wm21 থেকে আয় করবেন?জেনে নিন wm21 এর a to z

Posted on : October 18, 2018 | post in : BD News,Online Earning |3 Replies |

wm21 এ কাজ করে লক্ষলক্ষ টাকা আয় করবেন ? দেখে নিন এর বিসতারিত না হলে ঠগবেন !

তো wm21 বা মাল্টি লেভেল মারর্কেটিং সম্পর্কে জানার আগে জেনে নেই মাল্টি লেভেল মারর্কেটিং আসলে কি ?

wm21

wm21

নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং ও রেফারেন্স মার্কেটিং হিসাবেও এটি পরিচিত।

মাল্টিলেভেল মার্কেটিং মূলত ডিস্ট্রিবিউটরদের নেটওয়ার্কের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রি করার একটি প্রক্রিয়া। আধুনিক অভিধানে mlm এর সংজ্ঞা এভাবে দেয়া যায়় :

  • (Multi-level Marketing , also known as MLM or network marketing, is a business structure where products are sold through a networking process as opposed to a storefront. is a way of selling goods and services through distributors)

অর্থাৎ ‘মাল্টি লেভেল মর্কেটিং যা এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং নামেও পরিচিত ৷ তা হল একটা ব্যবসায় পদ্ধতি যেখানে নেটওয়ার্কের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয় ৷

আর তা মূলত কর্মি দের নেটওয়ার্কের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রি করার একটি প্রক্রিয়া।

এ প্রক্রিয়ায় আপলাইন ও ডাউনলাইন নামে বহু স্তরের (Multi level) ডিস্ট্রিবিউটর তৈরি হয়।

মনে করেন আপনি wm21 এর একজন সদস্য , এখন আপনি যদি আপনার ফ্রেন্ড বা অন্য কাউকে এখানে জয়েন করান তাহলে আপনি কমিশন পাবেন ৷ একে সংক্ষেপে MLM বলা হয়।

অনেক বকবক করলাম আপনাদের বুঝানোর জন্য ত এবার জেনে নেই wm21 আমাদের কিভাবে ফাঁদে ফেলছে !

destani এর পর এবার সারা দেশজুড়ে প্রতারণার ফাঁদ পেতেছে ওয়ার্ল্ড মিশন ২১ বা wm21 নামের একটি mlm কোম্পানি।

অনেক টাকার প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটি সদস্য বানাচ্ছে সহজ-সরল তরুণ-তরুণীদের।

এর মাধ্যমে নিম্নমানের ইলেকট্রনিক সামগ্রী প্রকৃত দামের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি দামে সদস্যদের ধরিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে wm21 কোম্পানি।

যেমন যে ফোনের দাম 1200 টাকা মাত্র সেই ফোন বিক্রয় করছে 5 হাজার 500 টাকা ৷

আর ভবিষ্যৎ আয়ের আশায় তাদের সেই পাতা ফাঁদে পা দিচ্ছেন বেকারত্বের অভিশাপে ভুগতে থাকা তরুণ-তরুণীরা।

    ডেসটিনির প্রতারণা ফাঁস হওয়ার পর সরকারের দৌড়ঝাঁপে কিছুদিনের জন্য ঝিমিয়ে পড়েছিল এমএলএম কোম্পানিগুলোর ব্যবসা।

তবে সম্প্রতি দেশজুড়ে বেশ সক্রিয় হয়ে উঠেছে ‘ওয়ার্ল্ড মিশন ২১’ নামের কোম্পানিটি।

এবার দেখা যাক wm21 কিভাবে কাজ করাচছে সদস্যদের

এখানে আপনাকে যেকোন পন্য কিনে অথবা টাকা দিয়ে সদস্য হতে হবে ৷

এর পর আপনার কথায় যদি কেউ wm21 থেকে কোনো পণ্য কেনেন বা সদস্য হই তাহলে আপনি পেয়ে যাবেন 600শ’ টাকা কমিশন।

আর দু’জন আপনার মাধ্যমে পণ্য কিনলে আপনি পাবেন ১ হাজার টাকা কমিশন।

সেই সঙ্গে দু’জনের কাছে পণ্য বিক্রি করার কারণে right hand and left hand ম্যাচিং করায় পাবেন আরও ৫শ’ টাকা কমিশন।

অর্থাৎ দু’জনের কাছে পণ্য বিক্রি করতে পারলেই এক দিনে ১৫শ’ টাকা কমিশন পাওয়া যাবে।

এভাবে একজন দিনে ১০টি পণ্য বিক্রি করতে পারলেই কমিশন বাবদ পেয়ে যাবে সাড়ে ৭ হাজার টাকা।

এ ছাড়া আপনার অধীনে যারা পণ্য কিনবেন তারা আরও দু’জনের কাছে পণ্য বিক্রি করলে পাওয়া যাবে 600 টাকা কমিশন।

এভাবে অধীনস্ত ও অধীনস্তদের অধীনস্তের পণ্য বিক্রির মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত কমিশন পাওয়া যাবে।

এছাড়াও প্রতিদিনের এই কমিশন ছাড়াও আছে মাসিক কমিশন। এ জন্য লেফট হ্যান্ডে ৫০ জন ও রাইট হ্যান্ডে ৫০ জন

অর্থাৎ 100 জনের কাছে পণ্য বিক্রি করতে হবে। কেউ এটি করতে পারলে তার পদবি হবে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট।

এরপর অধীনস্তদের পণ্য বিক্রি থেকে তিনি প্রতিদিনের কমিশনের সঙ্গে মাসিক ভিত্তিতেও কমিশন পাবেন।

    আর তার অধীনে কেউ মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হলে তার পদবি বেড়ে হবে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং এক্সিকিউটিভ।

পদবি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে কমিশনের হার। এরপর অধীনস্ত কেউ অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং এক্সিকিউটিভ হলে পদবি বেড়ে হবে মার্কেটিং এক্সিকিউটিভ।

আর মার্কেটিং এক্সিকিউটিভ হলেই মিলবে কক্সবাজার ভ্রমণ ও দুই দিন পাঁচতারা হোটেলে থাকা ও খাওয়ার সুযোগ।

এভাবে অধীনস্তদের পদবি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে নিজের পদবি।

মার্কেটিং এক্সিকিউটিভ পদের পরের পদ সিনিয়র এক্সিকিউটিভ হলেই কোম্পানি বিমানযোগে নেপাল ভ্রমণে নিয়ে যাবে।
এভাবে পদবি বাড়ার সঙ্গে সঙ্গে মিলবে ৫টি দেশ ভ্রমণের সুযোগ।’

আর এভাবেই বেকারত্বের অভিশাপে ভুগতে – ভুগিদের একটি বড় অংশ পা দিচ্ছে তাদের পাতা সেই ফাঁদে।

আবুল হাসানের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়ার্ল্ড মিশন ব্যান্ড নামে যে পণ্য বিক্রি করা হয় তা চীন থেকে এনে বাংলাদেশ ফিটিং করা হয়।

    তবে প্রতিষ্ঠানটি সাড়ে ৫ হাজার টাকায় যে মোবাইল ফোন বিক্রি করছে বাজারে সেই মানের একটি চীনা মোবাইল ফোনের দাম কিছুতেই ১ হাজার থেকে ১২শ’ টাকার বেশি হবে না।

আর সাড়ে ১৩ হাজার টাকায় থ্রি-জি স্মার্ট ফোন নামে যে ফোনটি বিক্রি করছে, সেই মানের একটি সিম্ফনি মোবাইলের দাম সর্বোচ্চ সাড়ে ৬ হাজার টাকা।

বিভিন্ন জেলা থেকে অফিসটিতে সদস্য হওয়ার আগ্রহ নিয়ে আসা এমন ১৮ জনের সঙ্গে কথা বলা হয়েছে।

এদের ১৩ জনই দরিদ্র পরিবারের বেকার যুবক। আর বাকি ৫ জন শিক্ষার্থী।

এদের মধ্যে ১০ জন (ছাত্র ৪ জন ও বেকার যুবক ৬ জন) এ সময় তাদের দিয়ে একটি আগ্রহ ফরম পূরণ করে নেয়া হয়। এর বিনিময়ে নেয়া হয় 300 টাকা করে।
আর এরাই বলেছে যে:-

    এই কাজ করলে আপনার বন্ধুবান্ধব দের যাথে সম্পর্ক বেশিদিন টিকবে হচছে না ৷ কারন পুরা বিষয়টি একটু চটিলতা আছে ৷

কম্পানি যে শর্ত দিছে এখানে তাতে আপনার top lavela যেতে হলে আপনার বা আমার কার ধোর্যই কুলাবে না and সবার বকনি খেতে হবে ৷ শর্ত পুরণ করতেই লেগে যাবে 2-3 বছর ৷ আর জয়েন করালা আয় হবে না হলে হবে না ৷
সো সাবধান ৷

      1. আমি Tarakbiswas বলব যে ভাই আপনি wm21 ভিতর যাইয়েন না ভাই এর ভিতর অনেক মারপ্যাচ আছে ৷ এর ভিতর যারা গেছে তাদের 95% ই রাগারাগি- গালাগালি করছে এবং বাদ দিছে কাজ ৷

    আর গেলে যাবেন নিজ দায়িত্বে ৷

wm21 পরিচিতি

রাজধানীর বিজয়নগরে হোটেল ৭১-এর পাশের ভবনে অফিস স্থাপন করে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই এমএলএম কোম্পানির মালিক হিসেবে রয়েছেন চারজন।

এদের মধ্যে চেয়ারম্যান হিসেবে আছেন বগুড়ার আশরাফুল আলম।

ব্যবস্থাপনা পরিচালক পদে চট্টগ্রামের কামরুল হাসান চৌধুরী।

    বাকি দুই মালিকের মধ্যে কোম্পানির মার্কেটিং ডিরেক্টর হিসেবে আছেন গাজীপুরের জাকির হোসেন ও ফিন্যান্স ডিরেক্টর এস এম জিয়াউর রহমান।

3 Comments

  1. Md Misad Ali says:

    Amar Kichu Friend Wm21 Er Member Hoyeche. Amakeo Hote Bolchilo, Kintu Tader Bissas Korte Pari Ni Tai Ami Hoini.

  2. ভাল কাজ করেছেন আপনি!

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar