blogger এ যে ভাবে একটি কাষ্টম থিম বা টেম্পেলেট আপলোড দিবেন ভিডিও দেখেন
Posted on : November 23, 2017 | post in : Blogger |Leave a reply |
blogger এ যে ভাবে একটি কাষ্টম থিম বা টেম্পেলেট আপলোড দিবেন ভিডিও দেখেন
গুগলের বুলগারে যেভাবে একটি নতুন থিম বা টেম্পেলেট যোগ করবেন এবংং এডিট করবেন দেখে নিন
নানা কারনে আমরা ব্লগে প্রায়ই নতুন থিম ইন্সটল করি বা করতে হয়।যারা নতুন তারা অনেকেই জানে না কিভাবে থিম ইন্সটল করবেন।আর তাই তাদের জন্য এই লেখাটি।
ব্লগের যে সকল ডিফল্ট থিম থাকে সেখানে অল্প কিছু বৈশিষ্ট্য থাকে তাছাড়া অনেকের এই ডিজাইন ভালো লাগে না তখন তারা নতুন কোন থিম ইন্সটল করে।অনেক সাইট আছে যারা ফ্রী থিম দেয় আবার প্রিমিয়াম থিম ও আছে,আপনার পছন্দ মত কোন এক জায়গা থেকে একটি থিম ডাউনলোড করে নিন।থিম ইন্সটল করার আগে আপনার পছন্দ মত থিম সিলেক্ট করবেন।
ব্লগের যে সকল ডিফল্ট থিম থাকে সেখানে অল্প কিছু বৈশিষ্ট্য থাকে তাছাড়া অনেকের এই ডিজাইন ভালো লাগে না তখন তারা নতুন কোন থিম ইন্সটল করে।অনেক সাইট আছে যারা ফ্রী থিম দেয় আবার প্রিমিয়াম থিম ও আছে,আপনার পছন্দ মত কোন এক জায়গা থেকে একটি থিম ডাউনলোড করে নিন।থিম ইন্সটল করার আগে আপনার পছন্দ মত থিম সিলেক্ট করবেন।
কিভাবে থিম ইন্সটল করবেনঃ
থিম ইন্সটল করার জন্য প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।
এবার Template এ যান,ডান পাশে দেখুন Backup/Restore লেখা আছে।এখানে ক্লিক করুন।
এবার নিচের মত একটি পপআপ পেজ আসবে।
এবার আগে টেমপ্লেটটি ব্যাকআপ করে রাখুন।
এখানে Browse এ ক্লিক করে আপনি আগে থেকে যে থিমটি ডাউনলোড করেছেন সেইটার ভিতরে দেখুন .XML এক্সটেনশন এ একটা ফাইল আছে সেটা সিলেক্ট করুন তারপর আপলোড করুন।
একটু খানি সময় আপেক্ষা করুন দেখুন হয়ে যাবে।তারপর আপনার ইচ্ছামত এডিট করে নিবেন।
থিম আপলোড করার আগে যে থিমটা ডাউনলোড করবেন সেটা আনজিপ করে নিবেন।তা নাহলে আপনি ।এক্সএমএল এর ফাইলটি খুজে পাবেন না।
আশা করি পেরেছেন ভালো থাকবেন।