নড়াইল ১ ও ২ আসনে ১১তম নির্বাচনে কে পাবেন মনোনয়ন জেনে নিন
নড়াইল ১ ও ২ আসন ১০তম নির্বাচন
আগামী 11 তম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বা কালিয়ার প্রার্থী হতে পারেন প্রধানমন্ত্রী ও আ’লীগের সভানেত্রী শেখ হাসিনা ৷
নড়াইল আওয়ামী লীগের কোন্দল নতুন নয়। নিয়ন্ত্রণহীন এ কোন্দলের কারণেই ২০০১ সালের নির্বাচনে দলের সভানেত্রী শেখ হাসিনা স্বয়ং এ আসনে প্রার্থী হয়েছিলেন।
এছাড়া নড়াইল ১ আসন বা কালিয়ার অন্য যারা মনোনয়ন পত্র ক্রয় করেছেন বলে জানা গেছে তারা হলো:-
- 1. নড়াইল-১ (সদর-কালিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি
- 2. গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীন
- 3. কালিয়া উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট এমদাদ হোসেন মোল্যা
- 4. সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুননেসা বাপ্পী
- 6. বাংলাদেশ আ’লীগের উপ কমিটির সহ শিল্প ও বাণিজ্য সম্পাদক শ্যামল
- 8. যুবলীগের সহ সম্পাদক কাজী গোলাম সরোয়ার
- 9. জহুরুল হক জঙ্গু ও কমান্ডার (অব.) ওমর আলী।
এদের মধ্য দেশের অন্যতম শীর্ষ আলেম ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে নড়াইল-১ (সদর-কালিয়া) আসনে নৌকা মার্কার প্রার্থী করার জোর দাবি উঠেছে।
- ওই আসনের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ এই দাবি জানিয়েছেন। ফলে সবাই আশা করছে তিনিই নমিনেশন পাবেন ৷
গোপন সূত্রে জানা গেছে যে , নড়াইলে ১ আসনে অব্যাহত দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে আসন ১০ তম সংসদ নির্বাচনে দলের সভানেত্রী শেখ হাসিনা নড়াইল-১ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন অথবা রুহুল আমিন ৷
- এছাড়া অন্য কাউকে দলীয় মনোনয়ন দিলে দলের নেতাকর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ার জোর সম্ভবনা রয়েছে। ফলে দলের প্রার্থী বা প্রধানমন্ত্রি জয়ের ব্যাপারে বড় বাধার সৃষ্টি হবে এবং ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
যার কারনে নড়াইল ১ আসনে বর্তমান থাকা সংসদ সদশ্য কবিরুল হক মুক্তিকে নমিনেশন দিচছে না বলে মনে করা হচছে ৷
এর পিছনে আর কারণ রয়েছে ৷ জানা মতে কবিরুল হক মুক্তিকে প্রধান মন্ত্রি কখনও মেনে নেই নি ৷
- এছাড়া আমরা জানি শেখ হাচিনা কে avoide করে জনাব কবিরুল হক মুক্তি কয় এক টি কাজ করেছে ৷
- যার কারণে কবিরুল হক মুক্তিকে মাসুল দিতে হতে পারে সামনে আসা ১০ তম নির্বচনে ৷
নড়াইল আসন 2
অপরদিকে নড়াইল -২ আসনে প্রার্থী হচ্ছেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
- সংশ্লিষ্ট সূত্র জানায়, আ’লীগের ঘাঁটি হিসাবে পরিচিত নড়াইল জেলাকে হাত ছাড়া করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আ’লীগের দুর্গ হিসাবে খ্যাত নড়াইল-১ আসন থেকে তিনি নিজেই প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।
- ইতোমধ্যে জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস শেখ হাসিনার পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
উপরক্ত আলোচনা ও বর্তমান পরিস্থিতির উপর নির্বর করে বলা অনেক কষ্ট কর যে কাকে দিবে মনোনয়ন ৷
এখন দেখার বিষয় বাংলাদেশ প্রধান মন্ত্রি নড়াইল ১ আসননের মনোনয়ন কাকে দেন ৷