twitter থেকে আয় করুন হাজার হাজার টাকা , টুইটার থেকে আয় করার 6+ উপায়

Posted on : January 17, 2019 | post in : Online Earning |Leave a reply |

আপনি কী twitter থেকে online এ আয় করতে চান ? টুইটারের মাধ্যমে অনলাইনে আয় করুন এখন ৷


twitter বিজ্ঞাপনের মাধ্যমে আয়

২০০৬ এ লঞ্চ করা সোশাল মিডিয়া নেটওয়ার্ক হিসেবে টুইটারের রয়েছে ৩০০ মিলিয়ন ইউজার।

তার মাঝে অনেক ইউজার রয়েছে যারা টুইটারকে ব্যবহার করছেন তাদের ব্যবসায়িক নেটওয়ার্ক হিসেবে।

ভোক্তাদের ট্র্যাক রাখা, ম্যাসেজ দেয়া, প্রোডাক্ট প্রমোশনসহ নানা কাজে টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে অনেকেই সফল হয়েছেন এবং হচ্ছেন।

টুইটার থেকে আয় করার জন্য সর্ব প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে
টুইটারে একটি অ্যাকাউন্ট খোলা ।

আপনার যদি একটা শক্তিশালি ফলোয়ার নেটওয়ার্ক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটিকে আপনি টাকা উপার্জনের একটা উপায়ে রূপ দিতে পারবেন।

আপনার twitter এ যদি প্রচুর সংখ্যক ফলোয়ার বা অনুসারী থাকে, তাহলে আপনি টুইটার থেকে টাকা আয়েরও ব্যবস্থা করতে পারবেন।

অবশ্য কাজটি মোটেই সহজ নয়। শুধু ফলোয়ার থাকলেই হবে না, আপনার থাকতে হবে হিউম্যান ফলোয়ার।

অর্থাৎ, বট ফলোয়ার থাকলে আপনি বিভিন্ন ওয়েবসাইটে টুইটার থেকে টাকা আয়ের উদ্দেশ্যে সাইন আপ করতে পারবেন ঠিকই, তবে টাকা তেমন একটা আসবে না।

কেননা, বট আপনার লিংকে ক্লিক করলেও সে রেজিস্ট্রেশন করবে না। চিনতার কারন নাই আমি আছি না,আয় হবেই ৷

যাই হোক, আসুন জেনে নিই 6টি website এর কথা যে চারটি সাইট থেকে আপনি আপনার twitter একাউন্ট থেকে টাকা আয়ের ব্যবস্থা করে নিতে পারেন।



1. Sponsored Tweets


>

পাঠকদের মধ্যে কেউ যদি IZEA Inc. এর নাম শুনে থাকেন, তাহলে বুঝতেই পারবেন স্পনসর্ড টুইটস কোম্পানিটির বর্তমান অবস্থান কুথাই ।

আইজিয়া ইনকর্পোরেটেড অনলাইনে আয়ের ক্ষেত্রে একটি বিশাল মার্কেট ধরে রেখেছে।

বেশ কয়েকটি সমৃদ্ধ মার্কেটপ্লেসও রয়েছে এদের। তাই প্রথম যখন আইজিয়া কর্তৃক sponsored tweets এর ঘোষণা দেয়া হয়, তখন মোটামুটি নাড়া পড়ে যায় ইন্টারনেট জগতে।

স্পনসর্ড টুইটস প্রতিটি সফল আপডেটের জন্য বরাবর ১$ দিয়ে থাকে। তবে আপনি চাইলে যেকোনো সময় এই দাম কমাতে বা বাড়াতে পারবেন।

উল্লেখ্য, দাম কম রাখাই ভালো, কেননা এতে করে বিজ্ঞাপনদাতা বেশি পাওয়া যায়।

যখনই কোনো বিজ্ঞাপনদাতা আপনার টুইটার স্ট্রিমে বিজ্ঞাপন দিতে চান, আপনাকে তা ইমেইল করে জানানো হয়।

আপনি ইচ্ছেমতো তা গ্রহণ বা বর্জন করতে পারবেন। প্রয়োজনে টুইটারের মেসেজটি নিজে নিজে লিখে নিতে পারবেন।

আপনি কোনো বিজ্ঞাপন গ্রহণ করলে তা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপডেট হবে এবং আপনার একাউন্টে পরবর্তী চব্বিশ ঘণ্টার মধ্যেই তার টাকা জমা হবে।

স্পনসর্ড টুইটস আপনাকে পেপালের মাধ্যমে টাকা দিয়ে থাকে। সর্বনিম্ন ৫০ ডলার হলে আপনি টাকা তুলতে পারবেন। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সুবিধাতো রয়েছেই।

2. ad.ly থেকে আয়




ad.ly হঠাৎ করেই বেশ নাড়া ফেলে দিয়েছে ইন্টারনেট জগতে। এটি প্রায় নতুন একটি টুইটার অ্যাডভার্টাইজিং কোম্পানি। এদের কনসেপ্টও কিছুটা ভিন্ন।

ad.ly আপনাকে সপ্তাহব্যাপী ক্যামপেইন অফার করবে। অর্থাৎ, টানা এক সপ্তাহের জন্য আপনি টাকা পেয়ে যাবেন যার বিনিময়ে প্রতিদিন আপনার একাউন্ট থেকে একটি করে স্ট্যাটাস আপডেট করা হবে।

এক্ষেত্রে সপ্তাহব্যাপী ক্যামপেইনের জন্য কত টাকা নিবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই।

আপনি যদি বুঝতে না পারেন কত টাকা অফার করা উচিৎ, ad.ly আপনাকে সাহায্য করবে।

ad.ly-এ রেজিস্ট্রেশন করে আপনাকে সুযোগ এর জন্য অপেক্ষা করতে হবে।

সাধারণত প্রচুর সংখ্যক সক্রিয় ফলোয়ার না থাকলে এই কোম্পানি থেকে বিজ্ঞাপনদাতা পাওয়া যায় না।

যদি আপনি পেয়ে যান, সেক্ষেত্রে আপনি তা গ্রহণ করতে পারবেন। গ্রহণ করার সময়ই আপনাকে নির্ধারণ করে দিতে হবে উইকলি ক্যামপেইনে আপনি কত দাবি করবেন।

সেই মূল্য বিজ্ঞাপনদাতার কাছে যাবে এবং তারা যদি সম্মতি দেন, তাহলেই আপনার টুইটার একাউন্টে টানা ৭ দিন প্রতিদিন একটি করে স্পনসর্ড টুইট আপডেট হতে থাকবে।

ad.ly এর ওয়েবসাইট ঘেঁটে কত টাকা আয় হলে তা উঠানো যায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে কোম্পানিটি।

3. be-a-magpie




>be-a-magpie সাইটে রেজিস্ট্রেশন করার পর আপনার একাউন্টের অ্যাকসেস দিয়ে দিতে হবে এই সাইটটিকে। একসেস না দিলেও চলবে তবে একসেস দিয়ে দেয়াটাই ভালো।

এর ফলে আপনাকে যখনই কোনো বিজ্ঞাপনদাতা sponsored tweet দিতে আগ্রহী হবে, তখনই বি-এ-ম্যাগপাই এটিকে লাইনে দাঁড় করিয়ে দিবে এবং সময়মতো আপডেট করে দিবে।

উল্লেখ্য, আপনি চাইলে অবশ্যই প্রতিটি স্পনসর্ড টুইট আপডেট হওয়ার আগে দেখে নিতে পারবেন।


এছাড়াও কতটি টুইটের বিপরীতে একটি করে স্পনসর্ড টুইট আপডেট হবে, তাও সিলেক্ট করে দিতে পারবেন আপনি।

ন্যূনতম ৫টি আপডেট/১টি স্পনসর্ড টুইট হচ্ছে ratio।
বি-এ-ম্যাগপাই-এ তিন ধরনের স্পনসর্ড টুইট থাকে। পে-পার-ভিউ, পে-পার-ক্লিক এবং পে-পার-অ্যাকশন।

নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ধরনের টুইটের কী কাজ।

আপনি এগুলোর যেকোনো একটি সিলেক্ট করে রাখতে পারেন অথবা সবগুলোকেই allow করে রাখতে পারেন। পছন্দ আপনার।

বি-এ-ম্যাগপাই আপনাকে পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করবে। এ জন্য আপনার ন্যূনতম ব্যালেন্স হতে হবে ৫০ ডলার।

আপনি আপনার ব্যালেন্স দিয়ে প্রয়োজনে বি-এ-ম্যাগপাই নেটওয়ার্কে অ্যাডভার্টাইজিংয়ের কাজেও লেগে যেতে পারেন।

এছাড়াও রেফারাল অপশন তো রয়েছে সেখান থেকেও আয় করতে পারবেন ৷

4. RevTwt থেকে আয়




www.revtwt.com অনেকটা বি-এ-ম্যাগপাই-এর মতোই। প্রতিটি ভ্যালিড ক্লিকের জন্য রেভিনিউ টুইট দিয়ে থাকে ০.০৪ ডলার থেকে ০.২০ ডলার।

বিজ্ঞাপনী টুইট আপডেট হওয়ার আগে চাইলে আপনি দেখে নিতে পারবেন আপনার ড্যাশবোর্ড থেকে।

এছাড়াও ইচ্ছে করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতেও বিজ্ঞাপনী টুইট পাওয়ামাত্র আপডেট করতে পারবেন আপনি।

রেভিনিউ টুইট পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে। আপনার ব্যালেন্স ন্যূনতম ২০$ ডলার হলেই আপনি টাকা পেয়ে যাবেন।

এছাড়া চেকের মাধ্যমেও টাকা দিয়ে থাকে রেভিনিউ টুইট।সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যালেন্স ১০০$ ডলার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

5. My likes




My Likes একটি অ্যাডভারটাইজিং প্লাটফর্ম যা এখন Post Intelligence নামে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে।

এই জনপ্রিয় প্লাটফর্মটি টুইটার, ব্লগস্, এমনকি টাম্বলারের মত বিখ্যাত সাইটগুলোতে ব্যবহৃত হচ্ছে অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক হিসেবে।

বিভিন্ন অ্যাডভারটাইজারের অ্যাডগুলো আপনার প্রোপাইলে শো করে Pay Per Click মেথড অনুসারে আয় করতে পারেন আপনার টুইটার অ্যাকাউন্ট দিয়ে।

প্রতি ক্লিকের জন্য আপনি পাবেন 0.42 ডলার বা ৩৩.৬ টাকা। দিনে যদি মাত্র ১০টা ক্লিকও পান,

তাতেই আপনার আয় দাঁড়িয়ে যাবে ৩৩৬ টাকা। এটা শুধু My Likes থেকে, অন্যান্য উপায় তো রয়েছেই। এবিষয়ে পরে লিখব ৷

6. Twittad




Twittad ই হচ্ছে টুইটারের জন্য তৈরি প্রথম স্পন্সর টুইট নেটওয়ার্ক। এই প্লাটফর্মে আপনি আপনার প্রতি ক্লিকের মূল্য নির্ধারণ করে দিতে পারবেন।

তবে আপনাকে অপেক্ষা করতে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অ্যাডভারটাইজার আপনার নির্ধারিত মূল্যে অ্যাড প্রদর্শন করতে রাজী না হন।

এছাড়াও, আপনাকে আপনার সঠিক ক্যাটেগরি নির্ধারণ করে দিতে হবে যাতে অ্যাডভারটাইজারা তাদের পণ্যের বিজ্ঞাপন সঠিক প্রোপাইলে প্রদর্শন করতে পারে।

যখনই আপনার অ্যাকাউন্টে ৩০ ডলার জমা হবে, আপনি তখনই কেবল তা উত্তোলন করতে পারবেন।

লক্ষ্যণীয়:




টুইটার থেকে আয়ের ব্যাপারটি এখনও প্রায় নতুন। যেহেতু বাংলাদেশে এখনো টুইটার ততোটা জনপ্রিয়তা পায়নি, তাই প্রাথমিক দৃষ্টিতে এটিকে স্বপ্নের মতোই মনে হতে পারে ৷ টুইটার থেকে ও বড় অংকের টাকা আয় করা সম্ভব।

আপনি যদি Twitter থেকে আয় করতে চান তাহলে আগে আপনার ফলোয়ার বাড়ান তারপর আমার সাথে যোগাযোগ করেন , আমি সব শিখিয়ে দিব ৷ এখানে সব বিসতারিত বলা সম্ভাব হই না ৷ যো : +8801788716433

প্রশ্ন : Twitter থেকে মাসে কত টাকা বা কত ডলার আয় করা যাবে ?




উত্তর : আমেরিকান সেলিব্রেটি Kim Kardashian তার প্রতিটি টুইট এর মাধ্যমে ad.ly থেকে $10,000 পান। তবে এটাকে আপনি অপ্রত্যাশিত আয় বলে ধরে রাখতে পারেন।

কারন Kim Kardashian এর যেখানে ২০ লাখ এর বেশি ফলোয়ারস রয়েছে, সেখানে কয়েকশো ফলোয়ার্স দিয়ে আয় করার চিন্তাটা বোকামি।

তবে ধীরে ধীরে বিপুল সংখ্যক সক্রিয় ফলোয়ার পেলে আপনিও আয় করতে পারেন টুইটার থেকে।

এখন ভাবুন টুটার থেকে কত আয় করা সম্ভাব ৷ আগে টুইটারে ফলোয়ার বাড়ান তার পর আমাকে কল করুন ৷ আমি সব বুঝিয়ে দিব ৷

online আয় করতে চান ? সঠিক গাইলাইন নিন সাথে অনলাইনে আয় এর 25+ উপায়

Tags:

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar