robot 2.0 ডাউনলোড করবেন ? জেনে নিন রোবট টু এর বিস্তারিত! বাহুবলি vs 2.0

Posted on : November 23, 2018 | post in : BD News,Others,Youtube |Leave a reply |

robot 2.0 মুক্তি পাওয়ার আগেই বাহুবলিকে টপকে ১২০ কোটি রুপি আয়

মুক্তিই পায়নি robot 2.0 move টি । তার আগেই অগ্রিম হলের টিকিট বুকিং থেকে ছবির আয় হয়ে গেছে 120 কোটি রুপি।

robot 2.0

প্রথম দিন থেকেই অর্থাৎ ২৯ নভেম্বর থেকেই ১০ হাজার পর্দায় চলবে শঙ্কর পরিচালিত এ ছবি।

(Not: ছবিটি রিলিজ হলে আমরা ডাউনলোড লিংংক এখানে আপডেট করে দিব আপনারা এখান থেকে 2.0 ডাউনলোড করতে পারবেন )

 

ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসনের মতো জনপ্রিয় সব ভারতীয় তারকারা।

যতটা সম্ভব জানা গিয়েছে রোবট টু বা 2.0 Move টি 29 শে নভেম্বর 2018 ভারতের সিনেমা হল গুলোতে রিলিজ হবে।

২৯ নভেম্বর মুক্তি পাবে রোবট টু বা ২.০ ছবিটি।

চলুন এবার Robot 2.0 ছবিটি করতে কত ব্যায় হয়েছে এবং কত আয় হবে জেনে নেয়

2.0 মুভি টি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬০০ কোটি রুপি। 2.0 মুভিটি মুক্তির আগেই ছবিটি থেকে আয় হয়েছে প্রায় ১২০ কোটি রুপির বেশি।

এর আগে মুক্তির আগেই কোনো তামিল ছবি এত টাকা আয় করেনি।

তাই প্রথম তামিল ছবি হিসেবে গর্বের সঙ্গে ১০০ কোটির সীমা পার করে রেকর্ড করল ‘২.০’ বা robot two move ছবিটি।

করবে না–ই বা কেন ? এ ছবি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।

কারণ এতে অভিনয় করেছেন তামিল ছবির শক্তিশালী অভিনেতা রজনীকান্ত। তাঁর ব্যাপারে আছে নানা মিথালি।

robot 1 ছবিটি কমবেশি সবাই দেখেছে ৷ তার থেকে 2.0 ছবিটি আশা করা যাচছে ভালই হবে ৷ ইতি মধ্যে 2.0 ছবিটি সোশাল মিডিয়াতে ঝড় তুলেছে ৷

youtube এ ২.০ ছবিটির টেইলার প্রচুর তোলপাড় করছে ৷ কবে আসবে 2.0 এই ভেবে অনেকে বারবার খোঝখবর নিচছে অনলাইনে ৷

ভারতের বিভিন্ন সিনেমা হলে গুলোতে ২.০ ছবিটির অগ্রিম টিকিট বুকিং চলছে।

বিশেষ করে ভারতের চেন্নাইতে এ ছবি মুক্তির দিনে সব অচল হয়ে যেতে পারে কারণ ঘরদুয়ার বন্ধ করে সবাই চলে যাবে হলগুলোতে ৷

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি টাকা খরচ করে বানানো ছবি বলে কথা।

একই সঙ্গে এ ছবি মুক্তি পাবে টুডি ও থ্রিডিতে যা ভাববার বিষয় ৷

আমরা জানি যে বাহুবলি 1000 কোটির বেশি আয় করেছিল ৷ ধারণা করা হচছে যে robot 2.0 move টি এই আয়কে টপকে যাবে ৷

Tags:

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar