Swiss Bank বলতে কি বুঝায় এবং কিভাবে খুলবেন সুইস ব্যাংক একাউন্ট A to Z

Posted on : July 30, 2021 | post in : Others |Leave a reply |

পৃথীবির সকল ধনীদের নগদ অর্থ বা সম্পাদ লুকানোর বা রাখার জনপ্রিয় স্থান বা জাইগা হল Swiss Bank .
সুইস ব্যাংক বলতে আমরা সাধারনত একটি ব্যাংক কে বুঝি ৷ কিন্তু আসলে Swiss Bank বলতে কোন একটি ব্যাংককে বুঝাই না ৷

তো বন্ধুরা আজকে আমরা Swiss Bank ( সুইস ব্যাংক ) সম্পর্কে A to Z জানার চেষ্টা করব ৷

Swiss Bank বলতে আসলে কি বুঝায় এবং সুইস ব্যাংক কুথাই অবস্থিত ?



Swiss Bank বলতে কি বুঝায় এবং কিভাবে খুলবেন সুইস ব্যাংক একাউন্ট A to Z

Swiss শব্দটি সুইজারল্যান্ড থেকে এসেছে ৷
তাই সহজ ভাবে Swiss Bank বলতে সুইজারল্যান্ডর যে কোন ব্যাংকে বুঝাই ৷
Swiss Bank বলতে আসলে কোন একটি ব্যাংককে বুঝাই না ৷

সুইজারল্যান্ড এর ব্যাংককিং নীতিমালার অধিনে পরিচালিত প্রায় 250 টি ব্যাংক এবং আর্থিক সেবা দানকারি প্রতিষ্ঠান মিলে সুইস ব্যাংক নামে পরিচিত ৷

সুইস ব্যাংক কিসের জন্য এত জনপ্রিয়



Swiss Bank বলতে আসলে কি বুঝায় এবং সুইস ব্যাংক কুথাই অবস্থিত ?

সুইজারল্যান্ড এর সকল ব্যাংক নিয়ন্ত্রন করে সুইস ব্যাংককিং ফেডারেসন কমিসন ৷
Swiss Bank এর account অন্য সব সাধারণ ব্যাংক এর মতই কাজ করে ৷
কিন্তু এই ব্যাংকের বড় সুভিধা হল গ্রাহকের সম্পদের সর্বচ্ছ নিরাপত্তা ও তথ্য গোপন রাখা ৷
1934 সালের সুইস আইন অনুযায়ী সুইস ব্যাংকের গ্রাহকদের তথ্য গোপনিওতা সুনিচ্ছিত করে ৷


সুইস ব্যাংক তাদের গ্রাহকের তথ্য গোপন রাখতে বাধ্য ৷
এমন কি সুইস ব্যাংকে কার কার একাউন্ট আছে সে বিষয়টিও ও কাওকে জানাই না ৷
কোন ব্যাংকার যদি কোন গ্রাহকের তথ্য প্রোকাশ করে তাহলে সেই ব্যাক্তি ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করতে পারে ৷
গোপনিওতা ভঙ্গের কারনে একজন সুইস ব্যাংকারের সর্বচ্ছ ছয় মাসের জেল এবং 45 লক্ষ টাকা জরিমানা হতে পারে ৷

সুইস ব্যাংকের এই গোপনিওতার কারনে সারা বিশ্বের অবোর্ধ অর্থ পাচারের গন্তব্য হয়ে উঠেছে এই Swiss Bank .
Swiss Bank এর গোপোনিওতার পাশাপাশি আর অনেক সুভিধা রয়েছে ৷
সুইজারল্যান্ড এর মুদ্রার নাম সুইস ফ্রাংক ৷এটি পৃথীবির অন্যতম স্থিতিতিশিল মুদ্রা ৷


এক সুইস ফ্রাংক এর মুল্য বাংলাদেশি ৯১ টাকার ও বেশি ৷
এই মুদ্রার মান দিনদিন বেড়েই চলেছে ৷
যে কারনে এখানে বিশ্বের বড় বড় ধনী ব্যাক্তিরা সম্পদ জমা রাখে ৷
এসকল কারনে সুইস ব্যাংক মিলিনিওর বিলিনিওর দের কাছে এই ব্যাংক খুব জনপ্রিয় ৷

Swiss Bank এ একাউন্ট খুলার নিয়ম



Swiss Bank এ একাউন্ট খুলার নিয়ম

সুইস ব্যাংকে একাউন্ট খুলা সহজ কার্জ নয় ৷
সাধারণত ব্যাংক একাউন্ট খুলতে আপনাকে কোন না কোন সুইস ব্যাংকে সশরীলে যেতে হবে ৷

