Youtube হতে পারে আপনার অনলাইনে আয় করার সঠিক পথ…
Youtube থেকে আয় করার উপায় আলোচনা করবো । যারা অনলাইনে আয় করতে চান । অথবা
Youtube Channel খুলতে চাচ্ছেন । তাদের জন্যই আজকের পোস্টটি ।
Youtube থেকে আয় করার সহজ উপায় ।

Youtube হতে পারে আপনার অনলাইনে আয় করার সঠিক পথ
ইউটিউব Monitizetion এটা ইউটিউবের সাথেই একটি Partner Program । ইউটিউব থেকে আয় করার উপায় হলো Youtube Monitizetion ।
Youtube Monitizetion মূলত Google Adsense এর মাধ্যমেই হয়ে থাকে । কোনো ওয়েবসাইটে Google Adsense Approve হলে যেমন Ads Show করার মাধ্যমে ইনকাম করা যায় ।
ঠিক তেমনি
ইউটিউব Channel Ads Show করার মাধ্যমে ও আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন । Youtube যেহেতু আমাদের নিজস্ব Site না ।
এজন্যে প্রতিটি Ads থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইউটিউব নিবে এবং বাকিটা ওই Channel এর মালিককে দিবে । তবে Channel এর আয় নির্ভর করবে কি ধরনের Ads Show করবে তার
উপর । আর কি ধরনের Ads Show করবে সেটা সম্পূর্ণ ভাবে আপনার Video কোয়লাইটির উপর নির্ভর করে ।
Google Adsense Apply করার জন্য আপনাকে নির্দিষ্ট শর্তগুলি মানতে হবে ।

Youtube হতে পারে আপনার অনলাইনে আয় করার সঠিক পথ…
1. আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার Channel টি ইউটিউ
বের সবরকমের
নীতি এবং নির্দেশিকা পূরণকরেছে ।
2. আপনার Google অ্যাকাউন্টের জন্য
Step-2 ভেরিফিকেশন নিশ্চিত করুন ।
3. আপনার Youtube Channel এ 1000+ Subcriber সহ সবগুলো ভিডিওতে
মোট 4000+ ঘণ্টা Watch-Time থাকতে হবে ।
google adsense কি?কিভাবে আয় করব?কত টাকা পাব?এডসেন্স a to z বিসতারিত all part
শুধুমাত্র ইউটিউবের এই দুইটা requirements পূরণ করার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ।
4. আপনার শুধুমাত্র একটি Adsense অ্যাকাউন্ট আছে সেটা নিশ্চিত করুন এবং Payment নেওয়ার
জন্যে একটি Bank অ্যাকাউন্ট সংযুক্ত করুন ।
5. এরপর নির্দিষ্ট কিছু নিয়ম মেনে Monitizetion Apply করুন ।
6. আপনার Apply করার পর ইউটিউব Channel টি পর্যবেক্ষণের জন্য কিছুদিন রাখা হবে । তারপর, আপনি Adsense পেয়ে যাবেন ।
আমি এর আগে ইউটিউব Video Viral করার উপায় নিয়ে পোষ্ট করেছি । চাইলে দেখতে পারেন ।
তাছাড়া, Youtube থেকে আয় করার উপায় গুলোর জনপ্রিয় একটি উপায় হলো স্পনসর ।
বিভিন্ন কোম্পানি তাদের তৈরি নতুন Product গুলো সবার কাছে পৌঁছানোর জন্য ইউটিউব চ্যানেলের
মাধ্যমে Review করিয়ে থাকে । স্পনসর বিভিন্ন ধরনের হতে পারে ।
ধরুন আপনি একটি Youtube
Channel এর Owner । এখন আপনার ভিডিওতে যখন বেশি বেশি View আসবে । তখন এমন অনেক
কোম্পানি আছে । যারা আপনার সাথে নিজেরাই যোগাযোগ করবে ।
তাদের Product Show
করানোর জন্য । আপনি যেকোনো কিছু একটি বড় Channel এর কোনো ভিডিওতে স্পনসর করার মাধ্যমে
তার কাছে আপনার জিনিসটি Show করতে পারেন পারেন । তার বিনিময়ে আপনি একটি নিদিষ্ট পরিমাণ টাকা পাবেন ।
অনলাইনে আয় করতে চান ? online earning এর 20+ উপাই আপনিও পারবেন.. (861,056)
তাহলে, এখনই একটি Youtube Channel খোলে আয় করা শুরু করুন ।
ধন্যবাদ ।