Facebook Ad Breaks কি ? কিভাবে Page অ্যাড ব্রেকস চালু করব ? কিভাবে আয় করব ?
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook। শুধুই কী তাই! এর বাইরে ফেসবুকে নানা উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন তরুণ-তরুণীরা।
এছাড়াও video তৈরি করে ফেসবুকে প্রকাশের মাধ্যমে তৈরি হয়েছে আয়ের নতুন পথ। বর্তমানে বিশ্বের ৩২টি দেশের ব্যবহারকারীরা ফেসবুকে এই সুবিধা পাচ্ছেন।
‘অ্যাড ব্রেকস’ নামে ফেসবুকের এই সুবিধার তালিকায় রয়েছে বাংলাদেশও। এখন ফেসবুকে ভিডিও পোস্ট করে আয় করতে পারেন আপনিও ৷
Facebook অ্যাড ব্রেকস কী?
অ্যাড ব্রেকস এর অর্থ হচ্ছে বিজ্ঞাপন বিরতি। মনে করেন, আপনি ফেসবুকে কোন ভিডিও দেখছেন। ভিডিও এর মাঝে হঠাৎ করে ১০-১৫ সেকেন্ডের একটি বিজ্ঞাপন চলে আসলো।
কিংবা ভিডিও এর নিচে একটি অ্যাপস ডাউনলোডের বিজ্ঞাপন দেখাচ্ছে।
এই বিজ্ঞাপনদাতা থেকে ফেসবুকের আয়ের ৫৫ % জমা হবে ভিডিও প্রকাশকারীর অ্যাকাউন্টে। যেখানে youtube ও 55% দেই !
বর্তমানের বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত ভিডিওতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
Facebook অ্যাড ব্রেকস কিভাবে পাবেন?
ফেসবুকের এই সুবিধা পেতে আপনার অবশ্যই একটি Facebook Page থাকতে হবে।
যেখানে ১০,০০০ হাজার এর বেশি ফলোয়ার (লাইক), সবশেষ ৬০ দিনে এক মিনিট দৈর্ঘের ৩০ হাজার ভিউ এবং ভিডিও এর দৈর্ঘ্য কমপক্ষে ৩ মিনিট হতে হবে।
তাহলেই আপনি পাবেন google adsense এর মত আর একটি সেবা ৷
আপনার ফেসবুক পেজে এ অ্যাড ব্রেকস চালু করবেন কিভাবে?
পেইজের ভিডিওতে অ্যাড ব্রেকস চালু করতে Facebook Join Ad Breaks এই ঠিকানায় গিয়ে পেইজের যোগ্যতা যাচাই করুন। এরপর অ্যাড ব্রেকস চালুর আবেদন করুন।
সবকিছু ঠিক থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই Facebook Tem আপনার আবেদনের আপডেট জানিয়ে দেবে।
যেভাবে আপনার facebook video তে অ্যাড ব্রেকস যুক্ত করবেন !
একটি ফেসবুকে পেইজে লেখা, ছবি, ভিডিওসহ নানা রকমের কনটেন্ট প্রকাশ করা হয়। সে সব কনটেন্টের বিস্তারিত জানা যাবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে।
এই ক্রিয়েটর স্টুডিও এর ভিডিও সেকশনে ভিডিও আপলোডের সময় অ্যাড ব্রেকস নির্বাচন করতে হবে।
এসময় আপনি বিজ্ঞাপন প্রকাশের জন্য দু’টি অপশন দেখতে পাবেন। এর একটি হচ্ছে স্বয়ংক্রিয় নির্বাচন পদ্ধতি অন্যটি পছন্দের পদ্ধতি।
স্বয়ংক্রিয় নির্বাচন পদ্ধতিতে ফেসবুক তার ইচ্ছামত সময়ে আপনার ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করবে। আর পছন্দের ক্ষেত্রে আপনি ৬০ ও ১২০ সেকেন্ডের মধ্যে বিজ্ঞাপন প্রদর্শনের সময় নির্ধারণ করতে পারবেন।
তবে পূর্বের ভিডিওতে অ্যাড ব্রেকস চালু করতে ভিডিও এর এডিট অপশনে গিয়ে ডান দিকের মেনু থেকে অ্যাড ব্রেকস নির্বাচন করতে হবে।
Facebook লাইভ ভিডিওতে অ্যাড ব্রেকস add
ফেসবুক পেইজের লাইভ ভিডিওতে অ্যাড ব্রেকস সুবিধা রয়েছে।
এজন্য লাইভ ভিডিও কমপক্ষে ৪ মিনিট হতে হবে। একই সঙ্গে ভিডিওটি কমপক্ষে ৩০০ জনকে দেখতে হবে।
Facebook থেকে অর্থ উত্তোলন করবেন যেভাবে !
ফেসবুক বিজনেস ম্যানেজারের মনিটাইজেশন অপশনে অ্যাড ব্রেকস থেকে প্রতিদিনের আয় দেখা যাবে।
এখানেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিতে হবে। এই মাসের আয় পরের মাসের মাঝামাঝি সময়ে নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে ফেসবুক।
facebook Auto Like, Auto Comment, Auto Follower, Auto Page Like নিনJan 1, 2019 | 2 Comments
ফেইসবুক এর সব সমস্যার সমাধান একটি app দিয়ে সমাধাণ করুনNov 22, 2018 | 3 Comments
facebook আপনার website link block করেছে? দেখে নিন যেভাবে unblock করবেনOct 29, 2018 | 2 Comments
নতুন ফোন কিনার আগে phone review দেখুন mobile phone app থেকেAug 12, 2018 | 3 Comments