যে ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিবেন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন !
প্রবাসিদের কল্যানের জন্য প্রবাসি কল্যাণ ব্যাংক গঠিত হয়েছে ৷ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা অনেকেই লোন নিতে চায় ৷ কিন্তু জানেন না যে , কিভাবে প্রবাসী ব্যাংক থেকে bank loan নিবেন ৷ যানেন না প্রবাসী ব্যাংক কি কি লোন দেয় এবং কিভাবে পরিষোধ করবেন বা কত সুদ এবং কত দিনের মধ্য পরিশোধ করতে হবে ৷
তো আজকে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন এর A to Z নিয়ে আলোচনা করব ৷ চলুন সুরু করি …
প্রবাসী কল্যান ব্যাংক কী কী ধরনের লোন দেয় ?
- অভিবাসী ঝণ প্রদিন
- পূনর্বাসন ঝণ প্রদান
- বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঝণ
- বিশেষ পূনর্বাশন ঝণ প্রদান
- আত্মকর্মসংস্থান মূলক ঝণ প্রদান
- নারী অভিবাসী ঝণ
- নারী পূরর্বাসন ঝণ
- প্রবাসী কল্যান ব্যাংক সাধারণ ঝণ
উপরক্ত প্রকল্প অনুযায়ী প্রবাসী কল্যান ব্যাংক তার গ্রাহকদের লোন দিয়ে থাকে ৷
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ার নিয়ম
অভিবাসী লোন নেওয়ার শর্ত
- আপনার ঘনিষ্ট বা নিয়োগ কর্তার মাধ্যমে বিদেশে চাকরির জন্য ভিসা পেতে হবে ৷
- আপনার অনুপস্হিতিতে আপনার প্রিয়জনদের বা জাবিনদার এর ঝণ চালানোর মত সক্ষমতা থাকতে হবে ৷
- আবেদনকারীর ভিসা চেক করার জন্য দুই কপি ছবি ও ফোন নামবার দিতে হবে ৷
অভিবাসন ঝণ নেওয়ার কাগজপত্র
- বিদেশগামী কর্মীদের জন্য অভিবাসন ঋণ গ্রহণে প্রয়াোেজনীয় কাগজপত্রঃ
- বিনামূল্যে সরবরাহ ব্যাংকের ফরমে আবেদন দাখিল
- ঋণ আবেদনকারীর ০৪ কপি পাসর্পো্ট সাইজের ছবি, ভােটার আইড়ি কার্ডের ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী
ঠিকানাসহ পৌরসভা/ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এর ফটাকপি - আবেদনকারীর পাসপোর্ট, ভিসার কপি ও ম্যানপাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি এবং লেবার কন্ট্রাব্ট পেপার (যদি থাকে দিতে হবে,না থাকলে
বাধ্যতামূলক নয়) - 2 জন জামিনদারের 1 কপি পাসর্পোট সাইজের ছবি, ID Card ফটোকপি, বর্তমান ঠিকানা এবং
স্থায়ী ঠিকানাসহ পৌরসভা/ইউনিয়ন পরিষদের সাটিফিকেট এর ফটোকপি - জামিনদারদের যে কোন ১ জনের স্বাক্ষরকৃত ব্যাংকের ০৩ টি চেকের পাতা
- ঋ্বণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব খুলতে হবে।
অভিবাসন ঝণ সীমা
- নতুন ভিসার জন্য সর্বচ্চ তিন লক্ষ টাকা
- রি-এন্টির ক্ষেত্রে ও একই
ঋণের মেয়াদ
- নতুন Visa ক্ষেত্রে মেয়াদ সর্বোচ্চ তিন বছর
- রি-এন্ট্রি Visa ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর।
ঋণের পরিশোাধসূচী
- 2 মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক kisti পরিশোধযোগ্য।
- সুদের হারঃ ৯% (সরল সুদ)।
সেবা প্রদানের সময়সীমা
- যথাযথ কাগজপত্রসহ আবেদন প্রাপ্তির ৭ (সাত) কর্মদিবস।
- Note: ঋণের কোন সার্ভিস চার্জ নেই।
পূনর্বাসন ঝণ নেওয়ার শর্ত
আপনি যদি বিদেশ থেকে নিয়োগ দাতার অথবা অন্য কোন হইরানির কারণে দেশে ফিরে আসেন এবং পূনর্বাসন জন্য বিভিন্ন প্রকল্প অথবা বিভিন্ন খামার যেমন : মুরগির খিমার,মৎস্যচাষ,গরু মোটাতাজাকরণ ইত্যাদি করতে চান তাহলে আপনি পূনর্বাসন ঝণ নিতে পারেন ৷
- এই লোন পেতে হলে আপনাকে বিদেশে প্রত্যাগত হতে হবে এবং বৈধ কাগজপত্র সহ ৫ বছর এর জন্য আবেদন করতে হবে ৷
পুনর্বাসন খণ গ্রহণে যোেগ্যতা ও প্রয়াজনীয় কাগজপত্রঃ
- প্রকল্প/ ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত এলাকায় Bank শাখায় আবেদন করতে হবে
- বিনামূল্যে সরবরাহকৃত Bank ফরমে আবেদন দাখিল
- আবেদনকারীর সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের হবি ও পাসপার্ট জাতীয় পরিচয় পত্রের
ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদন্ত সনদপত্রঃ - জামিনদারের সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের হবি, পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্রের
ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা। ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
উল্লেখ্য যে, ঋণ পরিশোধে সক্ষম ঋণ আবেদনকারীর পিতা/ মাতা স্বামী/ স্ত্রী/ ভাই/ বোন/ নিকটতম আস্নীয়
এবং খণ পরিশোেধে সক্ষম এমন ব্যক্তি যিনি আ্থিকভাবে সচ্ছল ও সমাজ গণ্যমান্য তিনিও গ্যারান্টর হতে পারবেন - হালনাগাদ trade লাইসেন্সের ফটোকপি (যদি না থাকে কারণ উল্লেখ করতে হবে)
- প্রকল্পের বিস্তারিত বিবরণসহ প্রকল্পের ঠিকানা, দুই বছরের আয়-ব্যয় বিবরণী সহ; প্রকল্প স্থান ভাড়া হলে ভাড়া/লীজের চুক্তিপত্রের ফটোকপি এবং Letter of Disclainer নিতে হবে এবং নিজস্ব হইলে মালিকানার প্রমানপত্র
- জামানতি সম্পত্তির ফটোকপি
- বিদেশ থেকে প্রত্যাগমন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র্ের ফটোকপি;
- ব্যক্তিগত/ প্রকল্পের নামে কোন সংস্থা/ এনজিও/ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের ঘোষণাপত্র;
- খণ গ্রহীতার নিকট হতে নিজ নামীয় ০৩ (তিন) টি স্বাক্ষরিত চেকর পাতা ও সংশ্রিষ্ট ব্যাংকের হিসাব
- হালনাগাদ ট্রেড লাইসেনসর ফটোকপি (যদি না থাকে কারণ উল্লেখ করতে হব);
- প্রকল্পের বিস্তারিত বিবরণসহ প্রকল্পের ঠিকানা, ০২ (দুই) বছরের আয়-ব্যয় বিবরণী সহ;
প্রকল্প স্থান ভাড়া হলে ভাড়া/ লীজের চুক্তিপত্রের ফটোকপি এবং Letter of Disclaimer নিতে হবে,
এবং নিজস্ব হইলে মালিকানার প্রমানপত্র; - জামানতি সম্পত্তির ফটোকপি
পুনর্বাসন খণ সীমা
- সর্বোচ্চ ৫০,০০ (পঞ্চাশ) লক্ষ টাকা।
- জামানতবিহীন ঋণ সর্বোচ্চ ৩ লক্ষ টাকা;
- তিন লক্ষ টাকার হতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সহজামানত গ্রহণ করতে Q4;
- ঋণের পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হলে ঋণের বিপরীতে ঋণ গ্রহীতা/ গ্যারান্টরের মালিকানাধীন স্থাবর সম্পত্তি রেজিস্ট্রি মর্টগেজমূলে ব্যাংকের অনুকৃলে দায়বদ্ধ থাকবে।
ঋণের মেয়াদঃ
- ঋণের মেয়াদ হবে সর্কোছচ ১০ (দশ) বহর।
- সুদের হারঃ ৯% (সরল সুদ)।
ঋণের পরিশোেধস্চীঃ
পরিশােধসৃচী হবে ঋণের ধরণ অনুযায়ী কিস্তিতে পরিশোেধযোগ্য।
সেবা প্রদানের সময়সীমাঃ
- যথাযথ কাগজপত্রসহ আবেদন প্রপ্তির ১০ (দশ) কর্মদিবস।
বঙ্গবন্ধু অভিবাসী বৃহত পরিবার খণ
