poem লেখার নিয়ম একটি শিখে লিখুন সব গুলা

Posted on : April 4, 2018 | post in : ইংরেজি পাস ঠেকাই কে? |Leave a reply |

আজ আমরা ইংরেজি poem writing বা লেখার নিয়ম শিখব
তার আগে আমাদের জানতে হবে পোয়েম কি? পোয়েম হল কবিতা ৷


তো poem লিখতে হবে আসলে আমরা বাংলা 2য় পার্ট এ যে সারাংশ বা সারমর্ম লিখি তার মত করে লিখতে হবে ৷কবিতার মূল ভাব টুকু বা কবিতা পড়ে তুমি কি শিক্ষা লাভ করলে তার সংক্ষিপ্ত বিবরণ ই হল পোয়েম ৷
তো যারাদের পরিক্ষায় একেবারে কমন পড়বে না তারা নিচের নিয়ম টা ফলো করুন:—
প্রথম লাইন- In the peom + কবিতার প্রথম লাইন
দ্বিতীয় লাইন- It’s is declared that + 2য় লাইন
3তম লাইন- It is said that + 4তম লাইন
4তম লাইন- We also learn this poem + 5তম  লাইন
শেষ লাইন- Finally we believe that + শেষ লাইন (poem এর)

আমার লেখা কিছু কবিতা বা poem

তোমার কারণে আমি হয়েছি এক উল্কাপিণ্ড,
আমি ধেয়ে যাই আকাশপানে, যেথায় তোমার বাস,
এখন তুমি চাইলে অবজ্ঞায় ফিরিয়ে দিতে পারো আমায় অথবা দেখেও করতে পারো না দেখার ভান।
কিন্তু আমার স্ফুলিঙ্গ – প্রজ্বলিত হবেই তোমার মুখ, তুমি চাইলেও লুকোতে পারবে না,
পারবে না ঢেকে রাখতে তোমার গাঢ় নীলে পুঞ্জিভূত সৌন্দর্য।
জীবনের পথে আমি হেঁটে বেড়িয়েছি অর্ধেক,
অর্ধেক পিয়েছি জল। এ যেন জ্বরের ঘোরে দেখা স্বপ্নের মধ্যে হাঁটাহাঁটি,
সহস্র মাইল হেঁটেও পা ছুঁতে পারে না মাটি।
অর্ধেক খোলা চোখ অর্ধেক রুদ্ধ হৃদয় নিজেকে নিয়ে অর্ধেক জানাজানি
অর্ধেক বলা কথা নিজেকে অর্ধেক দেখি ভূত দেখার মত অর্ধেক দেখি তোমাকে,
অর্ধেক মানুষ হয়ে ঘুরে বেড়াই
আমি তো জানি না কিভাবে ভালোবাসতে হয়,
ভালোবাসার কি কোন পন্থা আছে? আছে বোধয়।
শতাব্দীর পর শতাব্দী তো পার হইল ভালোবাসার রাস্তা খুঁজতে গিয়া,
কিন্তু শু
রুই হইল না এখনো ভালোবাসা।
মহাকালের কপালে বিন্দু বিন্দু ঘাম জইমা উঠে ক্লান্তিতে জড়াইয়া আসে আমার জোড়া পা।
এরই মধ্যে দৃশ্যমান হও তুমি, হও কি? নাকি আমিই
poster লেখার নিয়ম একটি শিখে লিখুন অনেক গুলা
ব্যাছ কাজ শেষ  poem writing এর ৷ মনে রাখবেন এটা যাদের কমন আসবে না তাদের জন্য ৷ আর একটি কথা poem যেন 50-60 world এর মধ্য থাকে

কোন ভুল হলে খমার চোখে দেখবেন ৷
ইতি,
Tarakbiswas

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar