iPhone 12 vs iPhone 13 কোনটি সেরা? আইফোন 13 কিকি ফিউচার আসছে…
iPhone মানেই চমক আর আইফোন মানেই ভিন্নতা আর আভিজাত্ত ৷
এবারও আইফোন প্রেমিদের প্রযুক্তি নিয়ে আগ্রহ ছিল আকাশ চুম্বি ৷
আইফোন যারা ব্যাবহার করেন তারা সব সময় অপেক্ষা করে নতুন মডেল কখন বের হবে আর ফোনটি পরিবর্তন করবে ৷
তার কারন আইফোন তাদের নতুন মডেলে প্রতিবারই নতুন কিছু চমক নিয়ে আসে ৷ আর এবারও 13 তে নিয়ে এসেছে নতুন কিছু ফিউচার ৷
তো যারা আইফোন 12 থেকে আইফোন 13 তে আপগ্রেড হবেন তারা পুরা কন্টেন টা পড়বেন ৷
তাহলে বুঝতে পারবেন 12 তে থাকবেন না 13 তে যাবেন ৷
iPhone 12 vs iPhone 13 চলুন জানা যাক আইফোন 13 তে নতুন কিকি ফিউচার আসছে…
প্রতিবারের মত এবারও apple তাদের নতুন মডেল আইফোন 13 নিয়ে এসেছে ৷
এতে এড করেচে নতুন সব ফিউচার ৷
IPHONE 13 SERIES US PRICES AND STORAGE
প্রায় প্রতিবারের মত এবারও Apple আইফোন এর 13 এর চারটি মডেল বের করেছে ৷
যথা — iPhone 13 iPhone Mini iPhone13 pro and iPhone 13 pro max .
Model | 128GB of storage | 256GB of storage | 512GB of storage | 1TB of storage |
---|---|---|---|---|
iPhone 13 Mini | $729 | $829 | $1,029 | N/A |
iPhone 13 | $829 | $929 | $1,129 | N/A |
iPhone 13 Pro | $999 | $1,099 | $1,299 | $1,499 |
iPhone 13 Pro Max | $1,099 | $1,199 | $1,399 | $1,599 |
আইফোন 13 প্রায় আইফোন 12 এর মত দেখতে হবে এবং সামান্য কিছু আপডেট আনা হয়েছে আইফোন 13 এর ৷
বাকি সকল কিছুই আগের মডেল 12 এর মত রয়েছে ৷ আজ আমরা এসকল বিষয়ে আলোচনা করব ৷
iPhone 13 Display

আইফোন 13 এর ডিসপ্লে
আইফোন 13 এর ডিসপ্লে আইফোন 12 এর মতই থাকছে ৷
কিন্তু ডিসপ্লের কলিটি চেনজ হচছে ৷ OLED ডিসপ্লে এবং প্রোমশন XDR ৷
120Hz রিফ্রেশ রেট থাকবে iphone 13 এ ৷
ফলে ফোন আর ফাষ্ট এবং স্করলিং করার সময় আর ভাল রিজাল্ট পাওয়া যাবে ৷
এই রিফ্রেশরেট টা এডাপটিব তাই ব্যাটারি ব্যাকআপ আর ভাল পাওয়া যাবে ৷
Screen Size | 6.7 inches (17.01 cm) |
---|---|
Screen Resolution | 2778 x 1284 Pixels |
Aspect Ratio | 19.5:9 |
Bezelless Display | Yes |
Pixel Density | 458 ppi |
Display Type | Super Retina XDR OLED |
Refresh Rate | 120 Hz |
Screen Protection | Yes |
Touch Screen | Yes, Capacitive Touchscreen, Multi-touch |
iPhone13 Camera

আইফোন 13 Camera
গতবছরের মত আইফোন 13 এ তিনটা কেমেরা থাকবে ৷
কেমেরা একটূ রিডিজাইন করা হয়েছে এবং এতে সিনেমা অটোগ্রাফি মুড এড করা হয়েছে ৷
ফলে ভিডিও করার সুমা অটো ফুকাচ করবে সাবজেক্ট অনুয়ায়ি ৷
Camera Setup | Single |
---|---|
Resolution | 12 MP f/1.5, Wide Angle Primary Camera, 12 MP f/1.8, Wide Angle, Ultra-Wide Angle Camera, 12 MP f/2.8 Telephoto (upto 15x Digital Zoom, upto 3x Optical Zoom) Camera |
Auto Focus | Yes, Phase Detection autofocus, Dual Pixel autofocus |
Flash | Yes, LED Flash |
Image Resolution | 4000 x 3000 Pixels |
Sensor | Sensor-shift Image Stabilization |
Settings | Exposure compensation, ISO control |
Shooting Modes | Continuos Shooting, High Dynamic Range mode (HDR), Burst mode |
Camera Features | Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus |
Video Recording | 3840×2160 @ 24 fps, 1920×1080 @ 30 fps, 1280×720 @ 30 fps |
Front Camera Resolution | 12 MP f/2.2, Wide Angle Primary Camera |
আইফোন 13 তে ব্যাবহার করা হয়েছে 15 বাইয়োনিক চিপ যেটা বর্তমান বিশ্বের ফাষ্ট চিপ ৷
এটি 5 ন্যানোমিটার তৈরি এবং এটি সাক্সটিন বিলিয়ন ট্যানজেষ্টর হোল্ড করতে পারে ৷
বুঝতেই পারছেন এটি কত বেটার ইসমুত কাজ করবে ৷
এই চিপ এ তারা নিউরাল ইন্জিন ও আর্ডমিশাল ইনটেলিজেন্সি ব্যাবহার করছে যাতে কেমেরা দিয়ে তুলা ছবিগুলা আর ভাল দেখাই এবং কালার ফুটে উঠে ৷
iPhone 13 এ ও সুপার ফাষ্ট 5G ব্যাবহার করা হয়েছে ৷
আইফোন 13 এর ব্যাটারি তে ও পরিবর্ত আনা হয়েছে ৷
12 এর থেকে 13 এ চার্জ বেশি সময় যাবে ৷
iPhone 13 Battery
Type | Li-ion |
---|---|
Wireless Charging | Yes |
Quick Charging | Yes, Fast, 20W: 50 % in 30 minutes |
আইফোন 13 এর দাম নির্ভর করবে আপনি আইফোন 13 এর চারটি ভেরিয়েন্টের মধ্য কোনটা কিনবেন৷
নিচে iPhone 13 এর দাম দেওয়া হল —
IPHONE 13 SERIES US PRICES AND STORAGE
Model | 128GB of storage | 256GB of storage | 512GB of storage | 1TB of storage |
---|---|---|---|---|
iPhone 13 Mini | $729 | $829 | $1,029 | N/A |
iPhone 13 | $829 | $929 | $1,129 | N/A |
iPhone 13 Pro | $999 | $1,099 | $1,299 | $1,499 |
iPhone 13 Pro Max | $1,099 | $1,199 | $1,399 | $1,599 |
- Note: এখানে সুধু আইফোন 13 তে extra যে বিষয় গুলা এড করেছে apple সে বিষয় নিয়ে আলোচনা করব ৷
উপরক্ত বিষয় ছাড়া নতুন আইফোন 13 এ কোন নতুন কোন কিছু আমার চোখে পড়ে নাই ৷
তাই আমি মনে করি আইফোন 12 যারা ব্যাবহার করছেন তাদের 13 এ যাওয়ার তেমন কোন প্রোয়োজন নাই ৷
Free Fire Diamond top up করুন Bkash Nagat Rocket দিয়ে খুব সহজে….
Nice post