গ্রাফিক্স কার্ড কি?বা কিনার যে বিষয় গুলো দেখে নিবেন!

Posted on : November 19, 2017 | post in : Window PC |Leave a reply |

গ্রাফিক্স কার্ড কিনতে হলে আপনাকে যা করতে হবে

গ্রাফিক্স কার্ড হচ্ছে একধরণের প্রসেসর যা ভিডিও প্রসেস করে এবং আপনার কম্পিউটার প্রসেসর এর দায়িত্ব অনেকটা কমিয়ে নেয়। কম্পিউটার দ্রুত সকল কাজ সম্পন্ন করতে পারে। দুই ধরনের গ্রাফিক্স কার্ড রয়েছে, Radeon এবং nVidia

আপনার প্রয়োজন অনুযায়ী একটি গ্রাফিক্স কার্ড কিনতে হলে কিছু বিষয় মনে রাখতে হবে।

প্রথমত আপনি কি কাজ করার জন্য গ্রাফিক্স কার্ড কিনছেন? আপনার বাজেট কেমন ? আপনি কি একজন হার্ডকোর গেমার হতে চান?

যদি সাধারন কাজ করার জন্য কম্পিউটার কিনে থাকেন যেমন, ওয়েব ব্রাউজিং, মুভি দেখা, মাইক্রোসফট অফিস, ছোট খাটো গেম খেলা। তাহলে আপনার গ্রাফিক্স কার্ড লাগবে না। কারণ, এখন প্রায় সব কম্পিউটারেই বিল্ট ইন গ্রাফিক্স দেয়া থাকে যা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন।

যদি ভিডিও এডিটিং, হাই কোয়ালিটি ইমেজ এডিটিং, কিংবা লেটেস্ট হাই ডেফিনেশন গেমস এর স্বাদ নিতে চান তাহলে আপনাকে একটি গ্রাফিক্স কার্ড কিনতে হবে। কিন্তু অভিজ্ঞতা না থাকায় কেনার সময় অনেকেই ভুল করে বসেন।

কেনার সময় লক্ষ্য যা করবেনঃ

১।  মডেল গুলো সম্পর্কে জানুন।

২। দেখে নিন কার্ডটি আপনার মাদারবোর্ডকে এবং প্রসেসর কে সাপোর্ট করে কি না।

৩। আপনার প্রয়োজন অনুসারে যেই কার্ড টি পছন্দ করবেন তা লিখে ইউটিউবে সার্চ দিন, দেখুন পারফরমেন্স কেমন।

৪। সিরিজ গুলোর কথা মাথায় রাখুন। যেমনঃ Radeon 5xxx সিরিজের থেকে 6xxx সিরিজের কার্ড গুলো লেটেস্ট।  লেটেস্ট কার্ড গুলো ভাল হয় এবং নতুন ফিচার যুক্ত থাকে।

৫। একই মডেলের ২জিবি DDR3 এবং ১জিবি DDR5 কার্ড এর স্পিড একই হবে।

৬। বিভিন্ন মডেলের দাম এবং বিস্তারিত জানতে এই ওয়েব সাইট টি ভিজিট করুন http://www.ryanscomputers.com/Graphics-Card/All-Brands

৭। একটি মোটামুটি মানের কার্ড কিনতে হলে আপনাকে ৬৫০০ থেকে ১০০০০ টাকা খরচ করতে হবে।

৮। একাধিক মনিটরে কাজ করতে চাইলে বেশি মেমরী দেখে কার্ড কিনতে হবে। যেমনঃ দুইটি মনিটরে গেম খেলতে হলে, ২ বা ৩ জিবি কার্ড লাগবে।

বাজেটের মধ্যে আমার পছন্দের দুইটি কার্ড- Radeon 6670  BDT.6500

Radeon 7770 BDT.9900

এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী একটি গ্রাফিক্স কার্ডঃ

GeForce GTX Titan Z

GTX TITAN Z MEMORY SPECS:Memory Speed7.0 GbpsStandard Memory Config12288 MBMemory InterfaceGDDR5Memory Interface Width768-bit (384-bit per GPU)Memory Bandwidth (GB/sec)672

price: $3000

Tags: ,

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar