পদ্মা সেতু কীভাবে নির্মান হচছে ? কারা তৈরি করছে ? কবে তৈরি হবে? কত খরচ হচছে
পদ্মা সেতু কিভাবে নির্মান হচছে ? কারা তৈরি করছে ? কবে তৈরি হবে বিসতারি জানব এই পোষ্টে !
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী পদ্মা দেশের দক্ষিন- পশ্চিম অংশকে উত্তর – পূর্ব অংশ পৃথক করেছে ৷
এই পদ্মা নদীর উপর সেতু নির্মাণ হলে দেশের দক্ষিন – পশ্চিম অনচালের ১৯ টি জেলার মানুষের জন্য এক নতুন সম্তাবনার দুয়ার খুলে যাবে ৷
সেই সাথে পদ্মা সেতু আমাদের জাতীয় অর্থনীতিতে নিয়ে আসবে অতন্তত্ত ইতিবাচক পরিবর্তন ৷
চলুন দেখে নেই বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় চেলেন্জিং প্রকল্প পদ্মা সেতু কিভাবে তৈরি হচছে !
প্রধান মন্ত্রি শেখ হাচিনা 1998 সালে প্রথম
পদ্মা সেতু নির্মানের উদ্দগ নেন ৷ শুরুতে বিশ্ব ব্যাং পদ্মা সেতু তৈরিতে আগ্রহ দেখাই ৷
2011 সালে পদ্মা সেতু নির্মাণে 120$ কোটি ডলারের ঝণ চুক্তি সাস্কর করে ৷
পরবর্তিতে 2012 সালে দুরর্নিতির অভিযোগে এই ঝণ চুক্তি বাতিল করে দেই বিশ্ব ব্যাং ৷ এর পর বাংলাদেশ নিজেস্ব অর্থয়ানয়ন পদ্মা সেতু নির্মানের ঘোষনা দেই ৷
এই পদ্মা সেতু নির্মাণের ব্যায় ধরা হই প্রায় 30 হাজার 793 কোটি 39 লক্ষ টাকা ৷
পদ্মা সেতু মূলত দুই তলা বিশিষ্ট সেতু ৷ এর উপরের তলাই থাকবে সড়ক পথ এবং নিচের তলাই থাকবে রেলপথ ৷ এছাড়া গ্যাস,বিদ্যুৎ এবং অপটিক্যাল ফাইবার রাখার ব্যাবস্থা রাখা হয়েছে এই সেতুতে ৷
পদ্মা সেতু দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ৫৯.৪ ফুট ৷ মূল নদীর ১৫০ মিটার পরপর ৪২টি পিলার এবং ৮২টি স্পান পূর্ণঙ্গ হবে এই পদ্মা সেতু ৷ ৪২ টি পালারে ৬টি করে মোট ২৫২টি পাইল থাকবে ৷
পদ্মা নদীর পানির উপর থেকে ৫০ ফুঁট উপরে বসবে প্রতিটি স্পান ৷ পদ্মা সেতুর রং হবে শুনালি ৷ রাতে পদ্মা সেতুতে জলবে বাংলাদেশের পতাকার আদলে লাল ও সবুজ বাতি ৷ আমাজনের পর বিশ্বের সবথেকে স্রোতের নদী হল পদ্মা ৷
পদ্মা সেতুর কাজ ৬ টি ভাগে ভাগ করা হয়েছে ৷ কাজ গুলো হল —
- ১. মূল সেতু নির্মান
- ২. নদীশাসন
- ৩. দুই পাড়ের সংযোগ সড়ক
- ৪. টোল প্লাজা
- ৫. প্রোয়োজনীয় অবকাঠামো নির্মান
পদ্মা মূল সেতু নির্মান এর কাজ করছে চাইনা মেজর ব্রিজ ইন্জিয়ারিং কনস্টাকশন কম্পানি ৷
নদী শাসনের কাজ করছে সিনোহাইড্রো কনস্টাকশন ৷
পদ্মা সতুর রেলপথ নির্মানে canaral এর এর আওতাই কাজ করছে অন্যআন্য প্রতিষ্টান ৷ আর পুরা সেতু নির্মানে এর তদারকি তে করিয়ান এক্সপ্রেশ এবং বাংলাদেশ সেনাবাহিনি কাজ করছে ৷
পদ্মা সতু নির্মান হলে কিকি উন্নতি হবে বাংলাদেশের জেনে নেই ৷
পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিন অনচলের সাথে দেশের অন্যাআন্য অনচলের যোগাযোগ স্থাপন করবে ৷
এর ফলে ব্যাবসা বানিজ্যর সাথে বাড়বে কর্মসংস্থান ৷ প্রতি বছর দেশজ উৎপাদন বাড়তে থাকবে ১.২৬% হারে ৷ আশা করা যাই ২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মান কাজ শেষ হবে এবং ব্যাবহার করা যাবে ৷
পদ্মা সেতু তৈরিতে সিংহ ভাগ কাজের সাথে জড়িত চিনা প্রতিষ্টান ৷
Good