facebook আপনার website link block করেছে? দেখে নিন যেভাবে unblock করবেন

Posted on : October 29, 2018 | post in : Facebook Tips,Web Development |2 Replies |

ফেসবুক আপনার website link block করেছে? দেখে নিন যেভাবে unblock করবেন ..

facebook  website link block হলে যেভাবে আনব্লক করবেন

বর্তমানে যেকোনো ওয়েব সাইটে ভিজিটর আনার সবচেয়ে বড় মাধ্যম হল ফেসবুক। যা এসিও এর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।

কিন্তু সেই facebook যদি আপনার ওয়েব সাইটের লিংক ব্লক করে দেই তাহলে আর দুঃখের শেষ থাকেনা।

আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ফেসবুকে website link block হলে কিভাবে unblock করবেন।

তার আগে জেনে নেই কেন ফেসবুক আমাদের সাইটের লিংক ব্ললক করে ?

Facebook নিরাপদে রাখার জন্য একটি ফিচার যোগ করেছে । একে বলা হয় Block link ।

এর ফলে ইউজার রা কোন site link শেয়ার করতে পারে না যদি তার website link ফেইসবুক ব্লক করে দেয়।

এই ব্লক link আর পোস্ট করা যায় না।
সাধারনত স্প্যাম এর কারনে সাইট লিংক ব্লক করে ৷ এছাড়াও সাইটে 18+ কন্টেন , add , coding etc থাকার কারনে সাইট block করে ৷

ত চলুন দেখে নেই কিভাবে আপনার ওয়েব সাইটের ব্লক লিংক ফেসবুকে থেকে আনব্লক করবেন

তো যাদের সাইট ফেসবুক ব্লক করেছে তাদের সাইট একটি মাত্র পদ্ধতি দিয়ে আনব্লক করবো এবং তা ফেসবুক সাপোর্ট টিম এ রিপোর্ট করার মাধ্যমে।

নিচের স্টেপ গুলো খুব মনযোগ সহকারে ফলো করুন তাহলে আপনার সাইট আনব্লক হতে পারে ৷

1. প্রথমে এখানে যান

    1. ২.এবার নিচে একটি বক্স দেখতে পারবেন।

 

    এখন ফেসবুক কে এমন কিছু লিখতে হবে যাতে তারা বুঝেতে পারে যে , আপনার ওয়েবসাইট লিঙ্ক টি সম্পূর্ণ স্প্যাম বিরোধী।

আমি নিচে একটি ফিডব্যাক লিখে দিচ্ছি। আপনারা যদি না লিখতে পারেন তাহলে আমার লিখাটি কপি করে এডিট করে অইখানে লিখে সাবমিট দিবেন।

    Not: এই রিপোর্ট টি 20-30 টা মোবাইল অথবা কম্পিউটার অবং facebook id দিয়ে করতে হবে। এক্ষেত্রে facebook কে বুঝাতে হবে যে , আপনার সাইট টি পপুলার একটি সাইট এবং স্প্যাম মুক্ত সাইট ৷

facebook link unblock Fedback 2

Hi, Facebook,
My website (https://www.domain.com) is perfectly safe and has been around since 2017. I often write very interesting articles and post my website links on my Facebook page Unfortunately, it seems that the high traffic to my website from Facebook raised a warning flag in your system and labelled my website as UNSAFE It is very irritating to key in the security code, and even when l keep my website article l have to double confirm it (see attached). When my fans click to go to my link, you warn them to only follow links that they trust, as if my website has malicious content l tried to inform you several times on your feedback but to no avail, so l am now writing an email and hope it can be fixed. It is ridiculous how you punish creators like us who had been producing good original contents on FB. You need to learn from Google how they reward content creators instead.
Thanks Regards

facebook link unblock Fedback 2

Hello! Facebook, I am glad to know that your team take action aggaisnt spam, malware. Recently I have seen that my link [ http://এইখানে আপনার ব্লক লিনক দিতে হবে (যেমন: https://tipscountbd.com) ] has blocked but i doesn’t goes aggaisnt your security. Please Unblock my website and obligue thereby. Thank you Facebook Team.

    উপরের যে কোন একটা দিবেন বক্সে
    ব্যাস এই লিখাটি বক্স এ পেস্ট করে সাবমিট দিয়ে অপেক্ষা করেন ।

এবার 2/3 দিন এর মাথায় হয়েও যেতে পারে ।
আবার অনেক সময় অনেক দেরি লাগে। অপেক্ষা করুন ! ইনশাআল্লা হবে ৷ না হলে আবার করুন !

ফেসবুকে 3 অক্ষর এর নান লিখুন এবার

Tags:

2 Comments

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar