বাছাই করা ঈদ মোবারক এসএমএস
হেল বন্ধুরা ” ঈদ মোবারক ” “ঈদ মোবারক” “ঈদ মোবারক ”
- Not: পোষ্টি ঈদ মোবারক শুভেচ্ছার জন্য কিছু এসএমএস ,
ফেসবুক স্ট্যাটাস ও ঈদ নিয়ে কবিতা কালেকশ নিয়ে ৷
তাই যাদেন ইউনিক ও দৃষ্টিনান্দন ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মোবারক SMS ,
কবিতা , Facebook Status লাগবে তাদের জন্য সেরা কালেকশন ৷
প্রিয় জনকে পটানোর জন্য এই কথাগূলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ৷
তাই পুরাটা পড়বেন আশাকরি না হলে আপনার লস ৷
ADD:Facebook Auto Like কমেন্ট বাড়ান TipscountBD এর মাধ্যমে…
” ঈদ মুবারক “এর আরবি হল: ( عيد مبارك )
যার অর্থ : ঈদ মানে আনন্দ , ঈদ মানে খুশি ৷
ঈদ মানে হাজারও কষ্টের মাঝেও একটুখানি হাঁসি।
ঈদ মানে লাইফে প্রিয় মানুষ গুলোর সাথে সময় কাটানো ৷
বছরে দুটি ঈদের দিন হল মুসলিমদের দুটি ঐতিহ্যবাহী আনন্দ- উৎসবের দিন ৷
যথা: –
আর এই দুই ঈদে আমরা আমাদের বন্ধু-বান্ধব , ভাই-বোন, GF-BF,
মা-বা ইত্যাদি প্রিয় মানুষ গুলোকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকি বিভিন্ন ভাবে ৷
যেমন আমরা SMS এর মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানায় ৷
আবার ফেসবুকে , টুইটার, ইনিস্টাগ্রাম এ ঈদ মোবারক স্টাটাস এর মাধ্যমে
সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকি ৷
আর এই শুভেচ্ছা জানানোর জন্য আমাদের অনেক সময় সুন্দর সুন্দর
ঈদ মোবারক এসএমএস বা ঈদ মোবারক স্টাটাস প্রোয়োজন হয় ৷
তখন আমরা হয় নিজে ভেবে স্টাটাস বা এসএমএস লিখি ৷
অনেকে আবার গুগলে সার্চ করে খুজে বেড়ায় ভাল ঈদ মোবারক এসএমএস বা স্টাটাস ৷
তো আজকে আমি তাদের জন্য সুন্দর সুন্দর কিছু , ঈদ মোবারক এসএমএস
এবং সুন্দর সুন্দর ঈদ মোবারক স্টাটাস নিয়ে হাজির হয়েছি ৷
আজকে আমার দেওয়া EID Mobarok SMS বা Eid Mubarak status
এর মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষ গুলোকে সুন্দর ও আকর্শনীয় ভাবে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন ৷
তাহলে আর দেরি কেন চলুন ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ইউনিক কিছু
ঈদ মোবারক bangla এসএমএস ও ঈদমোবারক Facebook status দেখে নেয় ৷
- Not: আপনারা কথাগুলো সামান্য এডিট করে ঈদ মোবারক শুভেচ্ছার জন্য ফেফবুক স্ট্যাটাস
অথবা মেজেজ হিসেবে ব্যাবহার করতে পারবেন ৷
তাই এক সাথে এসএমএস এবং ক্যাপশন দেওয়া হল ৷
ADD:অনলাইন থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম এর 14+ উপায়…
ঈদুল ফিতর এর জন্য ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন ও ইদ মোবারক এসএমএস
- একদিন রোজা বলল হেসে, বিদায় আমার খুব কাছে.
কষ্ট দিয়েছি অনেক দিন কিভাবে দিব সেই ঋণ ?
তাই ঈদের দিন দিলাম তোমায়, খুশি হও তোমরা সবাই…
(সবাইকে ঈদ মুবারক) - এই ঈদ নবরূপ রাঙিয়ে🌈 দিক তোমার প্রতিটি মুহূর্ত,😍
সুন্দর সমৃদ্ধ হোক , আগামীর দিনগুলো ⛅। ঈদ মোবারক !!🌙 - মুছে যাক সকল কলুষতা🧼 শান্তির বার্তা নিল খামে 💌পাঠালাম,
সুদিনের সুবাতাস তোমায় দিলাম।।😄
ঈদ মোবারক !! ২০২১ - বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মনে রাগ। বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ।
বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল। বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।
ঈদ মোবারক - খুশিতে 😄মন জুড়ে গেল ।💕 হিংসা রাগ 😠সব চলে গেল ।
🚶 কারণ ঈদ🌙 যে চলে এল ।
তাই বন্ধু সবার আগো ।
তোমাদের জানাই শুধু😄
ঈদ মোবারক !!☪ - বন্ধু তোদের ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোদের যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ন না থাকে যেন তোদের কোনো শখ,
এই কামনায় বন্ধু তোদের যানায় ,
ঈদ মোবারক। - টিং টাং🔔 OPEN THE DOOR🚪 কে তুুমি ! আমি এস এম এস !💌 কি চাও !
একটা কথা🗣 বলবো ! বলো !!!!!!! ঈদ মোবারক !!🌙
নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও। সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো সবাইকে প্রান খুলে। - মিস্টি হাসি😄, দুষ্টু চোখ।👀 তোমার স্বপ্ন বন্ধু সত্যি হোক।🙂 ঈদ মোবারক !! ২০২১
- ঈদ মানে হাঁসি, ঈদ মানে আশা। ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি। ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
সবাইকে ঈদ মোবারক । - আলোর ঝিলিক রাতের আকাশে🌃 শিউলি ফুলের গন্ধ🌹
ঈদ আসছে খুশির বার্তা 💌নিয়ে দরজা🚪 কেন বন্ধ.
ঈদ এলো তাই আবার নতুন জামা কিনে রাখি,🙂
ঈদ আসতে মাত্র আর ১দিন বাকি 😍। - May this year Eid gives,
You all the happiness and,
Joy of this world and,
Hope that the blessing,
Of the AL-Mighty be with u.♥ - “EID MUBARAK”☺☺
- শুনে যাও ভোরের পাখি 🕊, একটা কথা🗣 বলে রাখি , আছে ১টা বন্ধু আমার 👨👩👧👦
মনে পরে সকাল বিকাল , তাকে জানাই ঈদ মোবারক !!🌙 - হাজার কষ্টের আড়ালে সুখের রসি-প্রতিটা জীবন কেই আমি ভালবাসি ,
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময়েই শুভ হোক-
সবাই কে জানাই ঈদ মোবারক। - রংধনু আসে রঙের টানে, সুবাস আসে ফুলের টানে,
বন্ধু আসে বন্ধুত্বের টানে, মন ছুটে যায় মনের টানে,
ঈদ আসে খুশি নিয়ে,
*) ‘ঈদ মোবারক’ (* - Hope Love and Laugher!
Hope Love♥ and Laugher, warmth,
wishes, joy and a bouquet of Eid wishes,
jubilations, become a part of your Eid and Your Life.
Have a Happy “Eid Mubarak” - ঈদে যদি কর দাওয়াত🌙 ! ভুলে যাব শত আঘাত💔 !
সাত সমুদ্র🌊 দেবো পাড়ি ! হোক না আমার যতই দেরি !⏳
তবু যাবো তোমার🏡 বাড়ি !! ঈদ মুবারক !!☪ - “মেঘলা আকাশ” মেঘলা দিন, ঈদের বাকি কিছু দিন,
কাপড় চোপড় কিনে নিন, গরিব দুঃখীদের খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
*) ‘ঈদ মোবারক’ (* - I wish a wish 4 you.
The wish i wish 4 few.
The wish i wish 4 u is that
your all wishes come true
so keep on wishing
as my all wishes are with u.♥
“Eid Mubarak” - আসছে ঈদ চলছে গাড়ি।
আমার দাওয়াত তোমার বাড়ি।
oh sorry!!
তোমার দাওয়াত আমার বাড়ি ।
হিমেল হাওয়া গরমের দিন ।
দাওয়াত দিলাম OGRIM.
আসবে কিন্তু ঈদের দিন। - ঈদ এলো, বৃষ্টি এলো⛈, খুশির😄 দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ, বৃষ্টি হলো অপরুপ,♒ তুমি আমার আপনজন💑
তাই তোমায় জানাই নিমন্ত্রন ।💌— ঈদ মোবারাক — !! ☪ - ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়
ঈদের মতোই তোমার জীবন হোক দীপ্তিময়
ঈদ মোবারক - May you remain happy all the time
Irrespective of any occasion
Do u know the Meaning of EID?
I think it means “ENJOY in DUNIYA!!”
So, In your life all moments bring EID for you….
Wish You…”EID MUBARAK” - ঈদের দিনে পায়েস খাব
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত।
ঈদ মোবারক - সময় ⌚নেই বেশি ক্ষন. আর মাত্র কিছুক্ষণ.
পূর্ণ হক তোমার শখ,😍
বন্ধু Happy Eid Mubarak !!☪ - লাল শাড়ি পরে,, হাতে চুড়ি দিয়ে..
ঘুরবে যখন রিক্সায়,, পাশে কিন্তু নিও আমায়..!!
ঈদ মোবারক - নীল আকাশে উঠেছে ঈদ-এর চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হল খুশির দিন, দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন ৷
ঈদ মুবারক - May this year’s Eid give u,
All the happiness and,
Joy of this world and,
Hope that the blessing,
Of the AL-Mighty be with u,
****Eid Mubarak**** - আগের সব কষ্ট😢, করে ফেল নষ্ট ।🙂
নতুন দিনে সবার প্রাণে , কেউ রেখনা দুঃখ মনে।😍
শুভ হোক নতুন দিন, খুশি🙂 থাকো সারা দিন।
ঈদ মোবারক !!🌛 - EID er meaning .. E= Extra😍
I= interesting 👍
D = Day ⛅ ঈদ মোবারক !!☪ - নিশি 🌃যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে,🙂
আসবে একটা নতুন দিন, দুঃখ😥 কষ্ট গুলো যাও ভুলে,
হাসি আনন্দ নিও তুলে 😍
ঈদ মোবারক সবাইকে !! - A Little Act Of,
***Kindness***
Can Fill A Heart with
****Joy****
***Eid Mubarak***☺ - ঈদ আসতে 1 দিন বাকি…!
এতো খুশি কোথায় রাখি……!
বলাটা অনেক ইজি!
ঈদের কাজে সবাই বিজি…!
একটি বছর ঘুরে আসবে সেই দিন…!
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন..!
অনেকেই বিজি ঈদের কাজে….!
আনান্দ টা আছে সবার মাঝে…..! - রমজান মাস এলো, রহমতের ১০ দিন গেল,
মাগফিরাতের ১০ দিন গেল, নাজাতের ১০ দিন গেল,
সব শেষে মহা আনন্দের ঈদ এলো।
সবার মন খুশিতে ভরে গেল।
=ঈদ মোবারক - সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি।
ঈদ মোবারাক - মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি একদিন,
ঝড় বৃষ্টি রোদের দিন,
আসবে কিন্তু ঈদের দিন,
নদীর ধারে সাদা বক……
তোমাকে জানাই অগ্রিম ঈদ মোবারক - হাঁসের ডিন মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী
ঈদের দিন দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি। - ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম। - শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই?
রিলাক্স না বিজি?
শাড়ি না শার্ট? - Wishing from heart …
EID MUBARAK. - নতুন সকাল নতুন দিন
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাঁকা চাঁদ,
রঙিন হোক ঈদের রাত।
ঈদ মোবারক - ঈদ নিয়ে আসে অনেক আনন্দ,
ঈদ মুছে দেয় সবার দূরত্ব,
ঈদ হল সৃষ্টিকর্তার এক অনন্য রুপ
ঈদেই জীবন হোক আনন্দে ভরপুর
সবাইকে জানাই ঈদ মোবারক - নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক - শুভ রজনী, শুভ দিন,
রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
ঈদ মোবারক - তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস,
তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস ।
তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত,
তোমাকে জানাই ‘ঈদ মোবারক’ - জীবনে খুশি আমাদের হাসায়,দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস তোমাকে পবিত্র ঈদের শুভেচছা জানায়।
সকলকে অগ্রিম ঈদ মোবারাক - বাকা চাদের হাসিতে,দাওয়াত দিলাম আসিতে।আসবে কিন্তু বারিতে,
খাবে আবার অল্প।করবে অনেক গল্পও।
আস্তে যদি নাই পার আমার দাওয়াত গ্রহন করও। - ঈদ মানে আঁকাশে নতুন চাঁদ.
ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ.
ঈদ মানে মেহেদী রাঙা হাত.
ঈদমানে আমারবাড়ীতে তোমার দাওয়াত.
ঈদ মোবারক - আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেক্ষার ঘোর।
ঈদ মোবারক
ঈদুল আযহার বা কুরবানির ঈদের জন্য ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস বা এসএমএস
ঈদুল আযহা মুসলমানদের দ্বিতীয় ঈদ বা কুরবানির ঈদ নামে পরিচিত ৷
এই ঈদে কুরবানি করা হয় এবং কুরবানির মাংশ গরিব-দু:খিদের বন্টন করা হয় ৷
নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট দিনে (অর্থাৎ ১০ যুলহাজ্জ্ব থেকে ১২ যুলহাজ্জ্ব)
আল্লাহ’র নৈকট্য লাভের জন্য ছাওয়াবের নিয়্যতে নির্দিষ্ট পশু জবাই করা হল কুরবানি ৷
তো আর কথা না বাড়িয়ে চলুন কুরবানি ইদে প্রিয় মানুষ গুলোকে wish করার জন্য
কিছু ঈদ মোবারক এসএমএস বা ফেসবুক ক্যাপশন দেখে নেয় ৷
- দিন গেল বেস,,, ঈদ হল শেষ গরু চলে গেল,,, গোস্ত রান্না হল…
সারাদিন ছিলাম ব্যস্ত,,, এখন আমি আয়েশি…
এড্রেস দাও তাড়াতাড়ি,,, কালকে যাব তোমার বাড়ি.. - Earth can forget rotating,
Bird can forget flying,
Candle can forget melting,
Heart can forget beating
but
I will never forget to wish u “Happy Eid Mubarak” - আহা! দিনে গরম🌤 রাতে শীত😰❄ সামনে আসছে কুরবানি ঈদ !
সাদা রুটি গোস্তের ঝোল,😋 খেতে 🍴বন্ধু রা করোনা ভুল !
ঈদে থাকব সবাই হাসি খুশি,😍 দোস্ত তোমাকে চাই পাশাপাশি !👩❤️💋👩
ঈদ মোবারক ২০২.. !!🌙 - ★★ গরু কিনবো খাশি কিনবো ঈদ গাহেতে যাবো,
নামায শেষে বাড়ি ফিরে গোশত দিয়ে খাবো।
গরীব দুখী আসবে বাড়ি হাসবো সবে মিলে,
কাঁধে কাঁধ রেখে চলবো রবেনা ক্রোধ দিলে।
মাংশ দিবো গরীব যারা খাবে মজা করে,
যাবার বেলা তারা আবার মাংশ নিবে হাতে।। - নতুন সকাল নতুন দিন
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাঁকা চাঁদ,
রঙিন হোক ঈদের রাত।
ঈদ মোবারক - May the noor of this EID
illuminate your heart, mind, soul
and may all your prays be answered.
Remember me in ur prayers.
“EID MUBARAK” - ঈদ নিয়ে আসে অনেক আনন্দ,
ঈদ মুছে দেয় সবার দূরত্ব,
ঈদ হল সৃষ্টিকর্তার এক অনন্য রুপ
ঈদেই জীবন হোক আনন্দে ভরপুর
সবাইকে জানাই ঈদ মোবারক - নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক - On the holy occasion OF EID
Here is wishing that
May the blessing of Allah
Light up your way
And lead u to eternal
Happiness,
Success
and
Peace.
Wish you a very happy “*EID MUBARAK*” - শুভ রজনী, শুভ দিন,
রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
ঈদ মোবারক - রঙ লেগেছে মনে। মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো
ঈদের এই দিনে।
ঈদ মোবারাক - কাল ঈদ উল আযহা
সাজবে তুমি মেহেদি দিয়ে
রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস - ঈদ মোবারাক
- স্বপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দুঃখ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!! - বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, - ঈদ মোবারক
- যেটুকু ভুল ছিল সুধরে নিব👍 না পাওয়ার কষ্ট😥 টুকু ভুলে যাব,
সবারে বাসবো ভাল💕 এ প্রত্যয়ে দিন টি শুরু হোক ।
বন্ধু 🙎তোমায় জানাই !!
ঈদ মোবারক !☪ - পাখির🦅 ডানায় লিখে দিলাম ঈদের নাম। বন্ধু তুমি উড়ে 🕊দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট।😥 নতুন ঈদের যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়।😍
এই কামনায় তোমাই জানাই ।
বন্ধু ঈদ মোবারক !!☪ - আমার বাড়ি🏡 অজানা দ্বীপে,🏝 তোমার বাড়ি কই?🏠 আসবে কিন্তু ঈদের দিন,🚶
হোক problem যতই. নতুন দিনের নতুন সাজে । এসো আমার বাড়ি ।
🏠 SMS ✉করে Address দিও । পাঠিয়ে দিবো গাড়ি🚗,
ঈদ মোবারাক ।🌙 - ইচ্ছে গুলো আকাশ ⛅ছুলো, ভাসলো মেঘের সারি 🌥
খুশির ঝরে তেপান্তরে হৃদয় দিল পারি! 💕 মনের 😍মাঝে সেতারা বাজে,
খুশিতে মন সাজে ঈদের দিন হোক রঙিন 🌈এই কামনাতে!
ঈদ মোবারক । 🌙 - আমাদের মত বছরের পর বছর বেকার ছেলেদের জন্য ঈদ আসেনি,
নেই কোন ঈদের আনন্দ চলছে জীবন গাড়ি গরুর গাড়ির মত। - আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,
ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।
পোলাও কোরমার সাথে দিব 7আপ খেতে। ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে।
ঈদ মোবারক। - মনের পশুকে🐮এসো সবেমিলে কুরবানি😢 করি ভাই👨 সব মানুষের👬
মহামিলনে🤼সাম্যের কথা বলে যায়😊 হিংসা👿 বিদ্বেষ কলহ দ্বন্দ্ব হানাহানি সব ভুলে আজ😊
মহান আল্লাহর🕋 বাণী নিয়ে গড়ি চলো নতুন সমাজ👩👩👧👨👩👦👦 আত্মত্যাগের😢
মহান শিক্ষায় কুরবানীর🐄 এই তথ্য মানব জীবনের কর্মধারায়🛐
নেমে আসুক সঠিক সত্য😍 - খোদা🕋 রাজি হলে পরে আজকে ঈদের🕌 পূর্ণ্য ভোরে🌉
আল্লাহ তালার🕋 মহববাতে কুরবানি🐄 দিও খাস নিয়তে
🤲 ইব্রাহিমের প্রীয় সন্তান👦 দিয়েছে প্রেমে কোরবান❤🐄
তেমনি করে মনের পশুর🐮 ত্যাগ হবে আজ জান💔 - খোদার🕋আসর হতে ভেসে এলো মধুর বাণী🌊
প্রাণের❤চেয়ে প্রিয় যে দাও তার কুরবানী🐄 মসজিদে🕌
আর ময়দানে লাখো লাখো মুসলিম🤼 খোদার🕋বাণীতে হয়েছে তাই মলিন😍 - গরিব👦 ধনী বাদশা ফকির এক পোশাকে👚 করেছে ভির👨👩👧👧 এই দিনে😊
আজ সবাই সমান নেই কোনো ব্যবধান🤼 একটি বছর প্রতীক্ষার🤦
পর আনন্দের বইলো বান😊 এক কাতারে👬
সামিল হতে নির্দেশ দিলেন আল্লাহ🕋 মহান😍 - When my arms can’t reach people close to my heart.
I always hug them with my prayers.
May allah’s peace be with you.
A very happy eid mubarak to you.
“Eid Mubarak” - খোদার🕋 আদেশ পেলো ইব্রাহিম ঘুমের🛌 ঘোরে সব চেয়ে প্রিয়জনকে❤
কুরবানী দিতে হবে তারে🐄 কেপে উঠছিলো🧚তখন ইব্রাহিমের প্রাণ❤
সব চেয়ে প্রিয়জন❤ তার এক মাত্র সন্তান👦 খোদার🕋
রহমতে ইসমাইল পেয়েছিল নতুন জীবন😊 সেদিন আনন্দে😊
মেতেছিল সর বিশ্ব ভুবন🌏 - উঠেছে আসমানে চাঁদ🌙 এসো সবাই👨👨👧👧 খুশির😊
জোরে চলো আজ ভেসে যায়😍 সুরমা আতরে🎁
নতুন জামা পরে👚 মেতে উঠেছে সব মুসলিম🎩 ভাই👨👩👧👧
happy eid-ul-adha* - নীল🔵আকাশের খামে ভরে,🌃 সাদা মেঘের⛅কাগজে করে,
📃 রঃধনুর রঙে🌈 লিখে,📝 দখিনা বাতাস কে দিয়ে🍃
আমার মনের❤ কথা পাঠালাম📤 ঈদ মোবারক🕋 , My Friend !! - ঈদের দুঃখ ভুলার দিন,
মনটা হবে যে রঙ্গিন।
ঈদের দিন প্রান খুলে শুধু গান হবে,
সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
দিনটি যে ঈদের দিন।
ঈদ মোবারাক!! - ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক। - সপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!! - ফুলে ফুলে 🌹🌹সাজিয়ে রেখেছি এই মন ।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ 😄👩❤️💋👩করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায়🚪 থাকি দরিয়ে ।
ঈদ মোবারক🌙, শুভ হোক তোমার ঈদের দিন । ☪“ঈদ মোবারক” - আসচে ঈদ🕌 চলছে গাড়ি🚗 বন্দু👨❤️👨
তুমি দাওয়াত দিলে জাইতাম তুমার🏠 বাড়ি - ঈদের চাঁদ🌙উঠেছিল আকাশে🌃 সালামি🎁পাইনি বিকাশে!
😊 ঈদুল🕌 আযহা এসেছে ত্যাগের মহিমায়😢
এসো আজ শিক্ষা📙নিই আমরা সবাই👨👨👦👦
সাম্য মৈত্রের এমন শুভ লগনে⏲ হতাশা😕❤
না থাকে আজ কারোর মনে অপরূপ এই মিলন মেলায়👨👨👧👧
দিয়োনা কাউকে দুঃখ😭 অবহেলায়💔 - কাঁদে😭আকাশ কাঁদে😭বাতাশ কাঁদে😭জমিন🛬
আসমান🌃 কুরবানি🐄দেবো খোদার🕋 প্রেমে❤ দিল করে পাষাণ😈
পশুর🐮সাথে মনের পশুর🐮 হবে আজ কুরবান😭
সত্য সুন্দর পৃথবী🌏গড়ে করে দেবো প্রমাণ❤ - উদিত রবির প্রথম আলো😍 দূর করবে সকল কালো।
😄 মাতবে মন আনন্দধারায়, সবাই হবে বাঁধনহারা।
দিনটি ⛅হোক তোমার তরে মন ভরে উঠুক খুশির 😋ঝরে !
ঈদ মোবারক My Best Dst!!☪ - ঘুরে ফিরে বারে বারে,😄 ঈদ আসে ঈদ চলে যায়🌙
ঈদ হাসতে শেখায়😍 ভালবাসতে 💕শেখায় ত্যাগের মহিমা শেখায়।
’ ঈদ মোবারক।🌙 - তুমি শিশির ভেজা গোলাপের 🌹পাপড়ি, তুমি পাহাড়ের⛰
গায়ের ঝর্নার পানি💦 তুমি বর্ষার এক পরশ বৃষ্টি🌧 তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ🌛
তোমাকে জানাই ঈদ মুবারক !☪ - ঈদের 🌙 শুভেচ্ছা রাশি রাশি, মনটা রাখো তোমার হাসি খুশি😄 গোস্ত🍖
খেও বেশি বেশি🌮🥗 Miss করিনা গরু🐄 খাসি,
দাওয়াত দিলাম আমার বাড়ি🏡 চলে আসবে তুমি তাড়াতাড়ি.
🚶 বন্ধু তোমায় ঈদ মোবারক !!☪ - আম পাতা🍃 জোড়া জোড়া, নতুন সব 🙋দিচ্ছে সাড়া , ভাল থেকো , সুখে থেকো 😀,
আর আমার কথাটি মনে 💭রেখ। ঈদ মোবারক বন্ধু – ২০২… !!☪ - সূর্য🌞 বিলায় আলো ! তোমরা থাক ভালো
😊 চাঁদ 🌛ছড়ায় জোছনা ! তোমাদের প্রতি শুভ 👱কামনা !
ঈদ মোবারক !!🌙 - সাদা গোলাপ🌹 সবুজ গোলাপ, তোমাকে জানাই ঈদের🌙 কথা.
আসবে আমার বাড়িতে, বসতে 🪑দিবো ফিরিতে.
খাবে কিন্তু অল্প,🥧 করবো অনেক গল্প👨👧👦.
ঈদ মুবারক ।☪ - More Status link…