস্ত, প্রবাসীকে আসামি করেছে  : রিজবী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের অভিযোগ, একদলীয় শাসন নিরাপদ করতেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে।

কোনো কারণ ছাড়া হাজার হাজার ‘মিথ্যা’ মামলায় বিএনপির লাখ লাখ নেতা-কর্মীকে জড়ানো হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।



গায়েবি মামলা’ প্রসঙ্গে রিজভী বলেন, এই ধরনের মামলায় এমন মানুষদের জড়ানো হয়েছে, যা শুধু অদ্ভুতই নয়, নিষ্ঠুর তামাশাও।

‘গায়েবি মামলার’ আসামিদের বর্ণনা দিয়ে রিজভী বলেন, মৃত, পক্ষাঘাতগ্রস্ত, প্রবাসীসহ অনেককে আসামি করা হয়েছে। যে রাষ্ট্র বিবেকহীন, মনুষ্যত্বহীন ও নিষ্ঠুর, কেবল সেই রাষ্ট্রেই উল্লিখিত ব্যক্তিদের অপরাধী বানানো হয়।

গতকাল শনিবার গণভবনে অনুষ্ঠিত চা-চক্র প্রসঙ্গে রিজভী বলেন, জয়োল্লাসের চা-চক্রে দেশের গণতন্ত্রমনা, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এটাই জনগণের বিজয়।

ডাকসু নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, দুর্দশাগ্রস্ত গণতন্ত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটুকু সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে, এ নিয়ে জনমনে সংশয় রয়েছে।

আর খবর …

 

Tags:

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar