Search Engine কী? সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে? তাহলে চলুন জেনে নিই…

Posted on : July 11, 2021 | post in : Android Tips |Leave a reply |


আমরা কোনো কিছু জানতে চাইলে গুগল সার্চ করে থাকি।
সার্চ করার পর আমাদের অনেক ওয়েবসাইট সাজেস্ট করে, যে আমরা এই এই ওয়েবসাইটে এই তথ্য পেতে পারি।


তারপর, আমরা সেই ওয়েবসাইটে যাই এবং যে তথ্যটি জানার প্রয়োজন হয় সেটি জানে নিই।


কখনো কি ভেবেছেন এই Google Search Engine কিভাবে কাজ করে?


আমরা যখন কোনো কিছু সার্চ করছি, তখন কি সকল সাইটগুলো জানে আমি কি সার্চ করছি নাকি অন্য কিছু?
তাহলে চলুন জেনে নিই।


Search Engine কি?




search engine হচ্ছে online তথ্য খুঁজার ওয়েব মেশিন বা সফটওয়ার। অনলাইনে যত ধরনের তথ্য থাকে একটি সার্চ ইঞ্জিন প্রথমে সেই তথ্যগুলো তার store জমা করে এবং পরে সেই তথ্যগুলো তার মজুদকৃত তথ্য store হতে আমাদের সামনে প্রদর্শণ করে।

কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে?

সার্চ ইঞ্জিন কী? সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে?


আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন কিন্তু সে পৃথিবীর সব সার্ভার বা সব ওয়েবসাইট ঘুরে আমাদের ফলাফল দেখায় না, দেখায় শুধু তার নিজের সার্ভারে সার্চ করে।


সে আগেই সবকিছু সার্চ করে রাখে দিয়েছে যে কোথায় কোন তথ্য রয়েছে, সেই তথ্যগুলো তার একটি ডেটাবেজে রয়েছে।
আমরা যখন কোনো কিছু সার্চ করি, তখন সে তার ডেটাবেজটি পড়ে।
সেখানে কোথায় কোন তথ্য রয়েছে তার একটি লিস্ট বা লিঙ্ক আছে।
সেই লিঙ্কটি আমাদের সার্চ ফলাফলে দেখায়।

আমরা যদি সেই লিঙ্কে ক্লিক করি, তাহলে আমারা সেই ওয়েবসাইটে যেতে পারি।

এছাড়াও, সার্চ ইঞ্জিন আরও অনেক কাজ করে।



যেমন : আমরা যদি ভুল ট্যাগ করি, তখন সে আমাদের সাজেস্ট করে। আমরা যদি কোনো হিসাব করতে চাই, তখন সে আমাদের ক্যালকুলেটর দেয়।

Google আমরা ছবির মাধ্যমে সার্চ করতে পারি।
তাছাড়া, সার্চ ইঞ্জিনের আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে,
যা হলো : আমরা যে তথ্যটি খোঁজে বের করার চেষ্টা করছি বা আমারা যে তথ্যটি জানতে চাইছি, সেই তথ্যটি একের অধিক ওয়েবসাইটে থাকতে পারে।

অনলাইনে আয় করতে চান ? online earning এর 20+ উপাই আপনিও পারবেন.. (65,861,659)


কিন্তু কোন ওয়েবসাইটের তথ্যটি মানুষ বেশি পছন্দ করে বা বেশি দেখে, সেই ওয়েবসাইট যদি আমাদের কাছে আগে আসে বা প্রথমে আসে তাহলে আমরা বেশি পছন্দ করি বা উপকৃত হই।

আর সেই পদ্ধতিটি সার্চ ইঞ্জিনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। সার্চ ইঞ্জিনের ডেটাবেজে পূর্বে থেকেই থাকে, কোন ওয়েবসাইটের তথ্যগুলো মানুষ পছন্দ করেছে বা কোন ওয়েবসাইট বেশি দেখছে।


আমরা যখন কোনো কিছু সার্চ করি, তখন প্রথমে কিছু অনুরূপ বিজ্ঞাপন আসে, তারপর যে ওয়েবসাইটের তথ্যটি মানুষ বেশি দেখছে সেই তথ্যগুলো আসে।

ওয়েবসাইট তৈরি


যখন কোনো ওয়েবসাইট তৈরি করা হয়, তখন সেই ওয়েবসাইট সরাসরি সার্চ ইঞ্জিনে পাওয়া যাবে না।
মূলত ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে পাওয়ার জন্য, ওয়েবসাইটিকে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়।

সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইট সাবমিট করার পর সার্চ ইঞ্জিন তাদের ডেটাবেজে সংরক্ষণ করে রাখে।
তারপর সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম সকল সার্ভার দেখে, তথ্য সংগ্রহ করে এবং সার্চ ইঞ্জিনের যে ডাটাবেজ রয়েছে, সেই ডেটাবেজে তথ্য গুলো সংরক্ষণ করে রাখে।

ওয়েবসাইট তৈরি করে সার্চ ইঞ্জিনে সাবমিট



যদি আপনি একটি ওয়েবসাইট তৈরি করে সার্চ ইঞ্জিনে সাবমিট করেন।
তাহলে আপনার ওয়েবসাইটে যে যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম দেখবে এবং সেই তথ্যগুলো সার্চ ইঞ্জিনের ডেটাবেজে রা সার্ভারে রেখে দিবে।

এরপর যদি কেউ সার্চ ইঞ্জিনে এসে সার্চ করে, তাহলে সেই তথ্যগুলো সার্চ ইঞ্জিনের ডেটাবেজ থেকে সার্চ ফলাফল হিসেবে প্রকাশ করবে।
এবং সেখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে কি তথ্য রয়েছে তা দেখতে পারবে।

Tags: , ,

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar