বেনারসি শাড়ি চেনার উপায় ও দাম

Posted on : April 17, 2023 | post in : Others |Leave a reply |

বাঙ্গালির সংস্কৃতিতে বিয়ে অথবা জমকালো পার্টিতে বেনারসি শাড়ির আভিজাত্য ব্যাপক ৷


তাই বিয়ে অথবা পার্টিতে নারীদের পরনে বেনারসি শাড়ি ছাড়া যেন অংশ গ্রহরণ করার কথা মাথাই আনে না অনেক নারীরা ৷

বেনারসি শাড়ি চেনার উপায় ও বেনারসি শাড়ির দাম বেনারসি শাড়ি পিকচার

বেনারসি শাড়ি পিকচার

 

আমাদের দেশে বিয়ে মানেই নববধূর জন্য লাল বেনারসি ৷ বাঙ্গালির বিয়ের সাথে এই লাল বেনারসি শাড়ি একই সুতোয় গাঁথা ৷


পবিত্র বিবাহ নতুন বউ এর পরনে টুক টুকে লাল বেনারসি দেখে চোখ জুড়িয়ে যায় ৷

 

তবে এখন লাল এর পরিবর্তে অন্য রঙ্গের ও বেনারসি পাওয়া যায় ৷ যাই হক অনেক আগে থেকেই এই বেনারসি শাড়ি বিয়ের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে ৷


অথএব বিয়ে অথবা প্রিয়জনকে বেনারসি উপহার দেওয়ার জন্য আমরা অনেক সময় বেনারসি এর দোকানে ভিড় জমায় ৷

  • কিন্তু আমরা কি জানি , আসল বেনারসি শাড়ি দেখতে কেমন ?
  • বেনারসির শাড়ির দাম কত টাকা ? বাংলাদেশের কুথায় সব থেকে ভাল বেনারসি শাড়ি পাওয়া যায় ?
  • কিভাবে ভাল – মন্দ বেনারসি চিনব এবং বেনারসির আসল পরিচয় ই বা কি ?

তাই আজকে আমরা বেনারসি শাড়ির সকল বিষয় জানার চেষ্টা করব ৷

প্রথমে জানব বেনারসি শাড়ি উৎপত্তি বা পরিচয় !

বেনারসি শাড়ি মুলত মুঘল সাম্রাজ্যো ভারতে প্রবর্তিত হয়েছিল ৷ ভারতের উত্তর প্রেদেশ এর বেনারস শহরের নামে এই শাড়ির নামকরণ করা হয় বেনারসি শাড়ি ৷


এই শাড়ির দুটি তৈরি কৌশল রয়েছে ফেকুয়ান এবং কাধুয়া ৷


কাধুয়া হল হাতে চালিত তাঁতে তৈরি ৷ আর একটি শাড়ি তৈরি করতে প্রায় এক মাস সময় লাগে দুই তিন জন লোকের ৷


যাই হক বেনারসির শাড়ির ইতিহাস আরো জানতে এখানে দেখতে পারেন ৷

আসল বেনারসি শাড়ি চেনার উপায়



দোকানে বেনারসি শাড়ি কিনতে গিয়ে বেশির ভাগ মানুশই প্রতারিত হন ৷


দোকানির কথার ফাঁদে পড়ে অনেকে নকল বেনারসি ক্রায় করেন কিন্তু টাকা ঠিকই আসল বেনারসির মত খরচ হয়ে যায় ৷

তাই আমাদের সকলের জানা প্রোয়োজন আসল বেনারসি শাড়ি সম্পর্কে ৷


নিচের পয়েন্ট গুলো পড়ুন আশা করি আপনাকে কোন দোকনী নকল বেনারসি দিতে পারবে না ৷

আসল বেনারসি শাড়ি চেনার উপায় বেনারসি শাড়ির ছবি

  • দোকানে গিয়ে প্রথমে আপনি আপনার পছন্দের Banarasi Sare হাতে নিয়ে দেখুন যে ‘ শাড়িটি কতটা মুলায়েম ৷ শাড়ির কাঁপড় যত মুলায়েম হবে শাড়িটি নকল হওয়ার সম্ভাবনা তত কমবে ৷
  • আসল বেনারসির দুই পাসের ঘন ছুতোর কাজই মুলায়েম থাকে ৷ কিন্তু নকল শাড়িতে খসখসে থাকে এবং ঘন সুতোর কাজ থাকে না ৷
  • নিখুত বা আসল বেনারসি এতটাই মুলায়েম হয় যে শাড়ি আপনি একটি আঁংটির মধ্য দিয়ে সহজে প্রবেশ করাতে পারবেন ৷ যা আপনি নকল শাড়িতে পারবেন না ৷
  • আসল বেনারসিতে উজ্জল্য ভাব থাকে কিন্তু নকল শাড়িতে এটি তেমন থাকে না ৷
  • আসল শাড়ি তৈরি তে উন্নতমানের সিল্ক সুতা ব্যাবহার করা হয় ৷ যা খুব মুলায়েম হয় এবং তৈরি করতে অনেক সময় লাগে ৷ যা প্রায় এক মাস ৷
  • রুপালি ও সোনালি সুতো দিয়ে বেনারসি বোনা হয় ৷
  • আসল বেনারসিতে আপনি আমরু,মোগল,আমবির মোটিফ পাবেন ৷ ফুলের নকশা পাবেন যা নকল এ পাবেন না ৷
  • বেনারসি শাড়ির আঁচল এ ৬-৮ ইন্ঝি প্যাচ থাকে যা নকল শাড়িতে থাকে না ৷
  • আসল বেনারসি অনেক দিন টিকে কিন্তু নকল বেনারসি বেশি দিন লাষ্টিং করে না ৷ তাই যাচাই বাচাই করে কিনুন ৷

আর উপরক্ত কারণে বেনারশি শাড়ির দাম কম বেশি হতে পারে ৷ শাড়ির গুনগত মান যত ভাল হবে দাম তত বেশি হবে ৷

শাড়ির গুনগত মানের জন্য দোকানি দিম কমবেশি চাইতে পারে ৷ আর আমরা ভাবি যে কমদামে ভাল মাল কিনছি ৷ কিন্থু বাস্তবতা ভিন্ন ৷

বেনারসি শাড়ির দাম ও ডিজাইন



দেখুন বেনারসির দাম তার ডিজাইন ও গুনগত মানের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে ৷


বাংলাদেশে আপনি 2k থেকে 15k এর মধ্য বিভিন্ন ডিজাইনের বেনারসি পাবেন ৷


তবে ভাল গুনগত মানের শাড়ি নিতে হলে অবশ্যই দশ হাজার টাকার উপরের শাড়িটি নিতে হবে তাও দেখেসুনে যাচাই বাচাই করে ৷


আমাদের দেশে আপনি বিয়ের জন্য ১৫০০ থেকে ১২০০০ টাকার মধ্য ভালমানের বেনারসি কাতান শাড়ি পাবেন বেনারসি পল্লিতে ৷


তবে এই দাম শাড়ির ডিজাইন ও গুনগত মানের উপর নিরর্ভর করবে ৷

কুথাই পাবেন খাঁটি বা আসল বেনারসি শাড়ি ?



আসল বেনারসি শাড়ি লাল রঙের বেনারসি শাড়ি

খুব কঠিন প্রশ্ন যে কুথায় পাওয়া যাবে আসল বেনারসি ! আসল কথা বলতে গেলে বর্তমানে আগের সেই হাত ও সিল্কির সুঁতোয় তৈরি বেনারসি পাওয়া খুব কঠিন ৷


তবে আপনি যদি উপরের বেনারসির বৈশিষ্ট দেখে যদি শাড়ি কিনতে পারেন তাহলে ভালমানের শাড়ি পেতে পারেন ৷


বাংলাদেশ বেনারসি পল্লিতে আপনি শাড়ি পাবেন আবার আপনি অনলাইন থেকেও অডার করতে পারেন ডারাজে ৷

বেনারসি পল্লীতে অনেক সুন্দর সুন্দর বেনারসি শাড়ির কালেকশন রয়েছে ৷


আর আপনাকে আসল শাড়ি পেতে হলে পরিচিত অথবা সরাসরি ভারতের সেই বেনারস শহরের জনগোষ্টির হাতে তৈরি শাড়ি ক্রয় করতে হবে ৷ যা আদতে করা খুব কঠিন ৷

 

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar