বাংলাদেশের ক্রমবর্ধমান ব্যবহারকারীর চাহিদা মেটাতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন ভাইবার বাংলা ভাষায় নতুন ইউজার ইন্টারফেইস (ইউআই) চালু করেছে।

Posted on : August 18, 2019 | post in : Android Tips,BD News |Leave a reply |


বাংলাদেশের ক্রমবর্ধমান ব্যবহারকারীর চাহিদা মেটাতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন ভাইবার বাংলা ভাষায় নতুন ইউজার ইন্টারফেইস (ইউআই) চালু করেছে।
অ্যাপটিকে ব্যবহার বান্ধব করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেশি এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো নতুন স্টিকার প্যাকও আনা হয়েছে অ্যাপটিতে।

 

অবশ্য বাংলা নিয়ে এটিই ভাইবারের প্রথম উদ্যোগ নয়। ২০১৬ সালে অ্যাপটি প্রথম বাংলায় স্টিকার প্যাক চালু করে।

নতুন গৃহীত উদ্যোগের ফলে এখন থেকে অ্যাপটিতে পাবলিক অ্যাকাউন্টের অ্যাডমিন প্যানেলের সহায়তায় বার্তা প্রেরণ এবং গ্রহণের ক্ষেত্রে ওয়ান-অন-ওয়ান মেসেজ পাঠানো সম্ভব হবে।

ভাইবার অ্যাপ ব্যবহারকারীরা সেটিং অপশনে যেয়ে ইন্টারফেসটি বাংলায় পরিবর্তন করতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar