web site ধারণা বা ওয়েব সাইট কি এর কাজ

Posted on : November 19, 2017 | post in : Wapka,Web Development,Wordpress |2 Replies |

web site কি?

web site হলো ওয়েব পেইজ, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমন্বয়ে বানানো পোর্টাল যা কোন ওয়েব সার্ভারে থাকে এবং ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে কম্পিউটার বা মোবাইল ফোন থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখা যায়।

web site

ওয়েব সাইট কি হলো একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েব সাইট তৈরি। একটি ওয়েব সাইটের ঠিকানা বলতে সাধারনত হোম পেজের ঠিকানাটিকেই বুঝায়। তবে ওয়েব সাইটের প্রতিটি পেজের
ঠিকানাই আলাদা আলাদা হয়।ফ্রীতেও ইন্টারনেটে ওয়েব পেজ তৈরি, প্রকাশ ও ব্যবহার করা যায় তবে সেক্ষেত্রে অনেক সময়
নিজস্বতা ব্যহত হয়।
ইন্টারনেটে সার্বক্ষনিক যুক্ত কোন বড় কম্টিউটারকে সার্ভার বলা হয়, এতে নির্দিষ্ট সময়ের জন্য টাকার বিনিময়ে স্পেস বা জায়গা পাওয়া যায় যাতে ওয়েবসাইট রাখা যায়। ওয়েব পেজের
অবশ্যই ঠিকানা থাকে,
একে URL বলা হয়। একটি URL- এ একাটই ওয়েব পেজ থাকতে পারে। কোন ওয়েব পেজ যে বিষয়ে সেই
বিষয়ে কেউ সার্চ ইন্জিনে
সার্চ করলে সেই পেজটিকে খুঁজে পাওয়ার
ব্যবস্থা করা যায়।

ওয়েব সাইট তৈরি করার নিয়ম

বছরব্যাপী কোডিং শিখে ওয়েবসাইট বানানোর প্র্যাকটিস এখন আর কেউ করেনা। মানুষের এতো সময় হয়না। ডিজিটাল দুনিয়ায় মানুষ খুব বেশি সময় সচেতন। Website কি, জানার পর মুল কাজ কিভাবে বানাবেন তা রপ্ত করে নেয়া।

ইন্টার নেটে একটি ওয়েব পেজ খুলতে যা যা দরকার হয়:

১. ওয়েব পেজ ডিজাইন করতে হবে,

২. ডোসেইন নাম রেজিষ্ট্রেশন করতে
হবে,

৩. কোন সার্ভরে ওয়েব পেজটি টাকার বিনিময়ে রাখতে হবে,

৪.ওয়েব পেজটিকি আরো বেশি প্রচানমুখী করার
জন্য সার্চ ইন্জিন অপটিমাইজেশন করা
যেতে পারে।

৫.ওয়েব ডিজাইন জানতে:

ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য
বাহ্যিক অবয়ব (টেমপ্লেট)
তৈরী করা।ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য
টেমপ্লেট বানানো, এখানে কোন এপ্লিকেশন থাকবেনা ।যেমন- লগিন সিস্টেম,
নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে
বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের
পরিবর্তন এগুলি এপ্লিকেশন,ওয়েব এপ্লিকেশন। এসব তৈরী
করতে হয় প্রোগ্রামিং
ল্যাংগুয়েজ দিয়ে। কোন প্রকার এপ্লিকেশন ছাড়া
একটা সাইট তৈরী করা এটাই ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে পারেন স্টাটিক
ডিজাইন।
ওয়েব ডিজাইন শিখতে যাকিছু জানতে হবে
এইচটিএমএল4.01 : এটা একটা মার্ক আপ ল্যাংগুয়েজ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়।

সিএসএস :
এটাও মার্ক আপ ল্যাংগুয়েজ।

ফটোশপ : এখানে যে মুল কাজটি শিখতে হবে তাহল পিএসডি থেকে এইচটিএমএল টেমপ্লেট/
অবয়ব (PSD to HTML)
বানানো এছাড়া ব্যানার,
বাটন,এনিমেশন তৈরী করা এসব জানতে হবে।

অতিরিক্ত হিসেবে ফ্ল্যাশ
দিয়ে এনিমেশন তৈরী করা শিখতে পারেন।

ড্রিমওয়িভার – web site

ড্রিমওয়িভার – web site সাইট প্যাকেজ তৈরী করার জন্য খুবই জনপ্রিয় ।
হটস্ক্রিপ্ট – আপনার সাইটকে আকর্ষনীয় করার জন্য উম্মক্ত স্ক্রিপ্ট। (মুক্ত)
এইচটিএমএল কীট -ওয়েব পেজ কোডিং করার টুলস।
অটোরিপ্লেস-একাধিক ওয়েব পেজের টেক্সসমুহ সহজেই বদল করার জন্য। (মুক্ত)
ন্যামো ওয়েব এডিটর- ওয়েব সাইট তৈরী করার টুলস।
নোটপ্যাড++ – নোটপ্যাড থেকে অধিকতর উন্নত সংস্করন। (মুক্ত)
সেরিফ ওয়েবপ্লাস -ওয়েব পেজ তৈরী করার সফটওয়্যার।
অ্যাডোবে ফটোশপ -জনপ্রিয় ইমেজ এডিটিং সফটওয়্যার।
কুলটেক্স -অনলাইন লোগো গ্রাফিকস তৈরী করার জন্য। (মুক্ত)
ইরফানভিউ – ইমেজ এডিটিং সফটওয়্যার। (মুক্ত)
পিক্সি -যেকোন রংয়ের এইচটিএমএল মান জানার জন্য।(মুক্ত)
সেরিফ ড্রপ্লাস -গ্রাফিকস এডিটিং সফটওয়্যার।
কনট্রিবিউট -সহজেই সাইট এবং ব্লগ হালনাগাদ করার জন্য।
কফিকাপফ্রিএফটিপি -ওয়েব সাইট আপলোড এবং ব্যবস্হাপনা (মুক্ত)
ইমেল চেক-স্প্যামাররা আপনার ওয়েব সাইট ইমেল এড্রেস দেখতে পায কি না তা যাচাই করা (মুক্ত)
ফায়ারফক্স ওয়েব ডেভেলপার এক্টেনশন -ওয়েব সাইট প্রকাশনা বা তৈরী (মুক্ত)
ফাইলজিলা -ওয়েব সাইট ফাইলস আপলোড এবং ব্যবস্হাপনা (মুক্ত)
লিংক পপুলারিটি-আপনার ওয়েব সাইট সার্চ ইন্জিনের নিকট কতটা জনপ্রিয় তা যাচাই করার জন্য।(মুক্ত)
অ্যালেক্সা টুলবার -অ্যালেক্সা সাইট তথ্যের জন্য(মুক্ত)
লিংক্স ব্রাউজার -টেক্স ব্রাউজারে আপনার কেমন দেখাবে তা যাচাই করে দেখা(মুক্ত)
ডব্লিউথ্রিসি ভ্যালিদেটর -আপনার পেজের কোডিংয়ের মান যাচাই করা(মুক্ত)
ফ্লাশ প্রো (প্রিমিয়ার ফ্লাশ তৈরী করার সফটওয়্যার
সুইস ম্যাক্স -ফ্লাশ ফাইল তৈরী করার টুলস।
এফোরডেক্স-কাঠামো(টেম্পলেট) ব্যবহার করে সহজেই ফ্লাশ web site তৈরী করা।

ডিভআইও-ডিজিটাল ক্যামেরা থেকে ভিডিও এভিআই তে নেওয়া।(মুক্ত)
কুলমুভস-সহজেই ফ্লাশ এনিমেশন তৈরী করা।
টারবাইন এনকোডার – সচল চিত্র(ভিডিও) কে স্টিমিং ফ্লাশে পরিবর্তন করা (মুক্ত)
এমএসএন সাইটসার্চ -আপনার সাইটে সার্চ সবিধা যোগ করতে।(মুক্ত)
পিএইচপিবিবি-পিএইচপি-ভিত্তিক ফোরাম তৈরী করার জন্য।(মুক্ত)
এক্সপিএফ মিউজিক প্লেয়ার -সাইটে এমপিফ্রি ফাইল চালানো।(মুক্ত)

web site

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীর ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো।

me on facebook

Tags:

2 Comments

Leave a Reply

 
Theme Designed Bybody{border:6px solid orange; margin:6px;}
Skip to toolbar