নিজেই জন্ম নিবন্ধন যাচাই করুন অনলাইনে
Online জন্ম নিবন্ধন যাচাই
জম্ন নিবন্ধন কি এটা আমরা সকলে জানি ৷ এই জম্ন নিবন্ধন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের বিভিন্ন কাজে জন্য খুব গূরুত্বপূর্ণ ৷
আর এই জম্ন নিবন্ধন এর কপি আমাদের অনেক ক্ষেত্রে ভুগান্তির কারণ হয়ে পড়ে যদি না এটি সঠিক থাকে ৷ তখন এটি অনলাইন থেকে অথবা আগে করা থাকলে সেটি কপি অথবা সংসোধন করার দরকার হয় ৷
জম্ন নিবন্ধন এ অনেক তথ্য ভুল থাকে যার ফলে কোন কাজে এটি ব্যাবহার করা যায় না ৷ আর এর জন্য জম্ন নিবন্ধন যাচাই করার দরকার হয় এবং ভুল থাকলে সেটি সংশোধন করতে হয় ৷
তো আজকে আমরা জন্ম নিবন্ধন সংশোধন ও কিভাবে অনলাইনে যাচাই করবেন সে বিষয়ে যানব ৷ তো চলুন প্রথমে আমরা জন্ম সনদ চেক করা শিখি ৷
আমরা খুব সহজে অনলাইন এর মাধ্যমে ঘরে বসে আমাদের জম্ন নিবন্ধন চেক করতে পারি ৷ এবং জম্ন নিবন্ধন এ ভুল থাকলে সেটি সমাধাণের জন্য আবেদন করতে পারি ৷
তো চলুন দেখে নেয় কিভাবে জম্ন নিবন্ধন যাচাই করবেন অনলাইনে
জম্ন নিবন্ধন দেখার করার দুটি উপায় আছে !
- একটি হল আপনি সরাসরি বাংলাদেশ এর bdris.gov.bd ওয়েব সাইটে গিয়ে আপনার জম্ন নিবন্ধন তথ্য দিয়ে চেক করতে পারবেন ৷
- অপরটি হল আপনি প্লেস্টর থেকে বাংলাদেশ জম্ন নিবন্ধন app ডাউনলোড করে ৷
কি কি তথ্য লাগবে জন্ম নিবন্ধন যাচাই করতে ?
- আপনার যদি জন্ম নিবন্ধন ডিজিটাল হয় তাহলে জন্ম তারিখ ও আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের নামবার দরকার হবে ৷
- আর যদি পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন হয় তাহলে আপনাকে বোড অফিসে গিয়ে ১৭ ডিজিটের সংখ্যা সংগ্রহ বা ডিজিটাল করতে হবে ৷
তো চলুন প্রথমে ওয়েব সাইট এর মাধ্যমে যাচাই করা শিখে নেয় ৷
জন্ম তথ্য যাচাই করার জন্য নিচের ধাপ গুলো ফলো করুন-
প্রথমে এই লিংক বা নিবন্ধন ওয়েব সাইটে যান ৷ নিচের মত আসবে !
এখানে প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধনের সতেরো ডিজিট নাম্বার বসান ৷
- Not: যাদের ১৬ ডিজিটের নম্বর তারা লাষ্ট পাঁচ সংখখ্যার আগে একটি 0 বসিয়ে সতেরো ডিজিট করে নিন এবং চেক করুন ৷
- দ্বিতীয় ঘরে আপনার জন্ম তারিখ বসান
- তৃতীয় ঘর হল ক্যাপচা এটি আপনি রোবট না মানুষ তা চেক করার জন্য ৷ তো এখানে 22 + 8 দেওয়া আছে সো আমরা 30 দিব যোগফল ৷ আপনার ক্যাপচা যা আসে সেটি দিবেন ৷
যাই হক সব পুরন করা হয়ে গেলে আমরা তথ্যর জন্য Search অপশনে ক্লিক করব ৷ আপনার তথ্য সঠিক হলে আপনার জন্ম নিবন্ধনের জাবতীয় তথ্য চলে আসবে ৷ নিচের মত !
এখন আপনি আপনার জন্ম sonod এর জাবতীয় তথ্য ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন ৷
Apps এর মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করার উপায় ।
আপনারা চাইলে সেম ভাবে mobile app এর মাধ্যমে চেক করতে পারবেন ৷ এর জন্য play store থেকে জন্ম নাবন্ধন চেক করার app downlod করে নিন এবং আপনার জন্ম তারিখ , নাবন্ধন নামবার ও ক্যাপচা পুরন করে সাবমিট করলেই আপনার জাবতীয় তথ্য চলে আসবে ৷
সুধু মাত্র নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার উপায় ৷
বাংলাদেশ জন্ম নিবন্ধন সার্ভারে সংরক্ষিত ডাটাবেজে সুধু নাম দিয়ে সার্চ করে গ্রাহকের নিবন্ধন তথ্য বের করা যায় ৷ কিন্তু নাম দিয়ে জন্মনিবন্ধন সাধারণ জনগণ চেক করতে পারে না ৷ এর জন্য আপনাকে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে এ যেতে হবে ৷