Youtube হতে পারে আপনার অনলাইনে আয় করার সঠিক পথ…

Posted on : February 10, 2021 | post in : Online Earning |Leave a reply |

Youtube থেকে আয় করার উপায় আলোচনা করবো । যারা অনলাইনে আয় করতে চান । অথবা
Youtube Channel খুলতে চাচ্ছেন । তাদের জন্যই আজকের পোস্টটি ।

Youtube থেকে আয় করার সহজ উপায় ।



Youtube হতে পারে আপনার অনলাইনে আয় করার সঠিক পথ...

Youtube হতে পারে আপনার অনলাইনে আয় করার সঠিক পথ

ইউটিউব Monitizetion এটা ইউটিউবের সাথেই একটি Partner Program । ইউটিউব থেকে আয় করার উপায় হলো Youtube Monitizetion ।

Youtube Monitizetion মূলত Google Adsense এর মাধ্যমেই হয়ে থাকে । কোনো ওয়েবসাইটে Google Adsense Approve হলে যেমন Ads Show করার মাধ্যমে ইনকাম করা যায় ।

ঠিক তেমনি
ইউটিউব Channel Ads Show করার মাধ্যমে ও আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন । Youtube যেহেতু আমাদের নিজস্ব Site না ।

এজন্যে প্রতিটি Ads থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইউটিউব নিবে এবং বাকিটা ওই Channel এর মালিককে দিবে । তবে Channel এর আয় নির্ভর করবে কি ধরনের Ads Show করবে তার
উপর । আর কি ধরনের Ads Show করবে সেটা সম্পূর্ণ ভাবে আপনার Video কোয়লাইটির উপর নির্ভর করে ।

Google Adsense Apply করার জন্য আপনাকে নির্দিষ্ট শর্তগুলি মানতে হবে ।



Youtube হতে পারে আপনার অনলাইনে আয় করার সঠিক পথ...

Youtube হতে পারে আপনার অনলাইনে আয় করার সঠিক পথ…

1. আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার Channel টি ইউটিউ

বের সবরকমের
নীতি এবং নির্দেশিকা পূরণকরেছে ।

2. আপনার Google অ্যাকাউন্টের জন্য
Step-2 ভেরিফিকেশন নিশ্চিত করুন ।

3. আপনার Youtube Channel এ 1000+ Subcriber সহ সবগুলো ভিডিওতে
মোট 4000+ ঘণ্টা Watch-Time থাকতে হবে ।

google adsense কি?কিভাবে আয় করব?কত টাকা পাব?এডসেন্স a to z বিসতারিত all part

শুধুমাত্র ইউটিউবের এই দুইটা requirements পূরণ করার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ।

4. আপনার শুধুমাত্র একটি Adsense অ্যাকাউন্ট আছে সেটা নিশ্চিত করুন এবং Payment নেওয়ার
জন্যে একটি Bank অ্যাকাউন্ট সংযুক্ত করুন ।

5. এরপর নির্দিষ্ট কিছু নিয়ম মেনে Monitizetion Apply করুন ।

6. আপনার Apply করার পর ইউটিউব Channel টি পর্যবেক্ষণের জন্য কিছুদিন রাখা হবে । তারপর, আপনি Adsense পেয়ে যাবেন ।

আমি এর আগে ইউটিউব Video Viral করার উপায় নিয়ে পোষ্ট করেছি । চাইলে দেখতে পারেন ।

তাছাড়া, Youtube থেকে আয় করার উপায় গুলোর জনপ্রিয় একটি উপায় হলো স্পনসর ।

বিভিন্ন কোম্পানি তাদের তৈরি নতুন Product গুলো সবার কাছে পৌঁছানোর জন্য ইউটিউব চ্যানেলের
মাধ্যমে Review করিয়ে থাকে । স্পনসর বিভিন্ন ধরনের হতে পারে ।

ধরুন আপনি একটি Youtube
Channel এর Owner । এখন আপনার ভিডিওতে যখন বেশি বেশি View আসবে । তখন এমন অনেক
কোম্পানি আছে । যারা আপনার সাথে নিজেরাই যোগাযোগ করবে ।

তাদের Product Show
করানোর জন্য । আপনি যেকোনো কিছু একটি বড় Channel এর কোনো ভিডিওতে স্পনসর করার মাধ্যমে
তার কাছে আপনার জিনিসটি Show করতে পারেন পারেন । তার বিনিময়ে আপনি একটি নিদিষ্ট পরিমাণ টাকা পাবেন ।

অনলাইনে আয় করতে চান ? online earning এর 20+ উপাই আপনিও পারবেন.. (861,056)

তাহলে, এখনই একটি Youtube Channel খোলে আয় করা শুরু করুন ।

ধন্যবাদ ।

Tags: , ,

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar