affiliate marketing ফুল কোর্স পর্ব 3 , এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন

Posted on : January 23, 2019 | post in : Affiliate Marketing |Leave a reply |

কিভাবে নিজের পছন্দ মত নিশ সিলেকশন করবেন ?




সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিশ সিলেকশন। আপনি যদি আপনার জন্য পারফেক্ট নিশ সিলেক্ট না করতে পারেন, তাহলে সফলতার হার কাজ শুরু করার আগেই কমে যাবে!

আমরা অনেকেই নিশ সিলেকশন এর জন্য সবচাইতে বেশি গুরুত্ব দেই Keyword Research,

Market Analysis ইত্যাদি জটিল সব বিষয় কে আর সহজ একটি জিনিশ ভুলে যাই “আমার কি ভাল লাগে”।

যে কোন কাজ এ সফল হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, আর যদি আপনার টপিক টি আপনার পছন্দের না হয় তাহলে এর উপর প্রচুর পড়াশোনা করা প্রায় অসম্ভব।

নিশ সিলেকশন এর জন্য আমার বেক্তিগত মতামত হচ্ছে –

মার্কেট রিসার্চ, কম্পিটিশন, কীওয়ার্ড ইত্যাদি বিষয় এর চাইতে বেশি গুরুত্ব দেয়া লাগবে –

আপনার কি ভাল লাগে, আপনি কি পারেন, আপনার দক্ষতা কোথায় তার উপর।

উদাহারন – আপনি হয়ত একজন ওয়েব ডিজাইনার, আপনার নেশা, পেষা, ভালবাসা সব কোডিং আর ডিজাইনিং ঘিরে –

কিন্তু সাইড ইনকাম এর আসায় অ্যাফিলিয়েট এ কাজ করার চেষ্টা করছেন “Make Money” তে !

আপনার উচিত আপনার কাজের সাথে সামঞ্জস্য রেখে আপনার ভাল লাগে এমন নিশ সিলেক্ট করতে –

উদাহারন – আপনার ওয়েব ডিজাইনার হলে আপনার জন্য ভাল হবে – থিম / প্লাগিন এর অ্যাফিলিয়েট করলে।

সুতরাং আপনার পছন্দ মত একটি নিশ সিলেক্ট করে ফেলেন, যদি হেল্প লাগে এ বেপারে কমেন্ট এ জানাতে পারেন আপনার কি ভাল লাগে, কি কাজ করেন আপনি – আমি সাজেশন দিয়ে দিবো।


Tags:

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar