কিভাবে Blogger ব্লগে Google Analytics যুক্ত করতে হয়?

Posted on : December 22, 2017 | post in : Blogspot Seo |Leave a reply |
যে কোন ব্লগেকিভাবে Blogger ব্লগে Google Analytics যুক্ত করতে হয়?র ভিজিটরদের Activities সঠিকভাবে দেখার জন্য Google Analytics এর অবস্থান হচ্ছে সবার শীর্ষে। গুগল এ সুযোগটি সবাইকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে যাচ্ছে। আপনার ব্লগে Google Analytics যুক্ত করে রাখলে প্রতিদিন কত লোক, কিভাবে, কোথা হতে, কোন ব্রাউজার ব্যবহার করে ব্লগটি ভিজিট করছে তার বিস্তারিত জানতে পারবেন। আমরা আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবচেয়ে সহজ উপায়ে ব্লগে Google Analytics যুক্ত করবেন।
কিভাবে Blogger ব্লগে Google Analytics যুক্ত করতে হয়?

যেহেতু ব্লগার ব্লগ এবং Google Analytics দুটিই গুগল কোম্পনীর পরিসেবা, সেহেতু এটি ব্লগে যুক্ত করার জন্য তেমন কোন ঝামেলা পোহাতে হবে না। মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই খুব সহজে ব্লগার ব্লগে Google Analytics যুক্ত করা যায়। তবে তার আগে একটু ভালভাবে জেনে নেই Google Analytics কি এবং কেন ব্লগে যু্ক্ত করা প্রয়োজন?

Google Analytics কি এবং কেনঃ গুগল কোম্পানি ২০১১ সালের এপ্রিল মাসে সম্পূর্ণ বিনা মূল্যে এ সেবাটি চালু করে। মূলত ব্লগের ভিজিটরদের Activities সম্পর্কে বিস্তারিত জানার জন্য এটি ব্লগে যুক্ত করা হয়ে থাকে। Google Analytics ব্যবহার করলে আপনার ব্লগে প্রতিদিন কতজন লোক ভিজিট করছে তা জানতে পারবেন। তাছাড়াও কোন দেশ হতে কিভাবে আপনার ব্লগে ভিজিটররা প্রবেশ করল তার বিস্তারিত জানতে পারবেন। এমনকি ভিজিটররা কোন ধরনের ব্রাউজারের মাধ্যমে কি কি Keyword ব্যবহার করে আপনার ব্লগ ভিজিটর করছে তাও জানতে পারবেন। যার ফলে আপনার ব্লগের বিষয়বস্তু অনুসারে গুরুত্বপূর্ণ Keyword সম্পর্কে ধারনা নিয়ে ঐ বিষয়ে বেশী আর্টিকেল শেয়ার করে ব্লগে ভিজিটর বাড়ীয়ে নিতে পারবেন। এটি ব্লগে যুক্ত করার জন্য দুটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে Google Analytics Account তৈরি করা এবং পরে ব্লগে যুক্ত করতে হবে।

 কিভাবে Google Analytics Account তৈরি করবেন?

  • প্রথমে এই লিংকে ক্লিক করে Google Analytics এর হোম পেজে যান।
  • তারপর আপনার Gmail আইডি ব্যবহার করে Google Analytics এ লগইন করুন।
  • ডান দিকের Singhup বাটনে ক্লিক করলে নিচের ফরমটি দেখতে পাবেন।
কিভাবে Blogger ব্লগে Google Analytics যুক্ত করতে হয়?
  • উপরের ফরমটিতে আপনার ব্লগের সকল তথ্য দিয়ে লাল চিহ্ন দ্বারা মার্ক করা Get Tracking ID বাটনে ক্লিক করুন। নীল রংয়ের Get Tracking ID বাটনে ক্লিক করার পর License Agreement এর পাতা আসবে। সেখানে Accept এ ক্লিক করলে নিচের টিত্রটি শো করবে।
কিভাবে Blogger ব্লগে Google Analytics যুক্ত করতে হয়?
  • উপরর চিত্রের 4 (চার) নম্বর দিয়ে মার্ক করা অংশের Tracking ID টি কপি করুন।

 কিভাবে ব্লগার ব্লগে যুক্ত করবেন?

  • প্রথমে ব্লগে লগইন করুন।
  • তারপর ব্লগার ড্যাশবোর্ড হতে Settings > Other > Google Analytics অপশনে যান। দেখুন-
কিভাবে Blogger ব্লগে Google Analytics যুক্ত করতে হয়?
  • এখন Google Analytics হতে কপি করা Tracking ID টি চিত্রের মার্ক করা Add Tracking Code এর জায়গায় পেষ্ট করে Save Settings এ ক্লিক করুন।
  • এরপর ব্লগার ড্যাশবোর্ড হতে Template > Edit Html এ ক্লিক করুন।
  • কিবোর্ড হতে Ctrl+F চেপে </body> অংশটি সার্চ করুন।
  • এখন নিচের কোডটি কপি করে </body> ট্যাগের ঠিক উপরে পেষ্ট করুন।

<b:include data=’blog’ name=’google-analytics’/>

  • সবশেষে Save Template এ ক্লিক করে Template Save করুন। That’s all.
নোটঃ সর্বশেষ অংশটি আপনার মনে খটকা তৈরি করতে পারে যে, কেন আমি এখানে Tracking Code ব্যবহার না করে <b:include data=’blog’ name=’google-analytics’/> ট্যাগটি ব্যবহার করলাম। তার কারণ হচ্ছে শুধুমাত্র ব্লগার ব্লগে Google Analytics সবসময় Hidden অবস্থায় ‍যুক্ত করা থাকে। কাজেই উপরের লাইনটি ঐ Tracking Code টিকে সঠিকভাবে কাজ করার জন্য নির্দেশ দেবে। তবে ব্লগার ব্যতীত অন্য কোথাও ব্যবহার করতে হলে অবশ্যই Tracking Code ব্যবহার করতে হবে।

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar