আদালতে পরি মণির দ্বিতীয় অধ্যায়

Table of Contents

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  সত্যব্রত শিকদারের আদালতে হাজিরা দেবেন তিনি: 

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আদালতে হাজির হন তিনি।

পরীমণির আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান এ প্রসঙ্গে বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  সত্যব্রত শিকদারের আদালতে হাজিরা দেবেন পরীমণি।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট  ৫০ হাজার টাকার মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত।

৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব।  এরপর তাকে কাশিমপুর করে আদালত। এসময়ের মধ্যে তাকে তিনদফাফ রিমান্ডে নেওয়া হয়।

এই ধরনের ভাইরাল খবর খুঁজে পেতে সাথে থাকুন

                    আর এখন পর্যন্ত রেজিস্ট্রেশন  না করে থাকলে আজি

                                                                                          রেজিস্ট্রেশন  করে ফেলুন আমাদের প্রমো কোড ব্যবহার করে

         1xbet এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন:

https://cutt.ly/vgBd9i1

কিভাবে রেজিস্ট্রেশন করবেন ভিডিও

https://www.youtube.com/watch?v=_05m6XtQa7k

তাছাড়া, প্রমোকোড ব্যবহারে পাচ্ছেন ১০০% বোনাস !

Promocode : Bazi157

 

 

 

 

Tags: , , , , , , , , , , , , , ,

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar