ব্লগের Structured Data hatom Errors কিভাবে Fix করবেন?

Posted on : December 22, 2017 | post in : Blogspot Seo |Leave a reply |

ব্লগের Structured Data hatom Errors এর অর্থ কি তা আপনি নিজেই বুঝতে পারছেন। Structured Data বলতে ব্লগার টেমপ্লেটের HTML ও Css সহ সকল কোডকে বুঝায়। প্রত্যেক ডিফল্ট এবং কাষ্টম ব্লগে Data hatom Errors থাকে। এ গুলি সবার ব্লগের ধরন অনুযায়ী Fix করে নিতে হয়। এই Errors গুলি সংশোদন করে না নিলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অনেক সমস্যা হবে।

ব্লগের Structured Data hatom Errors কিভাবে Fix করবেন?
উপরের চিত্রটি গুগল ওয়েবমাষ্টার টুলস থেকে নেওয়া আমার ব্লগের একটি স্ক্রিনশট। চিত্রটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, সেখানে বেশ কিছু Error শো করছে। আপনার ব্লগে কতগুলি ভূল আছে সেটি দেখার জন্য Google Rich Snippets Tool এ গিয়ে Fetch করলে দেখতে পাবেন। আপনার ব্লগের Url Fetch করলে নিচের তিনটি অথবা দুটি Error দেখতে পাবেন।
  1. Warning: Missing required field “entry-title
  2. Warning: Missing required field “updated
  3. Warning: Missing required hCard “author
ব্লগের Structured Data hatom Errors কিভাবে Fix করবেন?
উপরের চিত্রটি গুগল Webmaster Tools থেকে নেওয়া। সেখানে সরাসরি প্রত্যেকটি লিংকের ভূল দেখিয়ে দিচ্ছে। এই সমস্যগুলি ব্লগার ব্লগ এবং ওয়ার্ডপ্রেস উভয় প্রকারের ব্লগে দেখা যায়। উপরের সমস্যগুলি আমাদের এই টিউটরিয়ালের মাধ্যমে সামাধান করতে পারবেন। তার আগে একটু দেখে নেয়া যাক Google Rich Snippets কি?
Rich Snippets কিঃ সম্প্রতি গুগল তাদের সার্চ রেজাল্টের গ্রফিক্যাল কিছুটা পরিবর্তন করে। গুগল আরও ভালভাবে তাদের সার্চ রিজাল্টে প্রাপ্ত তথ্যগুলি প্রকাশ করার জন্য নতুন আপডেট আনে। নতুন সার্চ রেজাল্টে যে কোন ব্লগের ইনফরমেশন, ব্লগের Author, বিষয়, পাবলিশ হওয়ার তারিখ, ব্লগের ধরন ইত্যাদি তথ্য শো করবে। এতেকরে ভিজিটর সার্চ রেজাল্ট হতে সহজে যে কোন ব্লগ সম্পর্কে ধারনা নিতে পারবে। এই বিষয়গুলি গুগল সার্চ রেজাল্টে আপনার ব্লগের জন্য পেতে উপরের যে Warning রয়েছে সেগুলি সংশোদন করতে হবে।
সকল পোষ্ট দেখুন

 কিভাবে সংশোদন করবেনঃ

  • প্রথমে ব্লগে লগইন করুন।
  • তারপর Template > Edit Html এ ক্লিক করুন।
  • কিবোর্ড হতে Ctrl+F চেপে <span class=’post-author vcard’> অংশটি সার্চ করলে নিচের কোডগুলির মত দেখতে পাবেন।

      <span class=’post-author vcard’>
<b:if cond=’data:top.showAuthor’>
<b:if cond=’data:post.authorProfileUrl’>
<span class=’fn’>
<a expr:href=’data:post.authorProfileUrl’ rel=’author’ title=’author profile’>
<data:post.author/>
</a>
</span>
<b:else/>
<span class=’fn’><data:post.author/></span>
</b:if>
</b:if>
</span>

  • উপরের কোডগুলি ব্লগার ডিফল্ট টেমপ্লেট থেকে নেয়া হয়েছে। আপনি যদি কাষ্টম টেমপ্লেট ব্যবহার করেন সেক্ষেত্রে  কোডগুলি একটু ভিন্ন হতে পারে। যদি এক রকম না হয় তাহলে নিচের বিভিন্ন রংয়ের মাধ্যমে মার্ক করা কোডগুলি বেছে বেছে যুক্ত করে দিলেই হয়ে যাবে। আর যদি উপরের কোডগুলির মত হুবহু হয় তাহলে নিচের কোডগুলি সরাসরি কপি করে Replace করে দিলেই হবে।

      <span class=’post-author vcard’ itemscope=’itemscope’  itemtype=’http://schema.org/Person’>
<b:if cond=’data:top.showAuthor’>
<b:if cond=’data:post.authorProfileUrl’>
<span class=’fn author‘>
<a expr:href=’data:post.authorProfileUrl’ rel=’author’ title=’author profile’>
<span itemprop=’name’><data:post.author/></span>
</a>
</span>
<b:else/>
<span class=’fn author‘><span itemprop=’name’><data:post.author/></span></span>
</b:if>
</b:if>
</span>

  • কিবোর্ড হতে Ctrl+F চেপে <data:post.timestamp/> অংশটি সার্চ করুন। এই লাইনটি আপনার ব্লগের দুটি জায়গায় পেতে পারেন। যে জায়গায় কোডটি পাবেন সেখানে নিচের কোডগুলি কপি করে Replace করুন।
<span class=’updated’><data:post.timestamp/></span>
  • আবার কিবোর্ড হতে Ctrl+F চেপে <h3 class=’post-title’> অংশটি সার্চ করুন। এটি না পেলে এই <h2 class=’post-title’> অংশটি সার্চ করুন। এই কোডটির জায়গায় নিচের কোডটি কপি করে Replace করুন।
<h2 class=’post-title entry-title’>
  • সবশেষে Save Template এ ক্লিক করে Save করুন।
বিঃ দ্রঃ আপনার ব্লগের Layout হতে Post সেকশনের Edit অপশনে ক্লিক করে দেখে নেবেন যে, সেখানে Author এবং Date এ ঠিক চিহ্ন দেয়া আছে কি না। যদি না দেয়া থাকে তাহলে অবশ্যই ঠিক চিহ্ন দিয়ে Save করে নিবেন। উল্লেখ্য যে, এই আপডেট নেওয়ার জন্য গুগল সার্চ ইঞ্জিন ২৪ ঘন্টা সময় নেবে।

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar