Brazil Argentina কারা এগিয়ে ও 2018 রাশিয়া ফুটবল বিশ্বকাপ দলগুলার র্যাংকিং
ব্রাজিল আর্জেন্টিনা আমাদের দেশে সবচেয়ে বেশি ভক্ত সমর্থক ,বর্তমান বিশ্বে যে দল যতই ভালো খেলুক না কেন। এবার 2018 বিশ্বকাপের আগে আবারো আলোচনায় ব্রাজিল আর্জেন্টিনা। আর সেটার কারন হল, দুই দলেরই বিশ্বকাপে মুখোমুখি হওয়ার দারুন সম্ভাবনা নিয়ে।
তবে চলুন আমরা দেখে নেই ব্রাজিল আর্জেন্টিনার আগের যত পরিসংখ্যান।
তবে তার আগে চলুন এবার দেখে নেই এবার রাশিয়া ফুটবল বিশ্বকাপ 2018 এর দলগুলো এবং এদের র্যাংকিং।
১. রাশিয়া- ৬৬
২. সৌদি আরব – ৬৭
৩.মিসর- ৪৬
৪. উরুগুয়ে -১৭
৫. পর্তুগাল – ৪
৬. স্পেন- ৮
৭. মরক্কো- ৪২
৮. ইরান- ৩৬
৯. ফ্রান্স- ৭
১০. ডেনমার্ক- ১২
১১. অষ্ট্রেলিয়া-৪০
১২. পেরু- ১১
১৩. আর্জেন্টিনা- ৫
১৪.আইসল্যান্ড- ২২
১৫. ক্রোয়োশিয়া- ১৮
১৬. নাইজেরিয়া- ৪৭
১৭. ব্রাজিল-২
১৮. সুইজারল্যান্ড-৬
১৯. কোস্টারিকা-২৫
২০- সার্বিয়া- ৩৫
২১. বেলজিয়াম-৩
২২. পানামা- ৫৫
২৩. তিউনিশিয়া-১৪
২৪. ইংল্যান্ড-১৩
২৫. পোল্যান্ড-১০
২৬. সেনেগাল-২৮
২৭. কলম্বিয়া-১৬
২৮- জাপান- ৬০
২৯. জার্মানী- ১
৩০. মেক্সিকো- ১৫
৩১. সুইডেন-২৩
৩২. দক্ষিন কোরিয়া- ৬১
ব্রাজিল আর্জেন্টিনা পরিসংখ্যান
১. বিশ্বকাপে Brazil-Argentina মুখোমুখি হয়েছে ৪ বার। এতে Brazil দুটি, Argentinaএকটি ম্যাচে জয় পেয়েছে। অপর ম্যাচটি হয়েছে ড্র।
২. বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ৮বার। এতে Brazil ৪টি, Argentina ২টি ম্যাচে জয় পেয়েছে। বাকি ২টি ম্যাচ হয়েছে ড্র।
৩. কনফেডারেশন কাপের একমাত্র ম্যাচে Brazil কাছে ৪:১ গোলে হেরেছিল Argentina।
৪. প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে ৫৯বার। এরমধ্যে ব্রাজিল ২৪টি, Argentina ২০টি ম্যাচে জয় পেয়েছে।
৫. কোপা আমেরিকাতে ৩২ দেখায় Brazil ৯ জয়ের বিপরীতে Argentina জয় ১৫টি।
সব মিলিয়ে ১০৪ ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ৪০টি, আর্জেন্টিনা জিতেছে ৩৮টি। বাকি ২৪টি ম্যাচ হয়েছে ড্র।
এবার চলুন দেখে আসি ব্রাজিলের সবচেয়ে বড় জয়
ব্রাজিল ৪:২ আর্জেন্টিনা- সেপ্টেম্বর ১৯৯৯
ব্রাজিল ৫:২ আর্জেন্টিনা – আগষ্ট ১৯৮৮
ব্রাজিল ৪:১ আর্জেন্টিনা – আগষ্ট ১৯৬৮
ব্রাজিল ৫:২ আর্জেন্টিনা – এপ্রিল- ১৯৬৩
ব্রাজিল ৫:১ আর্জেন্টিনা – জুলাই – ১৯৬০
ব্রাজিল ৪:১ আর্জেন্টিনা- মে -১৯৬০
ব্রাজিল ৬: ২ আর্জেন্টিনা- ডিসেম্বর -১৯৪৫
ব্রাজিল ৪:১ আর্জেন্টিনা- ২০০৫
(কনফেডারেশন কাপ ফাইনাল)
আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ব্রাজিলের বিপক্ষে
আর্জেন্টিনা ৪:৩ ব্রাজিল- জুন- ২০১২
আর্জেন্টিনা ৪:২ ব্রাজিল – মে ১৯৬০
আর্জেন্টিনা ৪:৩ ব্রাজিল- ডিসেম্বর-১৯৪৫
আর্জেন্টিনা ৫:১ ব্রাজিল – মার্চ -১৯৪০
আর্জেন্টিনা ৬:১ ব্রাজিল – মার্চ -১৯৪০
আর্জেন্টিনা ৫:১ ব্রাজিল – জানুয়ারী -১৯৩৯
আর্জেন্টিনা ৪:১ ব্রাজিল – ১৯৫৯ (কোপা আমেরিকা)
আর্জেন্টিনা ১:১ ব্রাজিল – ১৯২৫ (কোপা আমেরিকা)
আর্জেন্টিনা ৪:২ ব্রাজিল – ১৯১৭ (কোপা আমেরিকা)