মেহেদি ব্যবহারে বর্ণ সৃষ্টির কারণ
মেহেদি ব্যবহারের ফলে বর্ণ সৃষ্টি হয়।এ বর্ণ সৃষ্টির মূলে থাকে লসোন নামক জৈব যৌগ।
লসোন খুব দ্রুত প্রোটিনের সাথে বন্ধন গঠন করে।মেহেদি পাতাকে পিষে পেস্ট তৈরি করলে লসোন পাতা থেকে মুক্ত হয়।
এ অবস্থায় পেস্টকে ত্বকে বা চুলে লাগালে ত্বকের ও চুলের প্রোটিনের সাথে বন্ধন গঠন করে দাগের সৃষ্টি করে।লসোন রঞ্জক পদার্থ।
চুলে রঞ্জক পদার্থের অনু দৃঢ়ভাবে যুক্ত হয়।এর ফলে চুল সিল্কীভাব,নরম,শক্ত ও উজ্জ্বল হয়।
ভালো লাগলে অথবা কোনো অভিযোগ থাকলে কমেন্ট করুন।
ধন্যবাদ।
nv