স্ত্রীকে বিবাহবার্ষিকীতে উপহার‘ চাঁদের জমি’ উপহার
Posted on : September 24, 2021 | post in : admin,Affiliate Marketing,Airtel offer,Android Tips,Banglalink offer |Leave a reply |
ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রী ইসরাত টুম্পার হাতে চাঁদের জমির সনদ তুলে দিচ্ছেন স্বামী এমডি অসীম
ষষ্ঠ বিবাহবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্ত্রীকে চাঁদের জমি উপহার দিয়েছে স্বামী। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্ত্রী ইসরাত টুম্পার হাতে চাঁদের জমির সনদ তুলে দেন স্বামী
অসীম। খুলনার “অসীম-টুম্পা” দম্পতির ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে হয়। তাদের ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
অসীম একটি বেসরকারী টেলিভিশনের প্রতিনিধি। অন্যদিকে, স্ত্রী টুম্পা একজন চিকিৎসক।
অসীম বলেন, ‘‘স্বপ্ন ছিল বিবাহবার্ষিকীতে স্ত্রীকে স্পেশাল কিছু উপহার দেয়ার। গত বছর ভারতের এক ব্যক্তি বিবাহবার্ষিকীতে তার স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছিলেন। এ ঘটনার পরই আমাদের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিই।’’
তিনি আরও বলেন, ‘‘২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘‘লুনার অ্যাম্বাসি’’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে এ জমি ক্রয় করি। জমি কেনার পর একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠিয়েছে সংস্থাটি৷’’
স্ত্রী ইসরাত টুম্পা বলেন, ‘‘চাঁদের দেশে এক টুকরো জমি উপহার পেয়ে আমি দারুণ খুশি। বিবাহবার্ষিকীতে সত্যিই সে সারপ্রাইজ গিফট দিয়েছে।’’
প্রসঙ্গত, এর আগে একই প্রতিষ্ঠান থেকে চাঁদে এক একর জমি কেনার কথা জানিয়েছিলেন সাতক্ষীরার দুই তরুণ এস এম শাহিন আলম ও শেখ শাকিল হোসেন।
১৯৬৭ সালে হওয়া “আউটার স্পেস ট্রিটি”র শর্তানুযায়ী চাঁদ কিংবা মহাবিশ্বের অন্য কোথাও নিউক্লিয়ার অস্ত্র স্থাপন কিংবা এসব জায়গার বিপরীতে অর্থ লেনদেন (বেচা-কেনা) করা যাবে না। বিশ্বের ১১১টি দেশ এখন পর্যন্ত এই চুক্তিতে সই করেছে। এ চুক্তি অনুযায়ী পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও কোনো দেশ সার্বভৌমত্বও দাবি করতে পারবে না।
এই ধরনের ভাইরাল খবর খুঁজে পেতে সাথে থাকুন
আর এখন পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকলে আজি
রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের প্রমো কোড ব্যবহার করে
1xbet এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন:
https://cutt.ly/vgBd9i1
কিভাবে রেজিস্ট্রেশন করবেন ভিডিও
https://www.youtube.com/watch?v=_05m6XtQa7k
তাছাড়া, প্রমোকোড ব্যবহারে পাচ্ছেন ১০০% বোনাস !
Promocode : Bazi157