চালু হল নগদ নতুন মোবাইল ফাইনিকাল সার্ভিস(*১৬৭#) ডাক বিভাগের সেবা

Posted on : November 9, 2018 | post in : BD News |5 Replies |

নগদ নামে একটি সারর্ভিস সরকারি উদ্যোগে চালু হচ্ছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল
 

নগদ

ওহে ভিওয়ার কেমন আছেন,আশা করি ভালোই আছেন।

বিকাশ ও রকেট শিরক্যাশ এর মতো আর একটি নতুন মোবাইল সার্ভিস নগদ।নগদ সার্ভিসটি এনেছে বাংলাদেশ পোস্ট অফিস।

নগদ মেনুতে যেতে রবি গ্রাহকদের কে ডায়াল করতে হবে *১৬৭#.

আর অন্য সকল গ্রাহকরা নগদ অ্যাপ ব্যাবহার করে সহজেই ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে পারবে।

লেনদেন লিমিট ও চার্জ কত নগদ এ ?

চার্জ সম্পর্কে  নগদের ফেসবুক পেজ এ জানতে জানতে চাইলে তারা নিম্নোক্ত মেসেজটি আমাকে প্রদান করেন।

নগদ অ্যাকাউন্ট এর মাধ্যমে গ্রাহকগণ ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি এবং টপ আপ (মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ) সুবিধা গ্রহণ করতে পারবেন।

ক্যাশ ইন অথবা ক্যাশ আউট এর ক্ষেত্রে গ্রাহক প্রতিবার সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং সর্বমোট ১০ বারে ২৫০,০০০ টাকা দৈনিক লেনদেন করতে পারবে।

মাসে সর্বোচ্চ ৫০০,০০০ টাকা ক্যাশ ইন অথবা ক্যাশ আউট করতে পারবেন সর্বোচ্চ ৫০ বারে।

ক্যাশ ইন এর জন্য গ্রাহককে কোন ধরণের চার্জ প্রদান করতে হবে না।

ক্যাশ আউটের ক্ষেত্রে গ্রাহককে USSD (*167#) ব্যবহার করলে প্রতি হাজারে ১৮ টাকা চার্জ প্রদান করতে হবে।

নগদ অ্যাপ এর মাধ্যমে ক্যাশ আউট করা হলে প্রতি হাজারে ১৭ টাকা চার্জ প্রযোজ্য হবে।

একজন গ্রাহক প্রতিবার সর্বোচ্চ ৫০,০০০ টাকা সেন্ড মানি’র মাধ্যমে অন্য আরেকজন নগদ গ্রাহককে ‘পাঠাতে পারবেন।

একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ বারে সর্বোচ্চ ২৫০,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ১৫০ বারে সর্বোচ্চ ৫০০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন ।

প্রতিবার USSD (*167#) ব্যবহার করে টাকা পাঠাতে গ্রাহককে ৪ টাকা চার্জ প্রদান করতে হবে তবে, নগদ অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাতে কোন চার্জ প্রযোজ্য হবে না।

টপ আপ (মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ) এর ক্ষেত্রে একজন গ্রাহক প্রতিবার সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন দিনে যত খুশি তত বার।

নগদ একাউন্ট খুলবো কোথায় ?

এর ই মধ্যে নগদ অনেক যায়গায় এজেন্ট/উদ্দোক্তা একাউন্ট দিয়ে দিয়েছে

আপনারা সেখান থেকে ব্যাক্তিগত/ Personal Account খুলতে পারবেন।

বিস্তারিত জানতে

ইত্যাদি ষ্টোর ফেসবুক পেজ(নগদ উদ্দ্যোক্তা) http://facebook.com/fan.ittadygroupltd

অথবা Nagad এর ফেসবুক পেজে যোগাযোগ করুন

http://facebook.com/mynag

Tags: , , , , , , , ,

5 Comments

  1. apps a Sign up kora zai na

    uddokta theke sign up korte hoy+ etar taka lenden er shubidha beshi

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar