ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে হলে কি কি জানতে হবে?

Posted on : October 13, 2018 | post in : Online Earning |Leave a reply |
      1. গ্রাফিক্স ডিজাইন
      1. বন্ধুরা অামি মোঃ আঃ রাজ্জাক

আজকে অাপনাদের সাথে গ্রাফিক্স ডিজাইন নিয়ে অালোচনা করবো

    টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন আমাদের আজকের অালোচনার বিষয় ।
    আমি যদিও বড় কোনো গ্রাফিক্স ডিজাইনার না, তা পরেও যে স্বাভাবিক ধারনাটা আমার মাঝে আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম।
    গ্রাফিক ডিজাইন করা খুবই সহজ, প্রায় সবাই এটা করতে পারেন। এমন ভাবনা রয়েছে অনেকেরই, কিন্তু কথাটা ভুল।
    বেশ কিছু কঠিন বিষয় আগে মাথায় এবং হাতে আনতে হবে তারপর কাজটি হয়তো সহজ হবে।
    তাই শুরু থেকে সবগুলো অংশকে মনোযোগ দিয়ে বুঝতে হবে।

তো চলুন শুরু করা যাক

    ১. Adobe Photoshop সমন্ধে জানতে হবে:
    Photoshop এর নতুন ভার্সন Adobe Photoshop CC দিয়ে আপনি প্রায় সব ধরনের ডিজাইন করতে পারবেন। সেজন্য আপনার থাকতে হবে ঐকটু সৃজনশীল ধারনা।

২. Adobe Illustrator সমন্ধে জানতে হবে:

    ভেক্টর গ্রাফিক্সের কাজ করতে হলে আপনাকে অবশ্যই Illustrator জানতে হবে। তবে আপনি শুধু Adobe photoshop cc জেনেও এখানে কাজ করতে পারবেন।

৩. Adobe Indisign সমন্ধে জানতে হবে:

    Adobe Indisign cc হচ্ছে ইনডিজাইনের সর্বশেষ ভার্সন। বড় ম্যাগাজিনের টাইপোগ্রাফি, লেঅাউট, ব্রুশিয়ার, বাউচার, ক্যালেন্ডার, ইবুক Indisign এর সাহায্যে খুব সহজে করা যায়।
    যা photoshop বা Illustrator দিয়ে করা অনেক সময় সাধ্য এবং কঠিন ব্যপার।
    ৪. ডিজাইন সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে:

[More Articles]

    একটি সৃজনশীল ডিজাইন দিয়েই অাপনি অাপনার রয়েলিটি অায় করতে পারবেন। সেজন্য অাপনার থাকতে হবে সৃজনশীল ও রুচিশীল ডিজাইনের ধারণা।
    সেক্ষেত্রে অনেক অনলাইন কমিউনিটি রয়েছে যারা গ্রাফিক্স নবীন গ্রাফিক্স ডিজাইনারদের সাহায্যে করতে পারে।
    তবে কোনো এক্সপার্ট ডিজাইনার অাপনাকে সবচেয়ে ভালো সাহায্য করতে পারে।
    • আপনার অাশে পাশের এক্সপার্ট থেকে শিখতে পারেন যে কিনা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করে।

তো বন্ধুরা অাজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন,

এবং ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Tags:
Comments are closed.
 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar