অনলাইনে আয় করুন ব্লাগিং করে ! জেনে নিন Blogging এর A To Z

Posted on : February 9, 2022 | post in : Online Earning |1 Reply |

প্রথমেই Tipscountbd এর এডমিন হিসাবে আমি আপনাদের সালাম যানাই , আস-সালামুআলাইকুম ৷

আশাকরি সবাই মহান রব্বুল আলামিনের রহমতে ভালই আছেন ৷

তো আমি Post লিখি খুব কম ৷ তো অনেক দিন পর একটি আরর্টিকেল লিখতে বসেছি ৷

ব্লাগিং করে অনলাইনে আয় করার উপায় !

  • তো আজকের পোষ্ট এর বিষয় হচছে, কিভাবে আপনি Blogging বা ব্লাগিং করে অনলাইন থেকে আয় করবেন ৷
    Blogging Online Earing এর স্বাধিন ও জনপ্রিয় একটি উপায় ৷
    আজ আপনাদের ব্লাগিং করে কিভাবে আয় করবেন, ব্লাগিং করে কত টাকা আয় করতে পারবেন ,
    ব্লাগ সাইট কি ভাবে তৈরি করবেন এসব বিষয় শেখানোর চেষ্টা করব ৷

Note: অবশ্যই পুরো পোষ্টটি পড়বেন না হলে বিষয় গুলা বুঝতে পারবেন না ৷ হয়ত বা আজকের এই পোষ্ট এর মাধ্যমে আপনিও অনলাইন থেকে ইনকাম করতে পারেন হাজার হাজার ডলার ৷

তো প্রথমে আমরা জেনে নেয় ব্লাগিং টা আসলে কি ?

দেখেন একেবারে সহজ ভাষায় Blogging বলতে লেখালেখি কে বুঝায় ৷
আপনার বা অন্য কার website এ কোন কিছুর উপর লিখা-লিখি করাই হল ব্লাগিং ৷
আর এই ব্লাগিং করে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভাব ৷

আর এই আয়টা এমনি মনে করেন, আপনি অনেক কষ্ট করে ১০তালা একটি বিল্ডিং দিছেন তাতে ২০ টা ফ্লাট আছে আর সেই ফ্লাট গুলো আপনি ভাড়া দিয়ে টাকা নিচছেন ৷
এখানে আপনার ফুল স্বাধিনতা থাকছে যা ইচছা করতে পারছেন কিন্তু যারা চাকরি করে তারা এই সুযোগটা পাচছে না ৷

এবার আসুন যেনে নেয় যে , ব্লাগিং করে কিভাবে আয় করা যায় !

অনলাইনে আয় করুন ব্লাগিং করে ! জেনে নিন Blogging এর A To Z

  • দেখেন ব্লাগিং করে অনেক ভাবে আয় করা যায় ৷
    এর মধ্য Google Adsense হল অন্যতম ৷ তারপর আবার Affiliate করে ও আয় করা যায় ৷
    বিভিন্ন কম্পানি Sponser এর মাধ্যমে ও প্রচুর টাকা আয় করা যাই ৷
  • চলুন একটি উধারণ এর মাধ্য বুঝে নেয় :—
    মনে করেন আপনার একটি Blog website আছে এবং সেখানে বিভিন্ন বিষয়ের উপর আপনি লেখালেখি করেছেন ৷
    সাথে আপনার সাইটটি Google সহ অন্যান্ন সার্চ ইন্জিন এর সাথে এড করে দিছেন বা SEO করেছেন ৷
    ফলে গুগলে সার্চ করে প্রচুর মানুষ আপনার লেখা পড়ছে প্রতি দিন ৷
  • এখন আপনি Google Adsense এ আবেদন করে Adsense এর Add আপনার Blog এর বিভিন্ন জাইগাই বসাই রাখলেন ৷
    ফলে গুগল আপনার সাইটে আসা মানুষ গুলাকে বা ভিজিটর দের বিভিন্ন পণ্যর এড সো করাবে ৷
    আর এই এড দেখে পণ্যটি ক্রায়ের জন্য ভিজিটর যখন ঐই এডে ক্লিক করবে তখন গুগল আপনাকে প্রেমেন্ট করবে ৷
    আর ক্লিক না করলেও সুধু এড দেখার জন্য আপনি প্রেমেন্ট পাবেন ৷ এভাবেই গুগল এডসেন্স থেকে আয় করার Best উপাই ৷

Google Adsense এর বিসতারিত জনতে এই পোষ্টটি দেখুন…

  • প্রায় সকল News site বা ব্লাগ সাইট এই Adsense এর মাধ্যমে আয় করে থাকে ৷
    যেমন প্রথম আলো নিচের ছবিটি দেখেন :
  • ব্লাগিং করে অনলাইনে আয় করার উপায়
    এমনিকি যারা Youtuber তারাও সবাই এই Google adsense থেকে আয় করে ৷
  • আবার , আপনার ব্লাগে বিভিন্ন কম্পানি Sponser দিবে ৷
    বা আপনার website এর কোন একটা নির্দিষ্ট জাইগাই তাদের পণ্যর এড দিবে চুক্তির বিনিময়ে ৷
    মনে করেন কোন একটা কম্পানি আপনার সাইটের একেবারে উপরে একটি এড দিবে তাদের প্রোডাক্ট এর
    এর জন্য কম্পানি আপনাকে মাসে মাসে প্রেমেন্ট করবে ৷
    আর এই sponsor আপনি তখনি পাবেন যখন আপনার ব্লাগ এ প্রচুর ভিজিটর আসবে ৷
    তখন কম্পানি আপনার সাথে যোগাযোগ করবে ৷ যেমন টা আমার সাথে করেছে 2 টা কম্পানি ৷
  • আবার আপনি আপনার সাইটে এফিলিয়েট মারর্কেটিং ও করতে পারবেন ৷
    যেমন Amazon  ebay ইত্যাদি সাইটের পণ্যর লিংক আপনার ব্লাগে দিবেন
    ঐ লিংকে ডুকে কেও পণ্য ক্রায় করলে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন ৷

আবার আপনার ব্লাগ না থাকলেও অন্যর ব্লাগে লেখালেখি করলেও আয় করতে পারবেন ৷
ব্লাগ মালিক আপনাকে প্রেমেন্ট করবে ৷

আসলে আর অনেক উপায়ে ওয়েব সাইট থেকে ইনকাম করা যাই যা বলে শেষ করা যাবে না ৷
তবে আপনার ব্লাগটা ঐ পজিশনে নিয়ে যেতে হবে ৷
এবং সুন্দর ভাষায় ও ইনফরমেশন পূর্ণ কন্টেন বা পোষ্ট লিখতে হবে ৷

ওয়েব সাইট বা ব্লাগ থেকে কত টাকা আয় করা সম্ভাব ?

ওয়েব সাইট বা ব্লাগ থেকে কত টাকা আয় করা সম্ভাব ?

দেখেন এর আয় এর কোন লিমিট নাই ৷
আপনার সাইট যত পপুলার হবে তত আয় বাড়বে ৷
এটা কোন চাকরি না যে ফিক্স বেতন পাবেন ৷
তাই আপনার ভিজিটর যত তত আয় ৷

আচছা আপনাদের মনে ত প্রশ্ন আসতে পারে যে, কোন ধরনের ব্লাগ করবেন ৷

উত্তর হল আপনি যে বিষয়ে ভাল বুঝেন সে বিষয়ে করবেন ৷
চেষ্টা করবেন ইংলিশে করার কারণ এখানে ইংরেজি সারা বিশ্বে চলে তাই সারা বিশ্ব থেকে আপনি ভিজিটর পাবেন ৷

এতো গেল Blogg থেকে আয় করার উপায় এবার আসুন যেনে নেয় কিভাবে একটি ব্লাগ সাইট তৈরি করবেন !




নিজের একটি ব্লাগ সাইট তৈরি করতে হলে আপনাকে বেশি কিছু যানার দরকার নাই ৷
youtube থেকে কই এক টা ভিডিও দেখলেই করতে পারবেন ৷

নিজের নামে যে কোন ওয়েবসাইট খুলে অনলাইনে আয় করতে চান ? এদিকে আসুন !

আর আপনি দুই ভাবে ব্লাগ খুলতে পারবেন

একটি ফ্রি যেটা google এর Blogsport এর মাধ্যমে অন্যটি টাকা খরচ করে Domain hosting কিনে ৷

অবশ্যই ২টার ভ্যালু এক না ৷ দেখেন ফ্রিতে কিছু পাওয়া মানে আপনি অন্যর কাছে বিক্রি হয়ে যাচছেন ৷

ফ্রিতে সাইট করলে ঐ সাইট গুগলে Rank করানো খুব টাপ ৷
অপর দিকে ফ্রি সাইটে আপনার আয় ও কম হবে ৷
Blogspot এ adsense আপনাকে 55% দিবে অপর দিকে Domain hostin নিয়ে সাইট করলে adsense আপনাকে 68% দিবে ৷

দেখেন কিভাবে ব্লাগ খুলবেন এখানে শিখানো সম্ভাব না ৷
তাই আমি যাষ্ট ধারণা দিয়ে দিলাম ৷
আপনারা যদি শিখতে চান বা ব্লাগিং করতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ৷

আমার নামবার : + 88 01776 233093

যতটুকু যানি বুঝানোর চেষ্টা করলাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷
সভাই ভাল থাকুন ৷

Tags:

One Comment

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar