dark and deep web বা ইন্টারনেটে অন্ধকার জগৎ সম্পর্কে বিসতারিত জানুন
dark and deep web Introduction
- dark and deep web
ইন্টারনেটে অন্ধকার জগৎ
- hacking মুভি হইত আমাদের সবার দেখা আছে ৷ যেখানে গটফাদার রা তাদের পৌষা গুন্ডা – মাস্তান দের হুকুম দিয়ে যাই গোপন নেটোয়ার্ক এর মাধ্যমে কোন রকম মুখোমুখী না হয়ে ৷
- আর এই নেটোয়ার্ক এর মধ্য অন্য কেও যেমন : পুলিস ও নাক গলাতে পারে না ৷ বর্তমান এসকল hacking মুভি গুলা একেবারে অবাস্তব না ৷
- অনেক টাই এখন বাস্তব হয়েগেছে ?
-
- জেনে অবাক হবেন যে আমরা google এ যখন কোন তথ্য সার্চ দেই তখন ইন্টানেটে থাকা ফলাফলের মধ্য মাত্র 10% তথ্য দেখাই আমাদের google ৷
- আর বাকি 90% তথ্য আমাদের অজানা থেকে যাই ৷ এগুলা থাকে ব্লাক ওয়েবে ৷
-
- ফলে চিরকালই এসব তথ্য আমাদের অজানা থাকে ৷
- এক জরিপে দেখা গেছে যে দৃশ্য মান web এ যে পরিমান ডাটা আছে তার চেয়ে ব্লাক ওয়েবে রয়েছে 500 গুন বেশি ডেটা ৷
- মনে করুণ আমাদের এশিয়া হল ব্লাক ওয়েব এবং বাংলাদেশ হল দৃশ্যমান ওয়েব ৷
- তাহলে আমরা সুধু বাংলাদেশ সম্পর্কে জানছি but এশিয়াই যে আর 46 টি রাষ্ট আছে তার ব্যাপারে আমরা কিছুই জানছি না ৷
- এসবের কারণ হল বেশির ভাগ ওয়েব সাইটের এডমিন তাদের ডাটা সার্চ ইন্জিন কে ক্রোল করতে দেই না ৷
- তারা Robot Exclusion protocol ব্যাবহার করে Robot কে ক্রোল করা থেকে বিরত রাখে ৷
- সার্চ ইন্জিন এর এসব দুর্বলতার কারণ হল সার্চইন্জিন গুলো এখনও তাদের আঁতুর ঘর ছাড়তে পারেনি ৷
- এরা সুধু text format ছাড়া যেমন : ফ্লাশ ফরম্যাট ওয়েব পেজ গুলা খুজে পাই না ৷
- এই ডিপ ওয়েবে থাকা তথ্য গুলা সার্ভ ওয়েবে থাকা তথ্যর চেয়ে হাজার গুন উন্নত ৷
- তাহলে বুঝুন গুগল ও আমরা কি করছি ! আমরা কেমন ভাবে পিছিয়ে পড়ছি ৷
Blck web দুই প্রকার
- dark and deep web
1.deep web
- ডিপ ওয়েব হল ইন্টানেটের সেই তথ্য ভান্ডার যা আমরা গুগলে বা সার্চ ইন্জিনে পাই না কিন্তু তার ঠিকানা জানা থাকলে আমরা তা দেখতে পারি ৷
2.dark web
- অপর দিকে ডার্ক ওয়েব হল ইন্টানেটের ওই অংশ যেখানে কনভেনলনাল উপায়ে আপনি ডুকতে পারবেন না ৷
- এখানে যেতে আপনাকে বিশেষ সপ্টার এর প্রয়োজন হবে ৷
- প্রকৃত পক্ষে ইন্টারনেটে আপনি আমি একা নই ৷ এখানে ইন্টারনেট প্রোভাইডার আপনার আমার সকল তথ্য এর লগ রাখছে ৷
- এবং তা প্রোয়োজন অনুযায়ী আইনের হাতে দিচছে ৷ সো আমাদে কোন স্বাধিনতা নেই ! একারণে ব্লাক ওয়েব এর সৃষ্টি ৷
কী আছে এই ব্লাক ওয়েবে ?
-
- আপনি এসব ব্লাক ওয়েবে সাধারণ কোন ব্রাউজার দিয়ে ডুকতে পারবেন না ৷
-
- কারণ এরা কোন নিয়ম কানুন মানে না ৷এদের এড্রেস ও হই ভিন্ন রকম
-
- ( যেমন : &7uttihhdshjxhiiooxjbbdjppjdxxbhsd.ouin ) যা মনে রাখা খুব কঠিন ৷
- এরা ওয়াল্ড ওয়াইড ওয়েব এর top label ডোমেইন না নিয় অন্য নেটোয়ার্ক থেকে ডোমেইন নেই যা অন্য নেটোয়ার্কে অবস্তান করে ৷
- এই দুনিয়াই আপনি যা কল্পনাই করেননি তাই পাবেন এসব ব্লাক ওয়েবে এখানে এমন বিষয় ও পাবেন দেখবেন আপনার মাথা গুলিয়ে দিচছে ৷
- যেমন পাসওয়াড ছাড়া লগইন অসম্বাব কিন্তু ঐখানে অহরহর হচছে ৷
- শিশু পর্ণ পাবেন , নায়ক নাইকা দের পর্ণ , কিভাবে অস্ত বানাতে হই তার ট্রেনিং,কিভাবে hacking করতে হই
- যেমন facebook hacking,বিকাশ hacking,wifi hacking ,bank hacking etc মোটকথা যা আপনি গুগলে পাবেন না তাই এখানে রয়েছে ৷
- এসব ওয়েবে ডুকার আগে ভেবেচিনতে ডুকবেন কারণ এখানে সব প্রোফেশনাল প্রোগরামার রা থাকে ৷ তিই hacking এর শিকার হতে পারেন ৷
Bluetooth hack করে অন্যের সিমের টাকা নিজের সিমে নিয়ে আসুন র হয়ে যান hacker
অনেক বকবক করলাম আর নই next এ কিভাবে block web এ ডুকবেন সেটা বলব ৷
যারাযারা জানার ইচছা কমেন্ট করবেন আশা করি !
খুদা হাফেজ!!!!
me on facebook