18 বছর বয়স এবং একটা বৈধ পাসপোর্ট হলেই Swiss bank একাউন্ট খোলা যায়
এবং আপনাকে একাউন্ট খুলতে আয়ের উৎশ জানাতে হবে ও এক লক্ষ মার্কিন ডলার জমা রাখতে হবে ৷

যা বাংলাদেশি টাকাই 85 লক্ষ টাকার সমান এবং টাকা রাখার জন্য বছরে 26 হাজার টাকা কেটে নিবে সুইস ব্যাংক ৷

অনলাইনে আয় করতে চান ? online earning এর 20+ উপাই আপনিও পারবেন.. (65,861,750)

Swiss Bank সুদের হার



Swiss Bank এর সুদের হার একেবারে নাই বললেই চলে ৷
সুইস ব্যাংকের সুদের হার মাত্র 0.75% ৷
অনেক সুমাই সুইস ব্যাংকে টাকা রাখার জন্য আপনাকে উলঠা ব্যাংকে সুদ দিতে হতে পারে ৷

Swiss Bank এর নিরাপত্তা



Swiss Bank এর নিরাপত্তা

আগেই বলেছি সুইস ব্যাংক তাদের গ্রাহকদের তথ্য কখনও ফাঁস করে না এবং এখানে বিশ্বের সব ধনীব্যাক্তিরাই তাদের অবৈধ সম্পদ জমা রাখে ৷
তাই এদের নিরাপত্তা ও খুব শক্তিশালি ৷ বিশ্বের সবথেকে ভাল নিরাপত্তা সুইস ব্যাংকরই রয়েছে ৷

আপনি হলিউড বা বলিউড মুভিতে দেখে থাকবেন গডফাদার বা রাজনীতিবিদ অবোর্ধ টাকা মেরে সুইস ব্যাংকে রাখছে ৷
মুভির রিরো জিনি নিজে একজন পুলিস অফিসার বা প্রোসাশনের লোক হওয়া সত্বেও ধরতে পারছে না ৷

তার কারণ সুইস ব্যাংক কখনও তার গ্রাহকের তথ্য প্রোকাশ করে না ৷
এই মুভির মত বাস্তবেও সুইস ব্যাংক তার গ্রাহকের তথ্য কখনও প্রকাশ করে না ৷
তবে কিছু ক্ষেত্রে সুইস ব্যাংক গ্রাহকের তথ্য প্রকাশ করে ৷
বিদেশি অপরাধিদের ধরতে সুইস ব্যাংক তাদের গোপনিওতা সিথিল করে ৷
যেমন কার বিরুদ্ধে কর ফাঁকি , দুরনীতি , অর্থ পাচার মামলা থাকলে সুইস ব্যাংক গুলো তথ্য প্রকাশ করতে পারে ৷

অবৈধ অর্থের জন্য সুইস ব্যাংক কেন এত জনপ্রিয় ?



Swiss Bank বলতে আসলে কি বুঝায় এবং সুইস ব্যাংক কুথাই অবস্থিত ?

এর প্রধান কারণ, অর্থের  প্রাইভেসি এবং স্থিতিশীলতা। সুইজারল্যান্ডের ব্যাংকিং সিস্টেমকে পৃথিবীর অন্যতম স্থিতিশীল ব্যাংকিং সিস্টেম বলা হয়। Swiss Bank ক্লায়েন্টদের অর্থ সম্পদের সর্বোচ্চ তথ্যগত নিরাপত্তা দিয়ে থাকে যা অন্য কোন ব্যাংক দেয় না।

পৃথীবির ধনি ব্যাক্তিদের অবৈধ অর্থ ও ট্যাক্স ফাকি দিয়া অর্থ রাখার জন্য সুইস ব্যাংক বিক্ষাত ৷
আপনি হলিউড বা বলিউড Move দেখে থাকবেন গডফাদার বা রাজনীতিবিদ অবোর্ধ টাকা মেরে সুইস ব্যাংকে রাখছে ৷
মুভির Hero জিনি নিজে একজন পুলিস অফিসার বা প্রশাসন লোক হওয়া সত্বেও ধরতে পারছে না ৷


তার কারণ সুইস ব্যাংক কখনও তার গ্রাহকের তথ্য প্রোকাশ করে না ৷
এই মুভির মত বাস্তবেও সুইস ব্যাংক তার গ্রাহকের তথ্য কখনও প্রকাশ করে না ৷
300 বছর এর ও বেশি সময় ধরে সুইস ব্যাংক এই কার্যকলাপ খুব গোপন ভাবে পরিচালিত করে আসছে ৷

সুইস ব্যাংক তাদের গ্রাহক দের সকল তথ্য গোপন রাখতে আইনগত ভাবে বাধ্য ৷
এই জন্য সুইস ব্যাংক অবোর্ধ অর্থ রাখার আদর্শ স্থান ৷

Tags: , , ,

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar