android ফোন কন্টল করবে এবার app এ অটো সিষ্টেম

Posted on : December 4, 2017 | post in : Android Tips |Leave a reply |

 android ফোন কন্টল করবে এবার app এ অটো সিষ্টেম

আপনার অ্যান্ড্রয়েড সামলাবে ‘অ্যান্ড্রয়েড               অ্যাসিস্ট্যান্ট’
আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে আরো স্মার্ট করতে এবং আপনার সুবিধা অনুযায়ী কাস্টোমাইজ করতে ইনস্টল করতে পারেন মাত্র এক মেগাবাইটের অ্যাপ ‘অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট’। চলুন, এক নজরে দেখে নেয়া যাক অ্যাপটির ফিচারগুলিঃ
android

১। এই android অ্যাপটিতে আপনি দেখতে পাবেন আপনার ফোনের র‍্যাম, রম, সিপিইউ ও ব্যাটারির স্ট্যাটাস।

২। আপনার ফোনের গতি বাড়ানোর জন্য এই অ্যাপটিতে রয়েছে অটো বুস্ট ও কুইক বুস্ট নামে দু’টি অপশন।
৩। এই android  অ্যাপটির মাধ্যমে মাত্র একটি ক্লিকেই ক্লিন করতে পারবেন আপনার ফোনের সিস্টেম, থাম্বনেইল ক্যাচড ফাইল্‌স, টেম্পোরারি ফাইল্‌স, লগ ফাইল্‌স, ব্রাউজার হিস্টোরি, এম্পটি ফোল্ডার, এম্পটি ফাইল্‌স, গুগল আর্থ হিস্টোরি, গুগল ম্যাপ হিস্টোরি, জিমেইল হিস্টোরি এবং ক্লিপবোর্ড।
৪। অ্যাপটির ‘পাওয়ার সেভিং সিস্টেম’ আপনার ফোনের চার্জ বাঁচাবে। তাছাড়া, এই অপশন থেকে আপনি আপনার ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, অটো সিঙ্ক, স্ক্রিন ব্রাইটনেস, হ্যাপটিক ফিডব্যাক, টাইম আউট, অটো রোটেশন- ইত্যাদি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
৫। অ্যাপটিতে থাকা ‘ফাইল ম্যানেজার’ থেকে খুব সহজেই খুঁজে নিতে পারবেন আপনার দরকারি ফাইলটি।
৬। এতে রয়েছে ‘ব্যাচ ইনস্টল’ ও ‘ব্যাচ আন-ইনস্টল’ সুবিধা। আপনার ডাউনলোড করা অ্যাপগুলি এখান থেকেই একসাথে ইনস্টল ও আন-ইনস্টল করতে পারবেন। ‘অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট’ আপনাকে দিচ্ছে বারবার ইনস্টল ও আন-ইনস্টল বাটন চাপবার থেকে মুক্তি।
৭। আপনার ইনস্টলড android অ্যাপগুলো ‘ফোন মেমোরি’ কি পুরোটাই দখল করে ফেলেছে? ‘অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট’ আপনাকে দিচ্ছে ‘অ্যাপ টু এসডি কার্ড’ সুবিধা। এতে করে আপনি আপনার ফোনের অন্য অ্যাপগুলোকে মেমোরি কার্ডে নিয়ে আসতে পারবেন।
৮। আপনার ফোনের ভলিউম কন্ট্রোল, স্টার্ট-আপ ম্যানেজমেন্ট, রিংটোন সেটিং, উইজেট সেটিং, সিস্টেম ইনফরমেশন অ্যাপ ব্যাক-আপ ও রি-স্টোর সুবিধাগুলিও থাকছে এই অ্যাপ্লিকেশনটিতে।
আসলে apps টা ইউস করেই দেখ র অনেক সুভিধা আছে!!!
Tags:

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar