নৌকায় মায়ের ভোট দেওয়ায় পুকুরে ডুবিয়ে শিশুকে হত্যা করল যুবদল নেতা

Posted on : January 12, 2019 | post in : BD News |Leave a reply |

সীতাকুণ্ডে পুকুরে ডুবিয়ে এক শিশুর হত্যা করা হয়েছে।

নৌকায় মা ভোট দেওয়ায় পুকুরে ডুবিয়ে শিশুকে হত্যা করল যুবদল নেতা
শিশুটির মা সালেহা জানান, ৩০ তারিখ আমি নৌকায় ভোট দিয়েছি এটা জানতে পেরে যুবদল নেতা আল-আমিন আমার শিশুকে খালি ঘর থেকে নিয়ে পুকুরে ডুবিয়ে দেয়। আমি আল-আমিনের বিচার চাই।
গতকাল (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ বগাচতর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই শিশুটির মা ৩০ তারিখে নৌকায় ভোট দেওয়ায় তার প্রতিবেশি যুবদল নেতা আল-আমিন তার শিশুকে পুকুরে ডুবিয়ে হত্যা করে। কিন্তু ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে উপস্থাপন এর চেস্টা চালায় একটি মহল। আবার অনেকে বলছে ভোট নয় পূর্ব শত্রুতার জের ছিল শিশুর পরিবারের সাথে আল আমিনের। বিভিন্ন মতামত অনুযায়ী ব্যপারটা অনেকটা ধোঁয়াশা সৃষ্টি করে। এ দিকে গ্রামের মানুষের রোষের মুখে পড়ে আত্মগোপনে আছে আল-আমিন। ফোনে কল দিয়েও পাওয়া যায়নি তাকে। আল আমিন থেকে তথ্য পেলে ধোয়াশা অনেকটা কেটে যেতো বলে জানায় ক্ষুব্ধ গ্রামবাসী। আল আমিনের আত্মগোপনে থাকা অনেকটা তীর ওই দিকে নিয়ে যায়। কিন্তু আল আমিনের পরিবার দাবি করে আল আমিন গতকাল এলাকায় ছিলোনা।

 

নৌকায় মা ভোট দেওয়ায় পুকুরে ডুবিয়ে শিশুকে হত্যা করল যুবদল নেতা

 

 

মারা যাওয়া শিশু কামরুল হাসান (৪) দক্ষিণ বগাচতর এলাকার প্রবাসী নুর নবীর ছেলে। শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
Advertisement
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Tags:

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar