ফজরের নামাজের আদর্শ সময়

ফজরের নামাজের সময়



ফজরের নামাজ এর ওয়াক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয় ? এ সকল প্রশ্ন এর সমাধাণ নিয়ে আজ আলোচনা !


আমাদের সকলের ই জানা দরকার যে কখন ফজর এর নামাজ পড়তে হবে এবং কত সময় এর ওয়াক্ত থাকে ৷


কারণ আমরা সাধারণত ঘড়ি দেখে নামাজের সময় নামাজ পড়ি ৷


কিন্তু এমন কোন পরিস্তিতি হলে , যেখানে ঘড়ি নাই , তখন তো নামাজের সময় বুঝা কঠিন হয়ে পড়েবে ৷


তাই আমাদের প্রকৃতিক ভাবে ফজরের নামাজের সময় কে জানতে হবে তা না হলে আমরা বিবরত কর অবস্তাই পড়ব ৷

তাহলে চলুন ফজরের নামাজ এর সঠিক সময় সম্পর্কে জেনে নেয় !



 

ফজরের নামাজের সময় শুরু হয় সুবহি সাদিক হওয়ার সাথে-সাথে এবং পূর্ব আকাশে সূর্য উদয় বা উঠার পূর্ব পর্যন্ত সময় থাকে ৷



অনেকে এই সুবহি সাদিক ও সূর্য উদয় বিষয়টি ভাল করে বুঝে না ৷ তাদের জন্য নিচে ভেঙ্গে বলার চেষ্টা করলাম ৷—


অর্থাৎ রাতের শেষ অংশে যখন আমরা পূর্ব ও পশ্চিম আকাশে দেখব যে একটি সাদা রেখা দেখা যাচছে ৷ এর কিছুক্ষন পর আমরা উত্তর থেকে দক্ষিণ আকাশে তাকালে দেখব শুভ্র রেখা দেখা যাচছে এবং এর কিছু সময় পর এই সাদা রেখা পূর্ব আকাশকে আলোকিত করে ফেলছে ৷


ফজরের নামাজের সময় সুবহি সাদিক হওয়ার সাথে-সাথে

 
অথএব এখানে উত্তর থেকে দক্ষিন আকাশে যখন সাদা রেখা দেখা যায় তখন থেকেই মূলত ফজরের নামাজের সময় শুরু হয় ৷

 

ফজরের নামাজের সময় সুবহি সাদিক হওয়ার সাথে-সাথে এবং সূর্য উদয়

 


অপর দিকে পূর্ব আকাশে যখন যূর্য বা সূর্যের কিরন একটু দেখা যায় তখন থেকে ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় ৷

 


তাই আমরা রাতের শেষ অংশ অর্থৎ সুবহ সাদিক এর পর ফজরের দূই রাকাত সুন্নাত নামাজ পড়ব এবং এর পর ফরজ নামাজ আদায় করব ৷

ফজরের নামাজের  গূরুত্ব



অন্যান্ন নামাজের মত ফজরের নামাজের ও বিশেষ গূরুত্ব রয়েছে ৷ তাই আমরা চেষ্টা করব ফজরের নামাজের আদর্শ সময় নামাজ আদায় করার ৷ ফজরের নামাজ প্রথম ওয়াক্ত ও ধীরে পড়া উত্তম ৷


নমাজ হচছে বেহেস্তের চাবি র নামাজ ছাড়া বেসেস্তে যাওয়া খুব কঠিন যদিও মহান আল্লাহ সকল গুনা মাফ করে দিতে পারেন ৷ নামাজ না পড়ার ভইয়াবহ শাস্তির কথা উল্লেখ আছে পবিত্র কুরআনে ৷


আর যে ব্যাক্তির নামাজ ঠিক আছে তার কোন কিছু টেনশন করার প্রোয়োজন নাই শেষ বিচারের দিনে ৷ তাই যাই করি না কেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ গূরুত্বের সাথে আদায় করব ৷

Tags: ,

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar