আপনার ব্লগ সাইটে ইউটিউব ভিডিও সাপোর্ট করান !!
blog site বন্ধুরা ।
আসা করি সবাই ভালো আছেন ।
আজ দেখি নিন ব্লগ সাইটে ইউটুব এর ভিডিও শেয়ার করার টিপস টা
আপনার blog site এ ঢুকুন ।
এখানে ক্লিক করুন
.
কিভাবে WordPress blog site ভিডিও এম্বেড করবেন
WordPress এ অটো এম্বেড নামক একটি ফিচার রয়েছে। এই ফিচারের কারনে WordPress নিজেই যেকোন সোর্সের ভিডিও অটোমেটিক এম্বেড করে। যেমনঃ ইউটিউব, ভিমিও ইত্যাদি।
আপনাকে শুধুমাত্র সেই ভিডিওর লিংকটি আপনার পোষ্টে দিয়ে দিতে হবে। লিংকটিতে যেন ক্লিক করা না যায়।
আপনি যদি ভিজিয়্যুয়াল এডিটর ব্যবহার করেন তাহলে লিংকটি পেষ্ট করার সাথে সাথেই তা এম্বেড হয়ে যাবে।
পোষ্ট টি সেইভ করে পাবলিশ করলে দেখতে পাবেন পোষ্টে এম্বেড করা ভিডিও এসে গেছে।
WordPress শুধুমাত্র কিছু ওয়েবসাইটে আপলোডকৃত ভিডিওগুলো এম্বেড করে। অন্যান্য ওয়েবসাইটের ভিডিও ব্যবহার করলে অবশ্যই এম্বেড কোড ব্যবহার করতে হবে।
WordPress যেসব সাইট সাপোর্ট করে
- Animoto
- Blip
- Cloudup
- CollegeHumor
- DailyMotion
- Flickr
- FunnyOrDie.com
- Hulu
- Imgur
- Issuu
- Kickstarter
- Meetup.com
- Mixcloud
- Photobucket
- PollDaddy
- ReverbNation
- Scribd
- SlideShare
- SmugMug
- SoundCloud
- Speaker Deck
- Spotify
- TED
- Tumblr
- VideoPress
- Vimeo
- Vine
- WordPress plugin directory
- WordPress.tv
- YouTube
WordPress এ কেন ভিডিও আপলোড করবেন না
হ্যাঁ, আপনি চাইলে WordPress এ ভিডিও আপলোড করতে পারেন । কিন্তু আমরা আপনাকে সাজেস্ট করবো তা না করতে । বেশিরভাগ ছোটখাট ব্লগগুলো Shared-Hosting এ হোস্ট করা, ভিডিও আপলোড করলে তা সার্ভারে বিরূপ প্রভাব ফেলবে।