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার খণ গ্রহণে যোগ্যতা ও প্রয়ােজনীয় কাগজপত্র
- প্রকল্প/ ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় অবস্থিত প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় ঋণের আবেদন করতে হবে
- বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন দাখিল
- আবেদনকারীর সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/ পাসপাের্ট প্রযােজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা। ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র
- গ্যারান্টরের সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপোরট সাইজের ছবি, জাতীয় পরিচয় পন্রের ফটোকপি। পাসপোর্ট। প্রযােজ্য ক্ষে্র জন্ম নিবন্ধন সনদ, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র
- প্রকল্পের হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি (প্রযােজ্য ক্ষেত্রে)
- প্রকল্সের বিস্তারিত বিবরণসহ প্রকল্পের ঠিকানা ও ০১ এক বছরের আয়-ব্যয় বিবরণী প্রকল্প স্থান ভাড়া হলে ভাড়া/ লীজের চুক্তিপত্রের ফটোকপি এবং Letter of Disclaimer নিতে হবে এবং নিজস্ব হইলে মালিকানার প্রমানপত্র
- প্রশিক্ষণ /অভিজ্ঞতার সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে )
- ব্যক্তিগত/সংস্থা। এনজিও/ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের ঘোষণাপত্র
- গ্রহীতার নিকট হতে নিজ নামীয় ০৩ (তিন)টি স্বাক্ষরিত চেকের পাতা ও সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব বিবরণী
- জামানতি সম্পত্তির ফটোকপি।
- অভিবাসী/ দেশে প্রত্যাগত ব্যক্তির অনুরোধপত্র। প্রবাসী ব্যক্তি বিদেশে আছেন অথবা দেশে প্রত্যাগমন করেছেন তার প্রমাণপত্র।
- প্রকল্প খণ ও চলতি পুঁজি/ নগদ ঋণ এর ক্ষেত্রে সর্বোচ্চ ঋণ সীমা ৫০.০০ (পঞ্চাশ) লক্ষ টাকা।
- জামানতবিহীন ঋণ সর্বোচ্চ ৩.০০ (তিন) লক্ষে টাকা
- ৩.০০ (তিন) লক্ষ টাকার উর্বে হতে ৫.0० (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সহজামানত গ্রহণ করতে হবে
- ঋণের পরিমাণ ৫.০০ (পঁচ) লক্ষ টাকার উর্ষে হলে ঋণের বিপরীতে ঋণ গ্রহীতা/ গ্যারান্টরের মালিকানারধীমস্থাবর সম্প্তি রেজিস্ট্রি মটগেজমূলে ব্যাংকের অনুকূলে দায়বদ্ধ থাকবে।
ঋণের মেয়াদঃ
- মেয়াদ স্বোচ্চ ১০ (দশ) বছর।
সুদের হারঃ
- পুরুষ 9% এবং
- মহিলা 7%
দেশে ও প্রবাসে আপনারই পাশে পরিশােধসূচী হবে ঋণের ধরণ অনুযায়ী কিস্তিতে পরিশোধযোগ্য।
আত্মকর্মসংস্থানমূলক ঋণ
খণ গ্রহণে যোেগ্যতা ও প্রয়াজনীয় কাগজপত্রঃ

নারী পুনর্বাসন খণ
বাংলাদেশী কোন নারী চাকরীর উদ্দেশ্যে অন্য কোন দেশে গমন করার পরে বিভি্ন রাজনৈতিক, সামাজিক অথবা নিয়ােগদাতা কর্তৃক হয়রানির কারণে স্বদেশে ফিরে আসার পর স্বাবলম্বি হওয়ার ইচ্ছায় কোন ধরনের প্রকল্প শুরু করলে সেক্ষে্র ব্যাংক ঐ ব্যাক্তির ঋণের আবেদনের প্রেক্ষিতে সহজ শর্তে জামানতে বা জামানত ব্যাতিরেকে পুনর্বাসন ঋণ প্রদান করা হচ্ছে।
পুনর্বাসন খণ গ্রহণে যোাগ্যতা ও প্রয়োেজনীয় কাগজপত্রঃ
নারী অভিবাসন ঋণ
আর বিসতারিত ভাবে জানতে চাইলে বাংলাদেশ প্রবাসি কল্লান ব্যাংকে ডুকে দেখতে পারেন ৷