Blogger Sitemap তৈরী এবং Google Search Engine এ সাবমিট করা

Posted on : December 22, 2017 | post in : Blogspot Seo |Leave a reply |

Blogger Sitemap তৈরী এবং Google Search Engine এ সাবমিট করা

বর্তমান সময়ে ইন্টারনেট বিশ্বের সবচেয়ে বেশী ব্যবহৃত সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। ইন্টারনেট হতে প্রায় ৮০% এরও বেশী প্রয়োজন সবাই গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে মিটিয়ে নেয়। এ জন্য যত ধরনের টপ লেভেলের ওয়েব ডেভেলপাররা আছে তারা সবাই গুগল সার্চ ইঞ্জিনকে টার্গেট করে। কারণ গুগল সার্চ ইঞ্জিনকে ভাল ভাবে ধরতে পারলে আপনার ব্লগে ৮০% এরও বেশী ভিজিটর পাওয়ার সম্ভাবনা তৈরী হয়ে যায়। আর বকী ২০% ভিজিটর পাওয়ার জন্য আপনি Bing এবং Yahoo সার্চ ইঞ্জিন-কে টার্গেট করতে পারেন। এই তিনটি সার্চ ইঞ্জিন সঠিকভাবে অপটিমাইজ করতে পারলেই আপনি শতভাগ ভিজিটর পাওয়ার আশা করতে পারবেন। তবে আমি আজকে Bing এবং Yahoo নিয়ে কোন আলোচনা করবো না। আমি আজকে দেখাবো কিভাবে Google Webmaster Tools এ সাইটম্যাপ সাবমিট করবেন।
Submit-Blogger-Sitemap-to-Google
Blogger Sitemap কিঃ সাইটম্যাপ হচ্ছে আপনার ব্লগের সার সংক্ষেপ। কোন একটি দেশের কিংবা স্থানের Map যদি আপনার হাতে থাকে তাহলে সহজে আপনি যে কোন জায়গা নির্ধারন করতে পারবেন। যেমন-সিলেট শহরের ম্যাপটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সম্পূর্ণ সিলেট শহর সম্পর্কে সু-স্পষ্ট ধারনা নেওয়ার পাশাপাশি সিলেট শহরের কোথায় কি আছে তাও জানতে পারবেন। তেমনি আপনি যদি আপনার ব্লগটি Google Webmaster Tools এ সাবমিট করে রাখেন তাহলে গুগল আপনার ব্লগ এর কোথায় কি আছে তা জেনে নিতে পারবে। এতেকরে গুগল রোবট আপনার পোষ্টগুলি Crawl এবং Index করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে সাবার সামনে নিয়ে যাবে। আর সার্চ ইঞ্জিনে নিয়ে যাওয়া মানেই হচ্ছে আপনার ব্লগের ভিজিটর বেড়ে যাওয়া। মূলত Blogger Sitemap সাবমিট করার উদ্দেশ্য হচ্ছে সার্চ ইঞ্জিন হতে আপনার ব্লগে ভিজিটর নিয়ে আসা।

 কিভাবে সাইটম্যাপ সবমিট করবেনঃ

  • প্রথমে আপনার Gmail ID দিয়ে Google Webmaster Tools এ লগইন করুন।
  • লগইন করার সাথে সাথে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
Submit Blogger Sitemap to Google
  • তির চিহ্ন দিয়ে মার্ক করা বক্সে আপনার ব্লগের এড্রেস দিয়ে ডান পাশের Add Property বাটনে ক্লিক করুন। Add Property বাটনে ক্লিক করার সাথে সাথে নিচের চিত্রটি শো করবে।
Submit Blogger Sitemap to Google
  • এখানে দুটি ট্যাব দেখতে পাবেন। চিত্রে ১ দিয়ে ইন্ডিকেট Alternate Methods ট্যবে ক্লিক করলে বাকী অপশনগুলি দেখতে পাবেন।
  • এরপর ২ সংখ্যা দিয়ে মার্ক করা HTML tag এ ক্লিক করলে একটি Html ম্যাটা ট্যাগ দেখতে পাবেন। এই ম্যাটা ট্যাগটি আপনার ব্লগের Template এর <head> ট্যাগের ঠিক নিচে পেষ্ট করে Template Save করুন। এটি আপনার ব্লগের Template এ যুক্ত না করলে সাইটম্যাপটি Verify করতে পারবেন না।
  • এখন ৩ সংখ্যা দিয়ে মার্ক করা Verify বাটনে ক্লিক করলেই আপনার ব্লগটি ভেরিফাই হয়ে যাবে।
  • এবার Google Webmaster Tools এর Dashboard এ ক্লিক করলে ডান দিকে নিচের চিত্রের মত একটি অপশন দেখতে পাবেন।
Submit Blogger Sitemap to Google
  • লাল চিহ্ন দিয়ে মার্ক করা অংশে ক্লিক করলে নিচের চিত্রের মত একটি বাটন দেখতে পাবেন।
Submit Blogger Sitemap to Google
  • এখানে লাল Add/Test Sitemap বাটনটিতে ক্লিক করলে নিচের চিত্রের মত একটি বক্স দেখতে পাবেন।
Submit Blogger Sitemap to Google
  • এ বক্সটিতে নিচের লাইনটি কপি করে পেষ্ট করুন এবং নীল কালারের Submit Sitemap বাটনে ক্লিক করুন। That’s All.

atom.xml?redirect=false&start-index=1&max-results=150

নোটঃ উপরের এই লাইনটি মাধ্যমে আপনি ১৫০ টি পোষ্ট সাবমিট করতে পারবেন। আপনার ব্লগে ১৫০ পোষ্টের বেশী থাকলে নিচের কোডটি ব্যবহার করতে পারেন। নিচের এই লাইনটি দিয়ে ৩০০ টি পোষ্ট সাবমিট করতে পারবেন।

atom.xml?redirect=false&start-index=151&max-results=150

উপসংহারঃ আপনি হয়তো ভাবছেন সাইটম্যাপটি সাবমিট করার সাথে আপনার ব্লগটি সার্চ ইঞ্জিনে চলে আসবে। আসলে তা নয়। আপনার সাইটটি সার্চ ইঞ্জিনে আসার জন্য ২-৪ দিন সময় নেবে। এই সময়ের ভীতরে গুগল রোবট আপনার ব্লগটি Crawl করে নেবে। তবে আপনার ব্লগে যদি ভালমানের পর্যাপ্ত পরিমানে পোষ্ট এবং কনটেন্ট থাকে তাহল ২৪ ঘন্টার ভীতরে সার্চ ইঞ্জিনে চলে আসতে পারে।

 আপডেটঃ

ব্লগের Atom Feed এর এক পৃষ্ঠায় পূর্বে 500 টি পোষ্ট শো করত কিন্তু সম্প্রতি ব্লগার ডেভেলপার টিম এটিকে 500 পোষ্ট এর পরিবর্তে ১৫০ টি পোষ্ট করে। সেই জন্য এখন XML এ 500 এর পরিবর্তে 150 ব্যবহার করতে হবে। যারা এখনো পূর্বের নিয়মানুসারে 500 টি ব্যবহার করছেন তাদের ব্লগের 150 টি পোষ্টের বেশী সার্চ ইঞ্জিনে Index হবে না। সেই জন্য পূর্বের XML Sitemap টি ডিলিট করে নতুন সাইটম্যাপ ওয়েবমাষ্টার টুলসে সাবমিট করতে হবে। আপনার ব্লগে যদি 150 টির বেশী পোষ্ট থাকে তাহলে বিষয়টির সত্যতা ওয়েবমাষ্টার টুলস হতে যাচাই করতে পারবেন। নিচে দেখুন কিভাবে পুরাতন XML Sitemap এর পরিবর্তে নতুন XML Sitemap ব্যবহার করতে হবে। (নোটঃ আপনার যদি পূর্বে কোন Sitemap সাবমিট করা না থাকে তাহলে আপডেট অংশটি অনুসরণ করার প্রয়োজন নেই। শুধুমাত্র উপরের অংশটি অনুসরণ করলেই হবে)।

  • প্রথমে Google Webmaster Tools এ লগইন করুন।
  • তারপর ওয়েবমাষ্টার টুলসের ড্যাশবোর্ড হতে আপনার সাইটে ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
Blogger Sitemap তৈরী এবং Google Search Engine এ সাবমিট করা
  • এখন উপরের চিত্রের Crawl হতে Sitemaps এ ক্লিক করলে নিচের চিত্রেরমত আপনার পুরনো সাইটম্যাপ দেখতে পাবেন।
Blogger Sitemap তৈরী এবং Google Search Engine এ সাবমিট করা
  • উপরের চিত্র হতে আপনার ব্লগের পূরনো সাইটম্যাপগুলি ডিলিট করুন।
  • এখন আগের নিয়মে নিচের XML সাইটম্যাপটি সাবমিট করুন।

http://www.prozokti.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=150

  • আপনার ব্লগে যদি 150 টির বেশী পোষ্ট থাকে তাহলে নিচের লাইন দুটি আলাদাভাবে দুই বারে সাবমিট করুন।

http://www.prozokti.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=150
http://www.prozokti.com/atom.xml?redirect=false&start-index=151&max-results=150

  • উপরের Feed দুটি মোট 300 টি পোষ্ট Index হবে। আপনার ব্লগে যদি তার চাইতেও বেশী পোষ্ট থাকে, তাহলে 151 এর পরিবর্তে 301 দিয়ে পুনরায় আরেকটি Feed সাবমিট করবেন। এভাবে আপনার ব্লগে যত পোষ্ট থাকবে সংখ্যাটি পরিবর্তন করে নতুন ফীড সাবমিট করতে হবে।

 ভিডিও টিউটরিয়াল দেখুন

 

bkash app এর মাধ্যমে এবার টাকা লেনদেন করুন সিম ছাড়া hack account

 

 

Tags:

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar