খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা : মাহবুব হোসেন

Posted on : February 1, 2019 | post in : Blogger |Leave a reply |

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার অন্যতম আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা।

খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা : মাহবুব হোসেন



যত দিন রাজপথ উত্তপ্ত না হবে, তত দিন খালেদা জিয়াকে শুধু আইনি প্রক্রিয়ায় জেল থেকে বের করা যাবে না।

ঢাকার জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক নাগরিক প্রতিবাদ সভায় খন্দকার মাহবুব হোসেন এ মন্তব্য করেন।

‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামের একটি সংগঠন এই প্রতিবাদ সভার আয়োজন করে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, আজ সময় এসেছে, জাতি উপলব্ধি করেছে খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি যে নির্বাচন করেছে, সে নির্বাচন করা কতটা সঠিক হয়েছে। নেতৃবৃন্দ একদিন তাঁর জবাব দেবেন। ইতিহাসও সে কথা বলবে।

খন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য যা কিছু দরকার, রাজপথ উত্তপ্ত করে, আন্দোলন করে, সবকিছু করে তাঁর মুক্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, ঐক্যফ্রন্ট এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করব, আপনারা একটি মাত্র ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন, সেটা হলো খালেদা জিয়ার মুক্তি।



সরকারের বিরুদ্ধে অভিযোগ করে মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে।

তাই আইনের প্রক্রিয়া যতই আমরা বলি না কেন, সরকারের সদিচ্ছা ছাড়া তাঁকে মুক্ত করা যাবে না।’

খন্দকার মাহবুব আরও অভিযোগ করেন, ‘আজ সরকার প্রতারণা করে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং প্রশাসনের সহায়তায় ক্ষমতায় এসেছে। বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন, আইন করে একদল করেছিলেন।

এবার শেখ হাসিনা প্রহসনের ভোটের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছেন। আগামী নির্বাচন অতি শিগগিরই হবে।

জনগণের আশা-আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত করে কোনো সরকার কোনো দল ক্ষমতায় থাকতে পারবে না। এ সরকারকেও সরে যেতে হবে।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নাগরিক আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ প্রমুখ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

Tags:

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar