অপু ভাইয়ের নতুন লুকের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পঞ্চমুখ
Posted on : September 27, 2021 | post in : admin,Affiliate Marketing,Airtel offer,Android Tips,Banglalink offer,Blogger,Blogspot Seo,Facebook Tips,Football Prediction,Games Review |Leave a reply |
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে সেই লুক প্রশংসা পাচ্ছে’
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও আপলোড করে আলোচনায় এসেছিলেন ইয়াসীন আরাফাত অপু ওরফে অপু ভাই। হঠাৎ এক ঘটনায় জড়িয়ে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয়েছিল তাকে।
এরপর দীর্ঘদিন ছিলেন আলোচনার বাইরে। সম্প্রতি তাকে দেখা গেছে নতুন লুকে। নিজেকে আমূল বদলে ফেলেছেন তিনি।
তাকে দেখা গেছে আদনান আল রাজীব নির্মিত এক ওয়েবসিরিজে। এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় তরুণ নির্মাতা অনন্য মামুনের পরিচালনায়। মামুনের এক ওয়েবসিরিজে চূড়ান্ত হয়েছেন অপু ভাই।
য়েবসিরিজটির নাম “সিনিয়র ভার্সেস জুনিয়র”। পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অনন্য মামুন জানিয়েছেন, ভিন্ন আঙ্গিকে ভাবনার একটি গল্প নিয়ে তিনি সিরিজটি নির্মাণ করতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর শুটিং শুরু হবে।
অনন্য মামুন আরও বলেন, “কে কীভাবে নেবেন আমি জানি না। তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি।”
এই ধরনের ভাইরাল খবর খুঁজে পেতে সাথে থাকুন
আর এখন পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকলে আজি
রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের প্রমো কোড ব্যবহার করে
1xbet এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন:
https://cutt.ly/vgBd9i1
কিভাবে রেজিস্ট্রেশন করবেন ভিডিও
https://www.youtube.com/watch?v=_05m6XtQa7k
তাছাড়া, প্রমোকোড ব্যবহারে পাচ্ছেন ১০০% বোনাস !
Promocode : Bazi157